Brain Cancer Treatment: নিজের চিকিৎসা নিজের উপরেই প্রয়োগ! সেরে গেল ক্যানসার, অস্ট্রেলিয়ার ডাক্তার চমকে দিলেন

ক্যানসারকে হারিয়ে জিতে গেলেন চিকিৎসক৷ নিজে ক্যানসারের গবেষণা করছিলেন দীর্ঘদিন৷ কিন্তু তাঁর নিজের শরীরেই দানা বেঁধেছিল কর্কট রোগ৷ কিন্তু নিজের চিকিৎসা নিজেই করে এ বার সম্পূর্ণ সেরে ওঠার দাবি করলেন তিনি৷ যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বিশ্বজুড়ে৷
ক্যানসারকে হারিয়ে জিতে গেলেন চিকিৎসক৷ নিজে ক্যানসারের গবেষণা করছিলেন দীর্ঘদিন৷ কিন্তু তাঁর নিজের শরীরেই দানা বেঁধেছিল কর্কট রোগ৷ কিন্তু নিজের চিকিৎসা নিজেই করে এ বার সম্পূর্ণ সেরে ওঠার দাবি করলেন তিনি৷ যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বিশ্বজুড়ে৷
অস্ট্রেলিয়ার চিকিৎসক রিচার্ড স্কোলিয়ার দীর্ঘ গবেষণার পর এক মারাত্মক ফল পেয়েছেন৷ নিজের ক্যানসার চিকিৎসা পদ্ধতির বলেই তিনি মুক্তি পেয়েছেন কর্কট রোগ থেকে৷ তাঁর মারাত্মক ব্রেন ক্যানসার হয়েছিল৷ মাত্র ৫৭ বছর বয়সে জীবনের আশা ছেড়েছিলেন তিনি৷
অস্ট্রেলিয়ার চিকিৎসক রিচার্ড স্কোলিয়ার দীর্ঘ গবেষণার পর এক মারাত্মক ফল পেয়েছেন৷ নিজের ক্যানসার চিকিৎসা পদ্ধতির বলেই তিনি মুক্তি পেয়েছেন কর্কট রোগ থেকে৷ তাঁর মারাত্মক ব্রেন ক্যানসার হয়েছিল৷ মাত্র ৫৭ বছর বয়সে জীবনের আশা ছেড়েছিলেন তিনি৷
গবেষকরা জানিয়েছিলেন, এই ধরনের ক্যানসার হলে আক্রান্তের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ১২ মাস৷ কিন্তু তিনি তাঁর মেলানোমা ইনস্টিটিউট অস্ট্রেলিয়ায় সঙ্গী জর্জিনা লং-কে সঙ্গে নিয়ে এই গবেষণা প্রয়োগ করতে শুরু করেন নিজের উপর৷
গবেষকরা জানিয়েছিলেন, এই ধরনের ক্যানসার হলে আক্রান্তের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ১২ মাস৷ কিন্তু তিনি তাঁর মেলানোমা ইনস্টিটিউট অস্ট্রেলিয়ায় সঙ্গী জর্জিনা লং-কে সঙ্গে নিয়ে এই গবেষণা প্রয়োগ করতে শুরু করেন নিজের উপর৷
চিকিৎসার পর দেখা যায়, এমআরআই-তে রিচার্ডের শরীরে আর ক্যানসারের চিহ্ন মাত্র নেই৷ দেখা যাচ্ছে না টিউমার৷   আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, রিচার্ড প্রথম ব্রেন ক্যানসারের রোগী, যিনি প্রি-সার্জিক্যাল ট্রিটমেন্টে ছিলেন৷ এক বছর ধরে ট্রিটমেন্টের পর তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন৷
চিকিৎসার পর দেখা যায়, এমআরআই-তে রিচার্ডের শরীরে আর ক্যানসারের চিহ্ন মাত্র নেই৷ দেখা যাচ্ছে না টিউমার৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, রিচার্ড প্রথম ব্রেন ক্যানসারের রোগী, যিনি প্রি-সার্জিক্যাল ট্রিটমেন্টে ছিলেন৷ এক বছর ধরে ট্রিটমেন্টের পর তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন৷
চিকিৎসক নিজে বলেছেন, আমি আগের যে কোনও মুহূর্তের থেকে বেশি আশঙ্কিত ছিলাম এ বারে স্ক্যানের ক্ষেত্রে৷ কিন্তু স্ক্যানের রিপোর্ট দেখে আমি ভীষণ খুশি৷ আমি জানি, হয়ত আমার ক্যানসার পুরো সেরে যায়নি, তবে এটা ভেবে ভাল লাগছে, সেটা এখনও ফিরে আসেনি৷
চিকিৎসক নিজে বলেছেন, আমি আগের যে কোনও মুহূর্তের থেকে বেশি আশঙ্কিত ছিলাম এ বারে স্ক্যানের ক্ষেত্রে৷ কিন্তু স্ক্যানের রিপোর্ট দেখে আমি ভীষণ খুশি৷ আমি জানি, হয়ত আমার ক্যানসার পুরো সেরে যায়নি, তবে এটা ভেবে ভাল লাগছে, সেটা এখনও ফিরে আসেনি৷