বাংলাদেশকে দুরমুশ করল ভারত, ৫টা ম্যাচের পাঁচটাতেই হার, হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া

ঢাকা: পাঁচটি ম্যাচের পাঁচটিতেই হার! বাংলাদেশের মহিলা দলকে হোয়াইটওয়াশ করল ভারতের মেয়েরা। টি২০ ক্রিকেটে লজ্জার রেকর্ড রইল বাংলাদেশ মহিলা দলের নামের পাশে।

৫ ম্যাচের টি২০ সিরিজে নিগার সুলতানাদের দলকে হোয়াইটওয়াশ করে দিলেন হরমনপ্রীত কউরের ভারতীয় দল। এদিন সিলেটে টি২০ সিরিজের শেষ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করে টিম ইন্ডিয়া।

২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান করে ভারত। সেই রানও তুলতে পারেন বাংলাদেশ। এই টি২০ সিরিজে এই ম্যাচেই প্রথমবার দেড়শো রানের গণ্ডি টপকাল কোনও দল।

আরও পড়ুন- রোহিত শর্মা কেকেআরে! বড় ঘোষণা হয়ে গেল, আজ থেকে দিন গোনা শুরু কলকাতার!

এদিন ৩৭ রান করেন ভারতের দয়ালান হেমলতা। তিনিই এই ম্যাচে ভারতের হয়ে সর্বাধিক রান করেন।  স্মৃতি মন্ধনা করেন ২৫ বলে ৩৩ রান। ২৪ বলে ৩০ রান করেন ক্যাপ্টেন হরমনপ্রীত কউর। বাংলার রিচা ঘোষ করেন ১৭ বলে ২৮ রান।

আরও পড়ুন- ভারতীয় ব্যাটেই ভাঙবে তাঁর ৪০০ রানের বিশ্বরেকর্ড, নাম জানিয়ে দিলেন ব্রায়ান লারা

ভারতের শেফালি বর্মা তিন ফরম্যাট মিলিয়ে এদিন ১০০তম ম্যাচ খেলতে নামেন। তবে রান করেন মাত্র ১৪। বাংলাদেশ এদিন  ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলতে পারে। বাংলাদেশের ঋতু মণি করেন ৩৩ বলে ৩৭ রান। ক্যাপ্টেন নিগার সুলতানা করেন মাত্র ৭ রান।