ভারতেও অরোরা বোরিয়ালিসের লাল আলো! এমন মহাজাগতিক দৃশ্যের কথা কেউ কল্পনাও করতে পারেন না৷ কিন্তু হ্যাঁ, সত্যি,এ মন ঘটনাই ঘটছে৷ কারণ, সূর্যের বিশেষ চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন, অর্থাৎ সোলার স্টর্ম ধাক্কা মেরেছে পৃথিবীর বায়ুমণ্ডলে৷ তাতেই পাল্টে গিয়েছে আকাশ৷

Aurora In Ladakh: ধেয়ে এল সূর্যের ‘ম্যাগনেটিক স্টর্ম’!রক্ত রাঙা হয়ে উঠল আকাশ, ভারতেও ঘটল এই কাণ্ড

ভারতেও অরোরা বোরিয়ালিসের লাল আলো! এমন মহাজাগতিক দৃশ্যের কথা কেউ কল্পনাও করতে পারেন না৷ কিন্তু হ্যাঁ, সত্যি,এ মন ঘটনাই ঘটছে৷ কারণ, সূর্যের বিশেষ চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন, অর্থাৎ সোলার স্টর্ম ধাক্কা মেরেছে পৃথিবীর বায়ুমণ্ডলে৷ তাতেই পাল্টে গিয়েছে আকাশ৷
ভারতেও অরোরা বোরিয়ালিসের লাল আলো! এমন মহাজাগতিক দৃশ্যের কথা কেউ কল্পনাও করতে পারেন না৷ কিন্তু হ্যাঁ, সত্যি,এ মন ঘটনাই ঘটছে৷ কারণ, সূর্যের বিশেষ চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন, অর্থাৎ সোলার স্টর্ম ধাক্কা মেরেছে পৃথিবীর বায়ুমণ্ডলে৷ তাতেই পাল্টে গিয়েছে আকাশ৷
এ দিকে অরোরা বোরিয়ালিস ও অরোরা অস্ট্রালিস দুই আকাশে এঁকে দিয়েছে অদ্উত প্রাকৃতিক আল্পনা৷ রঙ কোথাও সবুজ, সবজে নীল, কোথাও আবার লাল৷ এ দিন লাদাখের রাতের কালো আকাশে দেখা দিল লাল অদ্ভুত রঙ৷

এ দিকে অরোরা বোরিয়ালিস ও অরোরা অস্ট্রালিস দুই আকাশে এঁকে দিয়েছে অদ্উত প্রাকৃতিক আল্পনা৷ রঙ কোথাও সবুজ, সবজে নীল, কোথাও আবার লাল৷ এ দিন লাদাখের রাতের কালো আকাশে দেখা দিল লাল অদ্ভুত রঙ৷
এটি একটি আশ্চর্য মহাজাগতিক ঘটনা, যাতে আকাশের একটি অংশ লাল আলোয় ভরে ওঠে৷ সাধারণত অরোরা আকাশে, একাধিক রঙের সংগঠনে অদ্ভুত আকার তৈরি করে৷ কিন্তু এক্ষেত্রে একটি মাত্র রঙ তৈরি হয়৷ আর সেই রঙের একটি নির্দিষ্ট প্যাটার্ন তৈরি হয়৷ জিও-ম্যাগনেটিক ঝড়ের কারণে এই রঙ তৈরি হয়৷
এটি একটি আশ্চর্য মহাজাগতিক ঘটনা, যাতে আকাশের একটি অংশ লাল আলোয় ভরে ওঠে৷ সাধারণত অরোরা আকাশে, একাধিক রঙের সংগঠনে অদ্ভুত আকার তৈরি করে৷ কিন্তু এক্ষেত্রে একটি মাত্র রঙ তৈরি হয়৷ আর সেই রঙের একটি নির্দিষ্ট প্যাটার্ন তৈরি হয়৷ জিও-ম্যাগনেটিক ঝড়ের কারণে এই রঙ তৈরি হয়৷
সাধারণত, পৃথিবীর হাই অলটিউড বা উচ্চতর স্থান অর্থাৎ পর্বতের নানা প্রান্ত থেকে এই ধরনের অরোরা দেখা যায়৷ আর্কটিক রিজিয়ন বা মেরু অঞ্চলে এই ধরনের প্রায় দেখা যায়৷ বাতাসের ম্যাগনোটেস্ফিয়ারে বিভিন্ন প্রকৃতির পরিবর্তনের কারণে এমন পরিবর্তন দেখা দিত৷
সাধারণত, পৃথিবীর হাই অলটিউড বা উচ্চতর স্থান অর্থাৎ পর্বতের নানা প্রান্ত থেকে এই ধরনের অরোরা দেখা যায়৷ আর্কটিক রিজিয়ন বা মেরু অঞ্চলে এই ধরনের প্রায় দেখা যায়৷ বাতাসের ম্যাগনোটেস্ফিয়ারে বিভিন্ন প্রকৃতির পরিবর্তনের কারণে এমন পরিবর্তন দেখা দিত৷
ভারতের লাদাখে এমনই এক দৃশ্য ধরা দিয়েছে৷ এ ছাড়া রাশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানিতেও এই দৃশ্য ধরা দিয়েছে পৃথিবীর মানুষের জন্য৷ রাশিয়া ও জার্মানির বিভিন্ন প্রানে অদ্উত ভাবে আকাশের রঙ এখানে পরিবর্তিত হয়েছে৷ আবার অস্ট্রেলিয়াতেও দেখা গিয়েছে অদ্ভুত দৃশ্য৷
ভারতের লাদাখে এমনই এক দৃশ্য ধরা দিয়েছে৷ এ ছাড়া রাশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানিতেও এই দৃশ্য ধরা দিয়েছে পৃথিবীর মানুষের জন্য৷ রাশিয়া ও জার্মানির বিভিন্ন প্রানে অদ্উত ভাবে আকাশের রঙ এখানে পরিবর্তিত হয়েছে৷ আবার অস্ট্রেলিয়াতেও দেখা গিয়েছে অদ্ভুত দৃশ্য৷