Pooja Dadwal

Bollywood: একসময়ে তিনি সলমনের নায়িকা ছিলেন, আজ টিবি আক্রান্ত, থাকেন মুম্বইয়ের বস্তিতে,বাড়ি-বাড়ি খাবার ডেলিভারি করেন

রূপিলি দুনিয়ায় নানা ওঠাপড়ার সাক্ষী থাকেন তারকারা। আজ যাঁর চকমকে জীবনযাপন, কাল-ই সে হয়তো ডুবে যাবে হতাশার অতলে। এমন অনেক তারকা আছেন, যাঁরা প্রথম ছবিতেই সাফল্য পান, কিন্তু তারপর-ই সব শেষ। আবার এমন অনেকে আছেন, যাঁরা লাগাতার সাফল্য পাওয়ার পর আচমকাই একদিন মুখ থুবড়ে পড়েন। যেমন বর্তমানে করুণ দশা খোদ সলমনের খানের নায়িকার! আজ তিনি টিবি-র রোগী, থাকেন বস্তিতে, বাড়ি-বাড়ি খাবার ডেলিভারি করেন।
রূপিলি দুনিয়ায় নানা ওঠাপড়ার সাক্ষী থাকেন তারকারা। আজ যাঁর চকমকে জীবনযাপন, কাল-ই সে হয়তো ডুবে যাবে হতাশার অতলে। এমন অনেক তারকা আছেন, যাঁরা প্রথম ছবিতেই সাফল্য পান, কিন্তু তারপর-ই সব শেষ। আবার এমন অনেকে আছেন, যাঁরা লাগাতার সাফল্য পাওয়ার পর আচমকাই একদিন মুখ থুবড়ে পড়েন। যেমন বর্তমানে করুণ দশা খোদ সলমনের খানের নায়িকার! আজ তিনি টিবি-র রোগী, থাকেন বস্তিতে, বাড়ি-বাড়ি খাবার ডেলিভারি করেন।
বলা হচ্ছে নায়িকা পূজা দাদওয়াল-এর কথা। ১৯৯৫ সালে সলমন খানের ছবি 'বীরগতি' দিয়ে লাইমলাইটে আসেন তিনি। বর্তমানে চরম অসহায়তা ও দারিদ্রে দিন কাটছে পূজার।
বলা হচ্ছে নায়িকা পূজা দাদওয়াল-এর কথা। ১৯৯৫ সালে সলমন খানের ছবি ‘বীরগতি’ দিয়ে লাইমলাইটে আসেন তিনি। বর্তমানে চরম অসহায়তা ও দারিদ্রে দিন কাটছে পূজার।
২০২৯ সালে তিনি ফের লাইমলাইটে আসেন, যখন মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তিনি, চিকিৎসার খরচ টানার আর্থিক ক্ষমতা ছিল না।
২০২৯ সালে তিনি ফের লাইমলাইটে আসেন, যখন মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তিনি, চিকিৎসার খরচ টানার আর্থিক ক্ষমতা ছিল না।
১৯৭৭ সালের জানুয়ারি মাসে জন্ম পূজার। ছোট থেকেই শখ ছিল অভিনয় করবেন। স্কুলের গণ্ডি পেরিয়েই অভিনয়ের ক্লাসে ভর্তি হন। ১৭ বছর বয়সে সলমন খানের বিপরীতে 'বীরগতি' ছবিতে অভিনয়ের সুযোগ পান। তবে ছবিটি হিট করেনি।
১৯৭৭ সালের জানুয়ারি মাসে জন্ম পূজার। ছোট থেকেই শখ ছিল অভিনয় করবেন। স্কুলের গণ্ডি পেরিয়েই অভিনয়ের ক্লাসে ভর্তি হন। ১৭ বছর বয়সে সলমন খানের বিপরীতে ‘বীরগতি’ ছবিতে অভিনয়ের সুযোগ পান। তবে ছবিটি হিট করেনি।
