কপিল শর্মা ভক্তদের জন্য দুঃখজনক খবর। দুই মাসেরও কম সময়ের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো। বৃহস্পতিবার অর্চনা পুরন সিংয়ের সামাজিক মাধ্যমের একটি পোস্টে এমন ইঙ্গিতই মিলেছে।

Aamir Khan: আমির খানের বাবা চাননি ছেলে অভিনেতা হোক, কপিল শর্মা শো-এ জানালেন মিস্টার পারফেকশনিস্ট

কোনও অ্যাওয়ার্ড শো-তে যান না। দেখা যায় না বলিউডের পার্টিতেও। তিনি আমির খান। প্রথমবার হাজির হালেন নেটফ্লিক্সের কপিল শর্মা শো-তে। উঠে এল পুরনো দিনের কথা। বাবার তীব্র আপত্তি কীভাবে অভিনেতা হলেন, জানালেন সেই গল্পও।
কোনও অ্যাওয়ার্ড শো-তে যান না। দেখা যায় না বলিউডের পার্টিতেও। তিনি আমির খান। প্রথমবার হাজির হালেন নেটফ্লিক্সের কপিল শর্মা শো-তে। উঠে এল পুরনো দিনের কথা। বাবার তীব্র আপত্তি কীভাবে অভিনেতা হলেন, জানালেন সেই গল্পও।
আমির খানের বাবা মহম্মদ তাহির হুসেন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বড় নাম। তিনি একাধারে প্রযোজক, লেখক, অভিনেতা এবং পরিচালক। কিন্তু ছেলে বড় হয়ে অভিনেতা হোক, এমনটা কখনওই চাননি তিনি। এমনকী আমিরের মা-ও চাননি। কপিলের শো-তে আমির বলেন, “আমি দেড় বছর থিয়েটারে ব্যাকস্টেজে কাজ করেছি। দুটো নাটকে অভিনয়ও করেছি”।
আমির খানের বাবা মহম্মদ তাহির হুসেন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বড় নাম। তিনি একাধারে প্রযোজক, লেখক, অভিনেতা এবং পরিচালক। কিন্তু ছেলে বড় হয়ে অভিনেতা হোক, এমনটা কখনওই চাননি তিনি। এমনকী আমিরের মা-ও চাননি। কপিলের শো-তে আমির বলেন, “আমি দেড় বছর থিয়েটারে ব্যাকস্টেজে কাজ করেছি। দুটো নাটকে অভিনয়ও করেছি”।
আমিরের বাবার মতো তাঁর কাকা নাসির হুসেনও বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। কিন্তু বাবা-মা, কাকা কেউ চাননি আমির ফিল্মি দুনিয়ায় পা রাখুক। কেন? আমিরের নিজের কথায়, “আমার বাবা-মা, কাকা নাম করা চলচ্চিত্র নির্মাতা। কিন্তু সন্তানদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের বিরুদ্ধে ছিলেন। এর একটাই কারণ। চলচ্চিত্র শিল্প খুব অস্থির।’’
আমিরের বাবার মতো তাঁর কাকা নাসির হুসেনও বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। কিন্তু বাবা-মা, কাকা কেউ চাননি আমির ফিল্মি দুনিয়ায় পা রাখুক। কেন? আমিরের নিজের কথায়, “আমার বাবা-মা, কাকা নাম করা চলচ্চিত্র নির্মাতা। কিন্তু সন্তানদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের বিরুদ্ধে ছিলেন। এর একটাই কারণ। চলচ্চিত্র শিল্প খুব অস্থির।’’
সঙ্গে আমির যোগ করেন, “ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ সফল হবে কি না, কেউ জানে না। তাই তাঁরা চেয়েছিলেন, সন্তানরা যেন কোনও চাকরিবাকরি করে। যেখানে উত্থানপতন কম। এই কারণেই তাঁরা অভিনয়ের ঘোর বিরোধী ছিলেন ৷’’
সঙ্গে আমির যোগ করেন, “ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ সফল হবে কি না, কেউ জানে না। তাই তাঁরা চেয়েছিলেন, সন্তানরা যেন কোনও চাকরিবাকরি করে। যেখানে উত্থানপতন কম। এই কারণেই তাঁরা অভিনয়ের ঘোর বিরোধী ছিলেন ৷’’
তবে আমিরের অভিনয় আসার পিছনে মহারাষ্ট্র বনধের বড় ভূমিকা রয়েছে। কপিলের শো-তে হাসতে হাসতে নিজেই সে কথা জানান অভিনেতা। কীভাবে তিনি গুজরাতি নাটকে সুযোগ পান, কিন্তু নাটক আয়োজিত হওয়ার দু’দিন আগে তাঁকে বাদ দিয়ে দেন পরিচালক। এরপর আমিরের এক বন্ধু তাঁকে একটি ছবির অফার করেন। সেখান থেকে আরেক বন্ধুর ছবিতে অভিনয় করেন। সেই ছবিতে অভিনয় দেখে ‘ইয়াদোঁ কি বরাত’ ছবিতে কাস্ট করা হয় আমিরকে। গোটাটাই ঘটে স্বপ্নের মতো।
তবে আমিরের অভিনয় আসার পিছনে মহারাষ্ট্র বনধের বড় ভূমিকা রয়েছে। কপিলের শো-তে হাসতে হাসতে নিজেই সে কথা জানান অভিনেতা। কীভাবে তিনি গুজরাতি নাটকে সুযোগ পান, কিন্তু নাটক আয়োজিত হওয়ার দু’দিন আগে তাঁকে বাদ দিয়ে দেন পরিচালক। এরপর আমিরের এক বন্ধু তাঁকে একটি ছবির অফার করেন। সেখান থেকে আরেক বন্ধুর ছবিতে অভিনয় করেন। সেই ছবিতে অভিনয় দেখে ‘ইয়াদোঁ কি বরাত’ ছবিতে কাস্ট করা হয় আমিরকে। গোটাটাই ঘটে স্বপ্নের মতো।
মজার কথা হল, ‘ইয়াদোঁ কি বরাত’ ছবির পরিচালক আমিরের কাকা নাসির হুসেন। বন্ধুর ছবিতে ভাইপোর কাজ দেখে পছন্দ হয় তাঁর। এরপর ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবিতে কাজ করেন আমির। বক্স অফিসে ব্যাপক হিট হয়। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। আমির হয়ে ওঠেন, বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার।
মজার কথা হল, ‘ইয়াদোঁ কি বরাত’ ছবির পরিচালক আমিরের কাকা নাসির হুসেন। বন্ধুর ছবিতে ভাইপোর কাজ দেখে পছন্দ হয় তাঁর। এরপর ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবিতে কাজ করেন আমির। বক্স অফিসে ব্যাপক হিট হয়। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। আমির হয়ে ওঠেন, বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার।