শ্বেতা বচ্চন৷ অমিতাভ-জয়ার মেয়ে৷ বাড়ির ধারা মেনে বলিউডে পা রাখেননি তিনি৷ অভিনয়ে পা রাখেননি৷ খুব কম বয়সে বিয়ে করে ঘর সংসার শুরু করেন শ্বেতা৷ লাভ ম্যারজ নয়, একেবারে দেখে শুনে বিয়ে হয় তাঁর৷ পাত্র রাজ কাপুর খানদানের৷ কাপুর পরিবারের মেয়ে ঋতু নন্দার ছেলে নিখিল নন্দার সঙ্গে বিয়ে হয় শ্বেতার৷

Bollywood Gossip: বিয়ের পর মাত্র ৩ হাজার টাকার মাইনের জন্য স্কুলে পড়াতেন অমিতাভ কন্যা শ্বেতা

শ্বেতা বচ্চন৷ অমিতাভ-জয়ার মেয়ে৷ বাড়ির ধারা মেনে বলিউডে পা রাখেননি তিনি৷ অভিনয়ে পা রাখেননি৷ খুব কম বয়সে বিয়ে করে ঘর সংসার শুরু করেন শ্বেতা৷ লাভ ম্যারজ নয়, একেবারে দেখে শুনে বিয়ে হয় তাঁর৷ পাত্র রাজ কাপুর খানদানের৷ কাপুর পরিবারের মেয়ে ঋতু নন্দার ছেলে নিখিল নন্দার সঙ্গে বিয়ে হয় শ্বেতার৷
শ্বেতা বচ্চন৷ অমিতাভ-জয়ার মেয়ে৷ বাড়ির ধারা মেনে বলিউডে পা রাখেননি তিনি৷ অভিনয়ে পা রাখেননি৷ খুব কম বয়সে বিয়ে করে ঘর সংসার শুরু করেন শ্বেতা৷ লাভ ম্যারজ নয়, একেবারে দেখে শুনে বিয়ে হয় তাঁর৷ পাত্র রাজ কাপুর খানদানের৷ কাপুর পরিবারের মেয়ে ঋতু নন্দার ছেলে নিখিল নন্দার সঙ্গে বিয়ে হয় শ্বেতার৷
১৯৯৭ সালে শ্বেতা-নিখিলের বিয়ে হয়৷ বিয়ের পর দিল্লি চলে যান শ্বেতা৷ সেখানেই তাঁর শ্বশুরবাড়ি৷ এবং সেখানেই ঘুরে যায় শ্বেতার ভাগ্যের মোড়৷
১৯৯৭ সালে শ্বেতা-নিখিলের বিয়ে হয়৷ বিয়ের পর দিল্লি চলে যান শ্বেতা৷ সেখানেই তাঁর শ্বশুরবাড়ি৷ এবং সেখানেই ঘুরে যায় শ্বেতার ভাগ্যের মোড়৷
মুম্বইয়ের শেহনশাহের মেয়ে শ্বেতা৷ বাবা বলিউডের সেরা হিরো৷ ফলে খ্যাতির চূড়ায় বচ্চন পরিবার৷ সেইভাবেই বড় হয়েছিলেন বাড়ির মেয়ে শ্বেতা৷ কিন্তু দিল্লি গিয়ে তাঁকে করতে হয় চাকরি, তাও আবার সামান্য কিছু টাকার জন্য৷
মুম্বইয়ের শেহনশাহের মেয়ে শ্বেতা৷ বাবা বলিউডের সেরা হিরো৷ ফলে খ্যাতির চূড়ায় বচ্চন পরিবার৷ সেইভাবেই বড় হয়েছিলেন বাড়ির মেয়ে শ্বেতা৷ কিন্তু দিল্লি গিয়ে তাঁকে করতে হয় চাকরি, তাও আবার সামান্য কিছু টাকার জন্য৷
বিয়ের পর মাত্র ৩হাজার টাকার চাকরি করতেন শ্বেতা৷ একটি কিন্ডারগার্টেন স্কুলে পড়াতেন তিনি৷ নিজেই সেকথা জানিয়েছেন অমিতাভ কন্যা৷
বিয়ের পর মাত্র ৩হাজার টাকার চাকরি করতেন শ্বেতা৷ একটি কিন্ডারগার্টেন স্কুলে পড়াতেন তিনি৷ নিজেই সেকথা জানিয়েছেন অমিতাভ কন্যা৷
বিয়ের পরপর নিজের হাত খরচের জন্য স্বামীর কাছে হাত পাততে চাননি শ্বেতা৷ ফলে চাকরিতে যোগ দেন৷ শ্বেতা জানান যে ছোট থেকেই তিনি অভিষেকের কাছে টাকা চাইতেন৷ স্কুল-কলেজে জীবনে এরমই চলেছে৷ কারণ শ্বেতা নাকি হিসেব নিকেষের ব্যাপারে খুবই দুর্বল৷ ফলে বিয়ের পর সমস্যা হয় তাঁর৷
বিয়ের পরপর নিজের হাত খরচের জন্য স্বামীর কাছে হাত পাততে চাননি শ্বেতা৷ ফলে চাকরিতে যোগ দেন৷ শ্বেতা জানান যে ছোট থেকেই তিনি অভিষেকের কাছে টাকা চাইতেন৷ স্কুল-কলেজে জীবনে এরমই চলেছে৷ কারণ শ্বেতা নাকি হিসেব নিকেষের ব্যাপারে খুবই দুর্বল৷ ফলে বিয়ের পর সমস্যা হয় তাঁর৷
যদিও দুই সন্তান জন্মের পর দিল্লি থেকে মুম্বই চলে আসেন শ্বেতা৷ মা-বাবার কাছেই থাকেন তিনি৷ এনিয়ে অনেক গুঞ্জন রয়েছে৷ অনেকেই বলেন যে স্বামীর সঙ্গে তাঁর সেপারেশন হয়েছে৷ যদিও বচ্চন পরিবারের কথা মাথায় রেখে তাঁরা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেননি৷
যদিও দুই সন্তান জন্মের পর দিল্লি থেকে মুম্বই চলে আসেন শ্বেতা৷ মা-বাবার কাছেই থাকেন তিনি৷ এনিয়ে অনেক গুঞ্জন রয়েছে৷ অনেকেই বলেন যে স্বামীর সঙ্গে তাঁর সেপারেশন হয়েছে৷ যদিও বচ্চন পরিবারের কথা মাথায় রেখে তাঁরা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেননি৷
পরবর্তীতে শ্বেতা বচ্চন বই লিখতেও শুরু করেন৷ ২০১৮-এ প্যারাডাইস টাওয়ার নামক একটি বই লেখেন তিনি৷ তবে খারাপ রিভিউয়ের ফলে আর লেখার দিকে ঝোঁকেননি শ্বেতা বচ্চন নন্দা৷
পরবর্তীতে শ্বেতা বচ্চন বই লিখতেও শুরু করেন৷ ২০১৮-এ প্যারাডাইস টাওয়ার নামক একটি বই লেখেন তিনি৷ তবে খারাপ রিভিউয়ের ফলে আর লেখার দিকে ঝোঁকেননি শ্বেতা বচ্চন নন্দা৷