জ্যোতিষ বিশারদদের মতে, মকর রাশির জাতক-জাতিকারা এক অনন্য প্রাণশক্তির অধিকারী হয়ে থাকেন। ২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারির মধ্যে যাঁদের জন্ম, তাঁরাই আসলে মকর রাশির জাতক-জাতিকা। আর এই রাশির প্রতীক হল সামুদ্রিক ছাগল। এটি এমন একটি প্রাণী, যার দেহের উপরের অংশটি ছাগলের। আর শেষের অংশটিতে রয়েছে মাছের লেজ। এবার জেনে নেওয়া যাক, মকর রাশির জাতক-জাতিকাদের মধ্যে কী কী বৈশিষ্ট্য দেখা যায়।

Capricorn: মকর রাশির জাতক-জাতিকারা কেমন ব্যক্তিত্বের অধিকারী হন? আর তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্যই বা কী? যা বলছে জ্যোতিষশাস্ত্র

জ্যোতিষ বিশারদদের মতে, মকর রাশির জাতক-জাতিকারা এক অনন্য প্রাণশক্তির অধিকারী হয়ে থাকেন। ২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারির মধ্যে যাঁদের জন্ম, তাঁরাই আসলে মকর রাশির জাতক-জাতিকা। আর এই রাশির প্রতীক হল সামুদ্রিক ছাগল। এটি এমন একটি প্রাণী, যার দেহের উপরের অংশটি ছাগলের। আর শেষের অংশটিতে রয়েছে মাছের লেজ। এবার জেনে নেওয়া যাক, মকর রাশির জাতক-জাতিকাদের মধ্যে কী কী বৈশিষ্ট্য দেখা যায়।
জ্যোতিষ বিশারদদের মতে, মকর রাশির জাতক-জাতিকারা এক অনন্য প্রাণশক্তির অধিকারী হয়ে থাকেন। ২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারির মধ্যে যাঁদের জন্ম, তাঁরাই আসলে মকর রাশির জাতক-জাতিকা। আর এই রাশির প্রতীক হল সামুদ্রিক ছাগল। এটি এমন একটি প্রাণী, যার দেহের উপরের অংশটি ছাগলের। আর শেষের অংশটিতে রয়েছে মাছের লেজ। এবার জেনে নেওয়া যাক, মকর রাশির জাতক-জাতিকাদের মধ্যে কী কী বৈশিষ্ট্য দেখা যায়।
মকর রাশির জাতক-জাতিকারা কীসের জন্য পরিচিত?- মূলত এই রাশির জাতক-জাতিকারা প্রচণ্ড কঠোর পরিশ্রমী। এর পাশাপাশি তাঁরা স্বপ্নদর্শী এবং প্রবর্তক প্রকৃতির হয়ে থাকেন। আর এঁদের নেতৃত্বদানের ক্ষমতা অসাধারণ। এঁরা এক গতিশীল ব্যক্তিত্বের অধিকারী হন, যাঁদের মধ্যে আত্মবিশ্বাসের এক অনন্য ভারসাম্য দেখা যায়। মকর রাশির জাতক-জাতিকারা ব্যবহারিক চেতনার অধিকারী হন। তবে মনে রাখা দরকার যে, তাঁরা সামনে মিষ্টি কথা বলার মানুষ নন। অর্থাৎ যদি কিছু তাঁদের না-পসন্দ হয়, তাহলে তাঁরা সেটা মুখের উপর বলে দিতে ডরান না।
মকর রাশির জাতক-জাতিকারা কীসের জন্য পরিচিত?- মূলত এই রাশির জাতক-জাতিকারা প্রচণ্ড কঠোর পরিশ্রমী। এর পাশাপাশি তাঁরা স্বপ্নদর্শী এবং প্রবর্তক প্রকৃতির হয়ে থাকেন। আর এঁদের নেতৃত্বদানের ক্ষমতা অসাধারণ। এঁরা এক গতিশীল ব্যক্তিত্বের অধিকারী হন, যাঁদের মধ্যে আত্মবিশ্বাসের এক অনন্য ভারসাম্য দেখা যায়। মকর রাশির জাতক-জাতিকারা ব্যবহারিক চেতনার অধিকারী হন। তবে মনে রাখা দরকার যে, তাঁরা সামনে মিষ্টি কথা বলার মানুষ নন। অর্থাৎ যদি কিছু তাঁদের না-পসন্দ হয়, তাহলে তাঁরা সেটা মুখের উপর বলে দিতে ডরান না।
