Sukanya Samriddhi যোজনায় সব মেয়েদের নামে অ্যাকাউন্ট খোলা যায় না? জেনে নিন নিয়ম

কন্যাসন্তানদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। এর মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনা সবচেয়ে জনপ্রিয়। ২০১৫ সালে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্কিমের অধীনে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প চালু হয়েছিল।
কন্যাসন্তানদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। এর মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনা সবচেয়ে জনপ্রিয়। ২০১৫ সালে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্কিমের অধীনে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প চালু হয়েছিল।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় ১০ বছর এবং তার কম বয়সী কন্যাসন্তানের নামে অ্যাকাউন্ট খোলা যায়। মেয়ের বয়স ২১ বছর হলে টাকা তুলতে পারেন অভিভাবক। টাকার অভাবে যাতে মেয়েদের উচ্চশিক্ষা এবং বিয়ে আটকে না যায়, মূলত সে কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করা হয়েছে।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় ১০ বছর এবং তার কম বয়সী কন্যাসন্তানের নামে অ্যাকাউন্ট খোলা যায়। মেয়ের বয়স ২১ বছর হলে টাকা তুলতে পারেন অভিভাবক। টাকার অভাবে যাতে মেয়েদের উচ্চশিক্ষা এবং বিয়ে আটকে না যায়, মূলত সে কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করা হয়েছে।
সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। তবে দীর্ঘমেয়াদি। বর্তমানে ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমে ন্যূনতম ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। বাবা-মা মেয়েদের নামে বিনিয়োগ করেন। এই বিনিয়োগ থেকে আয়কর ছাড় পাওয়া যায়। এই কারণেই কন্যাদের ভবিষ্যতের জন্য একটি বড় অঙ্কের অর্থ সঞ্চয় করতে চাইলে এই স্কিমে বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হয় বিনিয়োগকারীদের।
সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। তবে দীর্ঘমেয়াদি। বর্তমানে ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমে ন্যূনতম ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। বাবা-মা মেয়েদের নামে বিনিয়োগ করেন। এই বিনিয়োগ থেকে আয়কর ছাড় পাওয়া যায়। এই কারণেই কন্যাদের ভবিষ্যতের জন্য একটি বড় অঙ্কের অর্থ সঞ্চয় করতে চাইলে এই স্কিমে বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হয় বিনিয়োগকারীদের।
বলে রাখা ভাল, সুকন্যা সমৃদ্ধি যোজনায় একটি পরিবারের দুজন কন্যাসন্তানের নামে অ্যাকাউন্ট খোলা যায়। নিয়ম অনুযায়ী, একজন কন্যাসন্তানের নামে একটি অ্যাকাউন্টই খোলা যায়। একাধিক নয়। তবে কিছু ক্ষেত্রে এই সংখ্যা বাড়তে পারে। যদি পরিবারে ইতিমধ্যেই এক কন্যা থাকে এবং তারপরে যমজ বা তার বেশি মেয়ে একসঙ্গে জন্ম নেয়, তবে তাদেরও এই প্রকল্পের আওতায় আনা যাবে।
বলে রাখা ভাল, সুকন্যা সমৃদ্ধি যোজনায় একটি পরিবারের দুজন কন্যাসন্তানের নামে অ্যাকাউন্ট খোলা যায়। নিয়ম অনুযায়ী, একজন কন্যাসন্তানের নামে একটি অ্যাকাউন্টই খোলা যায়। একাধিক নয়। তবে কিছু ক্ষেত্রে এই সংখ্যা বাড়তে পারে। যদি পরিবারে ইতিমধ্যেই এক কন্যা থাকে এবং তারপরে যমজ বা তার বেশি মেয়ে একসঙ্গে জন্ম নেয়, তবে তাদেরও এই প্রকল্পের আওতায় আনা যাবে।
সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে খোলা অ্যাকাউন্টে কমপক্ষে ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে হয়। প্রতি বছর লাখ লাখ মানুষ বিনিয়োগ করেন। সুদের হার ভাল হওয়ায় রিটার্নও ভাল মেলে।
সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে খোলা অ্যাকাউন্টে কমপক্ষে ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে হয়। প্রতি বছর লাখ লাখ মানুষ বিনিয়োগ করেন। সুদের হার ভাল হওয়ায় রিটার্নও ভাল মেলে।
কন্যার জন্ম শংসাপত্র এবং পিতামাতার কেওয়াইসি দিয়ে যে কোনও অনুমোদিত ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সহজেই এই অ্যাকাউন্ট খোলা যায়।
কন্যার জন্ম শংসাপত্র এবং পিতামাতার কেওয়াইসি দিয়ে যে কোনও অনুমোদিত ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সহজেই এই অ্যাকাউন্ট খোলা যায়।
সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে মেয়ের বয়স ১৮ বছর হলে মোট জমা পরিমাণের ৫০ শতাংশ তোলা যায়। বাকি ৫০ শতাংশ টাকা মেয়ের লেখাপড়া এবং অন্যান্য কাজের জন্য সংরক্ষণ করা হয়। মেয়ের ২১ বছর বয়সে সেই টাকা তোলা যাবে।
সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে মেয়ের বয়স ১৮ বছর হলে মোট জমা পরিমাণের ৫০ শতাংশ তোলা যায়। বাকি ৫০ শতাংশ টাকা মেয়ের লেখাপড়া এবং অন্যান্য কাজের জন্য সংরক্ষণ করা হয়। মেয়ের ২১ বছর বয়সে সেই টাকা তোলা যাবে।