রাঘব চাড্ডা ও পরিনীতি চোপড়া

Raghav Chadha-Parineeti Chopra: দৃষ্টিশক্তি হারাতে পারেন রাঘব চাড্ডা! বিয়ের ১ বছরের মধ্যেই দুঃসংবাদ! ভয়ঙ্কর কথা জানালেন আপ নেতা

*২৪ সেপ্টেম্বর ২০২৩, উদয়পুরে সাত পাকে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া এবং আপ সাংসদ রাঘব চাড্ডা। বিয়ের একবছর কাটেনি। তার আগেই ভয়ঙ্কর চোখের সমস্যার শিকার রাঘব চাড্ডা। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন তিনি। সমস্যা এতটাই গুরুতর যে রাঘব চাড্ডা দৃষ্টিশক্তি একেবারে হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। 
*২৪ সেপ্টেম্বর ২০২৩, উদয়পুরে সাত পাকে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া এবং আপ সাংসদ রাঘব চাড্ডা। বিয়ের একবছর কাটেনি। তার আগেই ভয়ঙ্কর চোখের সমস্যার শিকার রাঘব চাড্ডা। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন তিনি। সমস্যা এতটাই গুরুতর যে রাঘব চাড্ডা দৃষ্টিশক্তি একেবারে হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
*আপ নেতা তথা দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ মঙ্গলবার জানিয়েছেন, "দলের কোনও কাজে রাঘব চাড্ডাকে দেখা যাচ্ছে না, কারণ তাঁর চোখের বেশ কিছু সমস্যা হচ্ছিল। সেটা বেশ জটিল। চোখের অস্ত্রোপচার হয়েছে। তার জন্য রাঘব লন্ডনে রয়েছেন। সমস্যা অনেকটাই গুরুতর, যার জন্য সে দৃষ্টিশক্তি পর্যন্ত হারাতে পারে। তবে আমি আশা করি সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে দিল্লি ফিরবে খুব তাড়াতাড়ি এবং দিল্লিতে দলের প্রচারে যোগ দেবে। ওঁর দ্রুত সুস্থতা কামনা করি।" 
*আপ নেতা তথা দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ মঙ্গলবার জানিয়েছেন, “দলের কোনও কাজে রাঘব চাড্ডাকে দেখা যাচ্ছে না, কারণ তাঁর চোখের বেশ কিছু সমস্যা হচ্ছিল। সেটা বেশ জটিল। চোখের অস্ত্রোপচার হয়েছে। তার জন্য রাঘব লন্ডনে রয়েছেন। সমস্যা অনেকটাই গুরুতর, যার জন্য সে দৃষ্টিশক্তি পর্যন্ত হারাতে পারে। তবে আমি আশা করি সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে দিল্লি ফিরবে খুব তাড়াতাড়ি এবং দিল্লিতে দলের প্রচারে যোগ দেবে। ওঁর দ্রুত সুস্থতা কামনা করি।”
*তবে রাঘব দিল্লিতে শারীরিকভাবে না থাকলেও সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে  অ্যাক্টিভ  রয়েছেন। রাজনৈতিক যে কোনও কাজে কমেন্ট করছেন, পোস্ট করছে প্রাসঙ্গিক নানা বিষয়ে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়েও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন।  
*তবে রাঘব দিল্লিতে শারীরিকভাবে না থাকলেও সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে  অ্যাক্টিভ  রয়েছেন। রাজনৈতিক যে কোনও কাজে কমেন্ট করছেন, পোস্ট করছে প্রাসঙ্গিক নানা বিষয়ে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়েও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন।
*আপ আহ্বায়কের গ্রেফতারিতেও ভিডিও পোস্ট করে তীব্র বিরোধীতা করেন। কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে ভিডিও পোস্ট করে আপ সাংসদ ,লিখেছিলেন, "আপনারা শুধুই কেজরিঅয়ালের শরীরটাকে গ্রেফতার করেছেন, তাঁর চিন্তা-বুদ্ধিকে আটকে দিতে পারেননি।"
*আপ আহ্বায়কের গ্রেফতারিতেও ভিডিও পোস্ট করে তীব্র বিরোধীতা করেন। কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে ভিডিও পোস্ট করে আপ সাংসদ ,লিখেছিলেন, “আপনারা শুধুই কেজরিঅয়ালের শরীরটাকে গ্রেফতার করেছেন, তাঁর চিন্তা-বুদ্ধিকে আটকে দিতে পারেননি।”
*আম আদমি পার্টির নানা ক্যাম্পেনে তাঁর উজ্জ্বল উপস্থিতি। তাঁর প্রোফাইলের ছবি কেজরিওয়ালের গ্রেফতারির পরে বদলে দেন, সেখানে জায়গা পায় আপ নেতার জেলবন্দি ছবি। এক্স হ্যান্ডেলে লেখেন, "কেজরিওয়াল অসুস্থ, তিনি ডায়াবেটিক। তাঁকে রোজ ৫৪ ইউনিট ইনসুলিন নিতে হয়। জেলে তাঁকে সেই ইনসুলিন যথাযথভাবে দেওয়া হচ্ছে না, এটা একেবারে অমানবিক এবং প্রিজন রুল বহির্ভূত।" 
*আম আদমি পার্টির নানা ক্যাম্পেনে তাঁর উজ্জ্বল উপস্থিতি। তাঁর প্রোফাইলের ছবি কেজরিওয়ালের গ্রেফতারির পরে বদলে দেন, সেখানে জায়গা পায় আপ নেতার জেলবন্দি ছবি। এক্স হ্যান্ডেলে লেখেন, “কেজরিওয়াল অসুস্থ, তিনি ডায়াবেটিক। তাঁকে রোজ ৫৪ ইউনিট ইনসুলিন নিতে হয়। জেলে তাঁকে সেই ইনসুলিন যথাযথভাবে দেওয়া হচ্ছে না, এটা একেবারে অমানবিক এবং প্রিজন রুল বহির্ভূত।”
*সম্প্রতি 'অমর সং চমকিলা'তে অভিনয় করেছেন পরিনীতি চোপড়া। তাঁর কাজের জন্য প্রশংসাও পাচ্ছেন। কিন্তু এই পাওয়ার কাপল বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। মঙ্গলবার একথা প্রকাশ্যে আসার পর থেকে নেটিজেনরা রাঘবের সুস্থ হওয়ার অপেক্ষায় দিন গুনছেন।
*সম্প্রতি ‘অমর সং চমকিলা’তে অভিনয় করেছেন পরিনীতি চোপড়া। তাঁর কাজের জন্য প্রশংসাও পাচ্ছেন। কিন্তু এই পাওয়ার কাপল বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। মঙ্গলবার একথা প্রকাশ্যে আসার পর থেকে নেটিজেনরা রাঘবের সুস্থ হওয়ার অপেক্ষায় দিন গুনছেন।