মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলতে নিতে চাইছেন ? কিন্তু কখন তোলা যায় টাকা

মিউচুয়াল ফান্ড বিনিয়োগ থেকে ভাল রিটার্ন মেলে। মালামাল হতে পারেন বিনিয়োগকারী। তবে সতর্কতা প্রয়োজন। নাহলে ঝুঁকি তো বটেই, লোকসানও হতে পারে। মিউচুয়াল ফান্ড থেকে অনলাইন এবং অফলাইনে টাকা তোলা যায়। তবে এরও বিশেষ সময় রয়েছে। কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়।
মিউচুয়াল ফান্ড বিনিয়োগ থেকে ভাল রিটার্ন মেলে। মালামাল হতে পারেন বিনিয়োগকারী। তবে সতর্কতা প্রয়োজন। নাহলে ঝুঁকি তো বটেই, লোকসানও হতে পারে। মিউচুয়াল ফান্ড থেকে অনলাইন এবং অফলাইনে টাকা তোলা যায়। তবে এরও বিশেষ সময় রয়েছে। কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়।
মিউচুয়াল ফান্ড রিডেম্পশন প্রক্রিয়া: মিউচুয়াল ফান্ড থেকে টাকা তোলার সময় রিডেম্পশন প্রক্রিয়াটা মাথায় রাখতে হবে। প্রতিটা ফান্ডে টাকা তোলার প্রক্রিয়া ভিন্ন। এই পরিস্থিতিতে সম্পুর্ণ প্রক্রিয়া বোঝার পরই টাকা তোলা উচিত।
মিউচুয়াল ফান্ড রিডেম্পশন প্রক্রিয়া: মিউচুয়াল ফান্ড থেকে টাকা তোলার সময় রিডেম্পশন প্রক্রিয়াটা মাথায় রাখতে হবে। প্রতিটা ফান্ডে টাকা তোলার প্রক্রিয়া ভিন্ন। এই পরিস্থিতিতে সম্পুর্ণ প্রক্রিয়া বোঝার পরই টাকা তোলা উচিত।
হোল্ডিং পিরিয়ড: যে কোনও ফান্ডে টাকা জমা করার হোল্ডিং পিরিয়ড রয়েছে। এর মানে হল, সেই সময়সীমার আগে টাকা তোলা যাবে না। যদি কেউ হোল্ডিং পিরিয়ডের আগে টাকা তুলে নেন, তাহলে এক্সিট চার্জ দিতে হবে। এক্সিট চার্জের হার সাধারণত বেশি হয়।
হোল্ডিং পিরিয়ড: যে কোনও ফান্ডে টাকা জমা করার হোল্ডিং পিরিয়ড রয়েছে। এর মানে হল, সেই সময়সীমার আগে টাকা তোলা যাবে না। যদি কেউ হোল্ডিং পিরিয়ডের আগে টাকা তুলে নেন, তাহলে এক্সিট চার্জ দিতে হবে। এক্সিট চার্জের হার সাধারণত বেশি হয়।
এক্সিট চার্জ: প্রত্যেক ফান্ডের টাকা তোলার প্রক্রিয়া যেমন ভিন্ন, তেমনই প্রত্যেক ফান্ডের এক্সিট লোডও আলাদা। তাই টাকা তোলার আগে এক্সিট লোড কত এবং কখন এক্সিট লোড দিতে হবে না, জানা উচিত।
এক্সিট চার্জ: প্রত্যেক ফান্ডের টাকা তোলার প্রক্রিয়া যেমন ভিন্ন, তেমনই প্রত্যেক ফান্ডের এক্সিট লোডও আলাদা। তাই টাকা তোলার আগে এক্সিট লোড কত এবং কখন এক্সিট লোড দিতে হবে না, জানা উচিত।
এনএভি যাচাইকরণ: ফান্ড থেকে টাকা তোলার আগে এনএভি যাচাই করতে হবে। শেয়ার বাজার যেমন ওঠানামা করে, তেমনই এনএভি-ও ওঠানামা করে। যখন এনএভি নিচে নামছে সেই সময় টাকা তোলা মানে লোকসান।
এনএভি যাচাইকরণ: ফান্ড থেকে টাকা তোলার আগে এনএভি যাচাই করতে হবে। শেয়ার বাজার যেমন ওঠানামা করে, তেমনই এনএভি-ও ওঠানামা করে। যখন এনএভি নিচে নামছে সেই সময় টাকা তোলা মানে লোকসান।
রিডেম্পশন পদ্ধতি: বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ড থেকে কীভাবে টাকা তুলতে চান, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। ফিজিক্যাল সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যে কোনও একটা বিকল্প বেছে নেওয়া যায়।
রিডেম্পশন পদ্ধতি: বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ড থেকে কীভাবে টাকা তুলতে চান, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। ফিজিক্যাল সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যে কোনও একটা বিকল্প বেছে নেওয়া যায়।
ব্যাঙ্কের বিবরণ: নিবন্ধিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন ফান্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে। বিনিয়োগকারীকে এটা অবশ্যই দেখে নিতে হবে। নাহলে ভবিষ্যতে সমস্যা হতে পারে।
ব্যাঙ্কের বিবরণ: নিবন্ধিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন ফান্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে। বিনিয়োগকারীকে এটা অবশ্যই দেখে নিতে হবে। নাহলে ভবিষ্যতে সমস্যা হতে পারে।
কেওয়াইসি: ব্যক্তিগত তথ্যে কোনও পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে নতুন করে কেওয়াইসি দিতে হবে। পাশাপাশি ফান্ড হাউজে কেওয়াইসি রেকর্ড আপডেট রাখতে হবে সময় মতো। নাহলে টাকা তোলার সময় সমস্যা হবে।
কেওয়াইসি: ব্যক্তিগত তথ্যে কোনও পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে নতুন করে কেওয়াইসি দিতে হবে। পাশাপাশি ফান্ড হাউজে কেওয়াইসি রেকর্ড আপডেট রাখতে হবে সময় মতো। নাহলে টাকা তোলার সময় সমস্যা হবে।
ট্যাক্স: মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীকে ট্যাক্স দিতে হয়। আয়কর বিভাগ মূলধন লাভ কর চার্জ করে। তাই সর্বদা একজন কর বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
ট্যাক্স: মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীকে ট্যাক্স দিতে হয়। আয়কর বিভাগ মূলধন লাভ কর চার্জ করে। তাই সর্বদা একজন কর বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।