ইএসপিএনক্রিকইনফো অনুসারে, ভারতের অধিনায়ক রোহিত শর্মা তারকা ব্যাটার বিরাট কোহলিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের শীর্ষ চার ব্যাটারদের মধ্যে অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন।

ICC T20 WC: শত্রুতা ভ্যানিশ! আমার বিরাটকে দলে এভাবেই চাই, নির্বাচকদের সাফ জানালেন রোহিত

 

 ক্রীড়াদুনিয়ার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ভারতের অধিনায়ক রোহিত শর্মা তারকা ব্যাটার বিরাট কোহলিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের শীর্ষ চার ব্যাটারদের মধ্যে অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন।
ক্রীড়াদুনিয়ার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ভারতের অধিনায়ক রোহিত শর্মা তারকা ব্যাটার বিরাট কোহলিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের শীর্ষ চার ব্যাটারদের মধ্যে অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন।
রোহিত বলেছেন যে এই ধরণের মেগা ইভেন্টে কোহলির মেজাজ ভারতের জন্য একটি বড় পজিটিভ হবে। তাঁর পরিসংখ্যান সম্পর্কে কথা বলতে গেলে, কোহলি মোট ১১৭ টি-টোয়েন্টি খেলেছেন এবং মোট ৪০৩৭ রান করেছেন। সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তিনি একটি সেঞ্চুরি এবং ৩৭টি হাফ সেঞ্চুরি করেছেন।
রোহিত বলেছেন যে এই ধরণের মেগা ইভেন্টে কোহলির মেজাজ ভারতের জন্য একটি বড় পজিটিভ হবে। তাঁর পরিসংখ্যান সম্পর্কে কথা বলতে গেলে, কোহলি মোট ১১৭ টি-টোয়েন্টি খেলেছেন এবং মোট ৪০৩৭ রান করেছেন। সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তিনি একটি সেঞ্চুরি এবং ৩৭টি হাফ সেঞ্চুরি করেছেন।
 এদিকে হাতে আর গোনা দুটো দিন৷ কিন্তু এখনও নিজেদের কোন সেরা ১৫ কে বাছবে টিম ইন্ডিয়া তা নিয়ে সহমত হতে পারেননি টিম ম্যানেজমেন্ট৷ আইপিএলের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া নাকি অভিজ্ঞতাকে মূলধন করে কী করা হবে এই সব নিয়েই আলোচনা চলছে  রোহিত শর্মা, নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর এবং কোচ রাহুল দ্রাবিড়ের  মধ্যে৷ কিন্তু বেশ কয়েকটি পয়েন্টে এখনও ধোঁয়াশা জারি রয়েছে৷ Photo- File 
এদিকে আর গোনা দুটো দিন৷ কিন্তু এখনও নিজেদের কোন সেরা ১৫ কে বাছবে টিম ইন্ডিয়া তা নিয়ে সহমত হতে পারেননি টিম ম্যানেজমেন্ট৷ আইপিএলের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া নাকি অভিজ্ঞতাকে মূলধন করে কী করা হবে এই সব নিয়েই আলোচনা চলছে  রোহিত শর্মা, নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর এবং কোচ রাহুল দ্রাবিড়ের  মধ্যে৷ কিন্তু বেশ কয়েকটি পয়েন্টে এখনও ধোঁয়াশা জারি রয়েছে৷ Photo- File
এর মধ্যে  প্রথম সমস্যা রোহিত শর্মার সঙ্গে ওপেনিং জুটিতে পার্টনার কে হবেন? এই গুগলির জট এখনও কাটাতে পারছে না থিঙ্কট্যাঙ্ক৷ দুটি নামের মধ্যে জোর লড়াই জারি৷ সেখানা রয়েছে যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল৷ Photo- File 
এর মধ্যে  প্রথম সমস্যা রোহিত শর্মার সঙ্গে ওপেনিং জুটিতে পার্টনার কে হবেন? এই গুগলির জট এখনও কাটাতে পারছে না থিঙ্কট্যাঙ্ক৷ দুটি নামের মধ্যে জোর লড়াই জারি৷ সেখানা রয়েছে যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল৷ Photo- File