মকর রাশির জাতক-জাতিকাদের দুর্বলতা: মকর রাশির জাতক-জাতিকারা কিন্তু প্রবল উচ্চাকাঙ্ক্ষী। তাঁদের উদ্যমও অত্যন্ত প্রশংসনীয়। তবে নিজের চিন্তাধারা অনেক সময়ই পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবের উপর চাপিয়ে দেন তাঁরা। যদিও সকলেই যে সাফল্যের সিঁড়ি চড়তে চান, এমনটা একেবারেই নয়। কেউ কেউ শান্তিপূর্ণ জীবনযাপনও করতে পছন্দ করেন।
মকর রাশির জাতক-জাতিকাদের দুর্বলতা: মকর রাশির জাতক-জাতিকারা কিন্তু প্রবল উচ্চাকাঙ্ক্ষী। তাঁদের উদ্যমও অত্যন্ত প্রশংসনীয়। তবে নিজের চিন্তাধারা অনেক সময়ই পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবের উপর চাপিয়ে দেন তাঁরা। যদিও সকলেই যে সাফল্যের সিঁড়ি চড়তে চান, এমনটা একেবারেই নয়। কেউ কেউ শান্তিপূর্ণ জীবনযাপনও করতে পছন্দ করেন।
মকর রাশির জাতক-জাতিকাদের কাদের এড়িয়ে চলা উচিত? এই রাশির জাতক-জাতিকাদের তুচ্ছ বিষয়ের জন্য সময় থাকে না। তাঁরা সাধারণত সততা এবং স্বচ্ছতাকেই গুরুত্ব দিয়ে থাকেন। মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশির মতো ফায়ার সাইনগুলির মকর রাশির কাজকে অস্বস্তিকর বলে মনে হতে পারে। মিথুন, তুলা এবং কুম্ভ রাশির মতো এয়ার সাইনগুলি মকর রাশির জাজমেন্টাল কথাবার্তায় লাগাম টানতে পারে। তবে যে কোনও রাশির জাতক-জাতিকাদের সঙ্গেই এঁরা গতিশীল কাজ করতে সক্ষম।
মকর রাশির জাতক-জাতিকাদের কাদের এড়িয়ে চলা উচিত? এই রাশির জাতক-জাতিকাদের তুচ্ছ বিষয়ের জন্য সময় থাকে না। তাঁরা সাধারণত সততা এবং স্বচ্ছতাকেই গুরুত্ব দিয়ে থাকেন। মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশির মতো ফায়ার সাইনগুলির মকর রাশির কাজকে অস্বস্তিকর বলে মনে হতে পারে। মিথুন, তুলা এবং কুম্ভ রাশির মতো এয়ার সাইনগুলি মকর রাশির জাজমেন্টাল কথাবার্তায় লাগাম টানতে পারে। তবে যে কোনও রাশির জাতক-জাতিকাদের সঙ্গেই এঁরা গতিশীল কাজ করতে সক্ষম।
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য আদর্শ জুটি: এই রাশির জাতক-জাতিকারা বিশ্বাসযোগ্যতাকে গুরুত্ব দেন। ধারাবাহিকতাকেও মূল্য দিয়ে থাকেন। আবার বৃষ এবং কন্যা রাশির মতো আর্থ সাইনগুলি মকর রাশির জাতক-জাতিকাদের উচ্চাকাঙ্ক্ষা, সঙ্কল্প এবং কঠোর পরিশ্রমের প্রতি আকৃষ্ট হন। আবার কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির মতো ওয়াটার সাইনগুলি মকর রাশির জন্য উপযুক্ত। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য আদর্শ জুটি: এই রাশির জাতক-জাতিকারা বিশ্বাসযোগ্যতাকে গুরুত্ব দেন। ধারাবাহিকতাকেও মূল্য দিয়ে থাকেন। আবার বৃষ এবং কন্যা রাশির মতো আর্থ সাইনগুলি মকর রাশির জাতক-জাতিকাদের উচ্চাকাঙ্ক্ষা, সঙ্কল্প এবং কঠোর পরিশ্রমের প্রতি আকৃষ্ট হন। আবার কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির মতো ওয়াটার সাইনগুলি মকর রাশির জন্য উপযুক্ত। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)