বড় পর্দা থেকে সেরকম অফার না পেয়ে তিনি টিভি সিরিয়ালে অভিনয় করাশুরু করেন। ১৯৯৯ সালে 'আশিকি' ও ২০০১ সালে 'ঘরানা'-এঅভিনয় করেন। তবে, অভিনয়ে তাঁর কেরিয়ার সেরকম হালে পানি পাচ্ছিল না । তাই তিনি বিয়ে করে সংসার করা শুরু করেন।
বড় পর্দা থেকে সেরকম অফার না পেয়ে তিনি টিভি সিরিয়ালে অভিনয় করাশুরু করেন। ১৯৯৯ সালে ‘আশিকি’ ও ২০০১ সালে ‘ঘরানা’-এঅভিনয় করেন। তবে, অভিনয়ে তাঁর কেরিয়ার সেরকম হালে পানি পাচ্ছিল না । তাই তিনি বিয়ে করে সংসার করা শুরু করেন।
বিয়ের পর গোয়ায় চলে যান পূজা। স্বামীর সঙ্গে ক্যাসিনো চালানো শুরু করেন। কিন্তু ২০১৮ নাগাদ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসায় ধরা পড়ে তিনি টিবি-আক্রান্ত। এই খবর জানতেই স্বামী তাঁকে ডিভোর্স দেন। মুম্বইয়ে একা পড়ে থাকেন পূজা। শ্বশুড়বাড়ির কেউ তাঁর সঙ্গে কোন-ও রকম যোগাযোগ রাখে না।
বিয়ের পর গোয়ায় চলে যান পূজা। স্বামীর সঙ্গে ক্যাসিনো চালানো শুরু করেন। কিন্তু ২০১৮ নাগাদ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসায় ধরা পড়ে তিনি টিবি-আক্রান্ত। এই খবর জানতেই স্বামী তাঁকে ডিভোর্স দেন। মুম্বইয়ে একা পড়ে থাকেন পূজা। শ্বশুড়বাড়ির কেউ তাঁর সঙ্গে কোন-ও রকম যোগাযোগ রাখে না।
চরম আর্থিক অনটনে ভুগতে থাকেন পূজা। চিকিৎসা করানোর টাকা যোগার না করতে পেরে বলিউডের দ্বারস্থ হন। একটি ভিডিওর মাধ্যমে সলমন খানের থেকে আর্থিক সাহায্য চান। সল্লু মিঞা ৬ মাস পূজার চিকিৎসার সমস্ত খরচ বহন করেছিলেন।
চরম আর্থিক অনটনে ভুগতে থাকেন পূজা। চিকিৎসা করানোর টাকা যোগার না করতে পেরে বলিউডের দ্বারস্থ হন। একটি ভিডিওর মাধ্যমে সলমন খানের থেকে আর্থিক সাহায্য চান। সল্লু মিঞা ৬ মাস পূজার চিকিৎসার সমস্ত খরচ বহন করেছিলেন।
২০২০-তে ফের পর্দায় ফেরেন পূজা। সেটা ছিল শেষ চেষ্টা। পঞ্জাবি ছবি 'শুকরানা: গুরু নানক দেব জী' তে অভিনয় করেন। কিন্তু সেই ছবিটাও ডাহা ফ্লপ করে।

২০২০-তে ফের পর্দায় ফেরেন পূজা। সেটা ছিল শেষ চেষ্টা। পঞ্জাবি ছবি ‘শুকরানা: গুরু নানক দেব জী’ তে অভিনয় করেন। কিন্তু সেই ছবিটাও ডাহা ফ্লপ করে।
শেষে পরিচালক রাজেন্দ্র সিং পূজাকে পরামর্শ দেন, টিফিনের ব্যবসা করতে। বর্তমানে পূজা সেই কাজ-ই করছেন। থাকেন মুম্বইয়ের চওল-এ। বাড়ি-বাড়ি খাবার ডেলিভারি করেন।
শেষে পরিচালক রাজেন্দ্র সিং পূজাকে পরামর্শ দেন, টিফিনের ব্যবসা করতে। বর্তমানে পূজা সেই কাজ-ই করছেন। থাকেন মুম্বইয়ের চওল-এ। বাড়ি-বাড়ি খাবার ডেলিভারি করেন।