Rainfall Update: অবশেষে বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে তাপপ্রবাহ শেষে বৃষ্টি, দেখুন ভিডিও

অবশেষে বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে তাপপ্রবাহ শেষে বৃষ্টি। ৪৪ বছর পর আবার এপ্রিল মাসে রেকর্ড করল কলকাতার তাপমাত্রা৷ ১৯৮০ সালের ২৫ এপ্রিল, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। আজ বেলা আড়াইটের সময় ফের কলকাতার তাপমাত্রা এপ্রিল মাসে ৪১.৭ ডিগ্রিতে পৌঁছয়৷ এখনও পর্যন্ত এটিই এপ্রিল মাসে কলকাতার দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা৷ ১৯৫৪ সালের ২৫ এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস৷ যে নজির আজও অটুট রয়েছে৷ দক্ষিণবঙ্গে আরও পাঁচ দিন চলবে তাপপ্রবাহ। সব জেলায় তাপপ্রবাহ। অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের সাত জেলায়। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া এই সাত জেলায় অতি তীব্র তাপপ্রবাহ। উত্তর ২৪ পরগনাতেও চরম তাপপ্রবাহ। বেশীরভাগ জেলায় লু বইবে। এই উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে! সামান্য হলেও আশার আলো দেখছেন আবহাওয়া বিজ্ঞানীরা। ৪ঠা মে পর্যন্ত দাবদাহ চলবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা। দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ। বাদ যাচ্ছে না উত্তরবঙ্গও। মঙ্গলবার থেকে দু-তিন দিন পাহাড় ও সংলগ্ন পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা।