এ ভাবেই ঘটে দুর্ঘটনা৷

Accident: টোটো মানেই রাস্তায় যা খুশি তাই? বাইক চালকের যে পরিণতি হল, শিউরে উঠবেন

প্রয়াগরাজ: পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই রাস্তায় টোটো অথবা ই রিকশার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ কিন্তু এই টোটো চালকদের অধিকাংশের বিরুদ্ধেই অভিযোগ, তারা ট্রাফিক আইনের ধার ধারেন না৷ একসময় ঠিক যে অভিযোগ উঠত অটো চালকদের বিরুদ্ধে৷ কিন্ত ট্রাফিক আইন না মানার এই প্রবণতার ফল কতটা মারাত্মক হতে পারে এবং এর মাশুল যে নিরীহ মানুষকে দিতে হয়, তার প্রমাণ মিলল উত্তর প্রদেশের প্রয়াগরাজে৷ সেখানে ব্রিজের উপর একটি টোটোর ট্রাফিক নিয়ম ভাঙার ফলে মৃত্যু হল এক বাইক চালকের৷

সবথেকে মর্মান্তিক, গুরুতর আহত ওই বাইক চালককে ফেলেই টোটো নিয়ে ঘটনাস্থল থেকে পালায় ওই টোটো চালক৷

আরও পড়ুন: কঠিন ‘এই’ রাজ্যে কটা আসন পাবে বিজেপি? News 18-এ মুখ খুললেন মোদি! বড় চমক

এনডিটিভিতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, প্রয়াগরাজ শহরের একটি সেতুর ব্যস্ত রাস্তার উপরে এই দুর্ঘটনা ঘটে৷ গোটা ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরালও হয়েছে৷

ভিডিওতে দেখা যাচ্ছে, সেতুর উপরে যে রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটেছে, সেটি একমুখী৷ কিন্তু আচমকাই একজন টোটো চালক তার টোটোটি ঘুরিয়ে উল্টোদিকে ঘোরার চেষ্টা করে৷ ওই সময় দ্রুত গতিতে টোটোর পিছন দিক থেকে একটি বাইক আসছিল৷ আচমকা ওই টোটোটি ঘুরে যাওয়ায় সেটি বাইকটির সামনে পড়ে যায়৷ ওই বাইক চালক চেষ্টা করলেও টোটোর সঙ্গে সংঘর্ষ এড়াতে পারেননি৷ এমন কি, বাইকের চাকা পিছলে রাস্তায় পড়েও যান তিনি৷

 

এই সময়ই দেখা যায়. রাস্তার উপরে পড়ে থাকা গুরুতর আহত বাইক চালকের প্রতি বিন্দুমাত্র ভ্রূক্ষেপ না দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক টোটোটি৷ তবে পাশ দিয়ে যাওয়া অন্যান্য বাইক চালক এবং গাড়িচালকরা দাঁড়িয়ে পড়েন৷ তাঁদের মধ্যে থেকেই কয়েকজন ওই আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে আকাশি সি্ং নামে ২১ বছর বয়সি ওই যুবকের৷ মৃতের বাবা অশ্বিনী সিং অভিযুক্ত টোটো চালকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন৷

এই ঘটনায় প্রয়াগরাজের বাসিন্দাদদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে৷ অনেকেরই অভিযোগ, রাস্তায় টোটোচালকরা কোনও নিয়ম, আইন মানে না৷ এমন কি কেউ যদি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাহলে টোটো চালকরা একজোট হয়ে হেনস্থাও করে৷