Bollywood News: পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে জেল! ঝুলিতে একাধিক সফল ছবি, অকালেই হারিয়ে গেলেন নায়ক

শাইনি আহুজা। এক সময়ে বলিউডের সারা ফেলেছিলেন সম্ভাবনাময় এই অভিনেতা। পর্দায় তাঁর অভিনয় হোক বা সুদর্শন চেহারা, দর্শকমনের অনেকটা জুড়েই ছিলেন তিনি।
শাইনি আহুজা। এক সময়ে বলিউডের সারা ফেলেছিলেন সম্ভাবনাময় এই অভিনেতা। পর্দায় তাঁর অভিনয় হোক বা সুদর্শন চেহারা, দর্শকমনের অনেকটা জুড়েই ছিলেন তিনি।
২০০৩ সালে 'হাজারো খোয়াইশে অ্যায়সি ভি' ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি হয়েছিল শাইনির। তারপরেই যদিও রাতারাতি তারকা হননি তিনি। ২০০৬ সালে 'গ্যাংস্টার' ছবির হাত ধরে জনপ্রিয়তা পান।
২০০৩ সালে ‘হাজারো খোয়াইশে অ্যায়সি ভি’ ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি হয়েছিল শাইনির। তারপরেই যদিও রাতারাতি তারকা হননি তিনি। ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ ছবির হাত ধরে জনপ্রিয়তা পান।
তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাইনিকে। একের পর হিট ছবি করে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেন তিনি।
তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাইনিকে। একের পর হিট ছবি করে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেন তিনি।
'লাইফ ইন আ মেট্রো', 'ভুল ভুলাইয়া', 'উও লমহে'-র মতো ছবি দিয়ে বলিউডে নিজের পথ মসৃণ করেন শাইনি। তাঁর ঝুলিতে সেই সময় ছবির অভাব ছিল না।
‘লাইফ ইন আ মেট্রো’, ‘ভুল ভুলাইয়া’, ‘উও লমহে’-র মতো ছবি দিয়ে বলিউডে নিজের পথ মসৃণ করেন শাইনি। তাঁর ঝুলিতে সেই সময় ছবির অভাব ছিল না।
সাফল্যের চূড়ায় থাকাকালীনই বিতর্ক ঘিরে ধরে শাইনিকে। ২০০৯ সালে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। জলঘোলা সেখানেই শেষ হয় না। শাইনির বিরুদ্ধে অভিযোগ ছিল যে, ধর্ষণ করার পর তিনি সেই পরিচারিকাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
সাফল্যের চূড়ায় থাকাকালীনই বিতর্ক ঘিরে ধরে শাইনিকে। ২০০৯ সালে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। জলঘোলা সেখানেই শেষ হয় না। শাইনির বিরুদ্ধে অভিযোগ ছিল যে, ধর্ষণ করার পর তিনি সেই পরিচারিকাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
আদালতে মামলা চলাকালীন শাইনির পরিচারিকা তাঁর বয়ান পরিবর্তন করেন। তিনি বলেন, তাঁর আদৌ ধর্ষণ হয়নি। আদালত যদিও মনে করেছিল, চাপ দিয়ে অভিযোগকারিনীকে মিথ্যা বয়ান দিতে বাধ্য করা হচ্ছে। ফলত শাইনিকে সাত বছর হাজতবাসের আদেশ দেওয়া হয়।
আদালতে মামলা চলাকালীন শাইনির পরিচারিকা তাঁর বয়ান পরিবর্তন করেন। তিনি বলেন, তাঁর আদৌ ধর্ষণ হয়নি। আদালত যদিও মনে করেছিল, চাপ দিয়ে অভিযোগকারিনীকে মিথ্যা বয়ান দিতে বাধ্য করা হচ্ছে। ফলত শাইনিকে সাত বছর হাজতবাসের আদেশ দেওয়া হয়।
মুক্তি পেয়েও নিজেকে ঘেরাটোপের মধ্যেই রেখেথছিলেন শাইনি। বড় পর্দাতেও বিশেষ দেখা যায়নি তাঁকে। ২০১৫ সালে 'ওয়েলকাম ব্যাক' ছবিতে অভিনয় করেন তিনি। তবে কেরিয়ারের অভিমুখ ঘোরাতে পারেননি অভিনেতা।
মুক্তি পেয়েও নিজেকে ঘেরাটোপের মধ্যেই রেখেথছিলেন শাইনি। বড় পর্দাতেও বিশেষ দেখা যায়নি তাঁকে। ২০১৫ সালে ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে অভিনয় করেন তিনি। তবে কেরিয়ারের অভিমুখ ঘোরাতে পারেননি অভিনেতা।