এছাড়াও প্রশ্নের সামনে দাঁড়িয়ে দুই তুফানি ব্যাটারও৷ একটা স্লটের লড়াইতে রয়েছেন কেকেআর প্লেয়ার রিঙ্কু সিং এবং চেন্নাই সুপার কিংসের শিভব দুবে৷ Photo- File 
এছাড়াও প্রশ্নের সামনে দাঁড়িয়ে দুই তুফানি ব্যাটারও৷ একটা স্লটের লড়াইতে রয়েছেন কেকেআর প্লেয়ার রিঙ্কু সিং এবং চেন্নাই সুপার কিংসের শিভব দুবে৷ Photo- File
এছাড়া উইকেট কিপার বাছাই নিয়েও একমত হতে পারছে না থিঙ্কট্যাঙ্ক৷ এই তালিকায় হাড্ডাহাড্ডি লড়াই করছেন সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ, কেএল রাহুল৷ Photo- File 
এছাড়া উইকেট কিপার বাছাই নিয়েও একমত হতে পারছে না থিঙ্কট্যাঙ্ক৷ এই তালিকায় হাড্ডাহাড্ডি লড়াই করছেন সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ, কেএল রাহুল৷ Photo- File
সহজ অঙ্ক হিসেবে বুঝে নিন  যে সরল সমীকরণগুলির সমাধান করতে পারছেন না বিসিসিআই- তা হল তৃতীয় ওপেনার কে হবেন, দ্বিতীয় উইকেটরক্ষক কে হবেন? Photo- File 
সহজ অঙ্ক হিসেবে বুঝে নিন  যে সরল সমীকরণগুলির সমাধান করতে পারছেন না বিসিসিআই- তা হল তৃতীয় ওপেনার কে হবেন, দ্বিতীয় উইকেটরক্ষক কে হবেন? Photo- File
এদিকে শুধু এর বাইরেও সমস্যা আছে বোলিং ব্রিগেডের ব্লু প্রিন্ট সাজানো নিয়ে৷  বোলিং ব্রিগেডের দলে সিম অ্যাটাক কী রকম রাখা হবে? সেটা কী যেরকম রাখা হয় সেরকই নাকি আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের পিচ অনুসারে হবে৷ Photo- File
এদিকে শুধু এর বাইরেও সমস্যা আছে বোলিং ব্রিগেডের ব্লু প্রিন্ট সাজানো নিয়ে৷  বোলিং ব্রিগেডের দলে সিম অ্যাটাক কী রকম রাখা হবে? সেটা কী যেরকম রাখা হয় সেরকই নাকি আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের পিচ অনুসারে হবে৷ Photo- File
এই ধাঁধাগুলি সলভ করতে রাহুল দ্রাবিড়, অজিত আগরকর, রোহিত শর্মাকে এক সিদ্ধান্তে পৌঁছতেই হবে৷ ফলে অনেকক্ষেত্রেই হয়ত সাহাসী কোনও সিদ্ধান্তের পথে হাঁটবে ম্যানেজমেন্ট৷ Photo- File 
এই ধাঁধাগুলি সলভ করতে রাহুল দ্রাবিড়, অজিত আগরকর, রোহিত শর্মাকে এক সিদ্ধান্তে পৌঁছতেই হবে৷ ফলে অনেকক্ষেত্রেই হয়ত সাহাসী কোনও সিদ্ধান্তের পথে হাঁটবে ম্যানেজমেন্ট৷ Photo- File
এর মধ্যে এও রয়েছে যে কেএল রাহুলকে কী উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসনের থেকে ম্যানেজমেন্ট এগিয়ে রাখল? Photo- File
এর মধ্যে এও রয়েছে যে কেএল রাহুলকে কী উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসনের থেকে ম্যানেজমেন্ট এগিয়ে রাখল? Photo- File
টি নটরাজন কিম্বা আভেশ খানের মতো তরুণ জোরে বোলারদের টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা ১৫-র দলে নেওয়া হল! Photo- File
টি নটরাজন কিম্বা আভেশ খানের মতো তরুণ জোরে বোলারদের টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা ১৫-র দলে নেওয়া হল! Photo- File
এর পাশাপাশি প্রতিভাশালী দুই তরুণ শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের মধ্যে যে কোনও একজনই দলে ঠাঁই পাবেন৷ Photo- File
এর পাশাপাশি প্রতিভাশালী দুই তরুণ শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের মধ্যে যে কোনও একজনই দলে ঠাঁই পাবেন৷ Photo- File