Bihar boat capsizes: গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি, একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা

পটনা: মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটল বিহারে। সকাল ৭টা নাগাদ পটনায় প্রায় ১২ জন কৃষককে নিয়ে মহাবীর তলা ঘাটের দিকে যাচ্ছিল একটি নৌকা। কিছু দূর যাওয়ার পরেই ডুবে যায়  যাত্রীবোঝাই নৌকাটি। দু’জন যাত্রী ছাড়া বাকি সবাই সাঁতার কেটে পারে পৌঁছন।

জানা গিয়েছে, রবি বার সকালে পটনার মানেরে এক দিক থেকে অন্য ফসল নিয়ে যাচ্ছিলেন কৃষকেরা। মহাবীর তলা ঘাটের দিকে পৌঁছনোর সময়েই হঠাৎ উল্টে যায় নৌকাটি। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা।

আরও পড়ুন: সাসপেন্ড হার্দিক! খারাপ ফর্ম, দলের ভরাডুবির পরে বিসিসিআইয়ের শাস্তির কোপে মুম্বইয়ের অধিনায়ক

ঘটনার স্থলে পৌঁছন স্থানীয় থানার পুলিশ আধিকারিক সুনীল কুমার ভগত বলেন, “সকাল ৭টা-৮টা নাগাদ কিছু শ্রমিকদের নিয়ে একটি নৌকা মহাবীর তলা ঘাটের দিকে যাচ্ছিল। ২ জন ছাড়া বাকিরা সবাই সাঁতার কেটে পারে পৌঁছেছেন, উদ্ধারকাজ চলছে, এসডিআরএফের দল সেখানে পৌঁছেছে… প্রত্যক্ষদর্শীদের স্বীকারোক্তি অনুযায়ী নৌকায় ১০-১২ জন যাত্রী ছিলেন।”

প্রসঙ্গত, ২০১৭ সালে এক বার ভয়াবহ নৌকাডুবি হয় পটনায়। মকরসংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর উৎসব দেখতে গিয়ে অন্তত ২৪ জন মারা যান সেই নৌকাডুবিতে। জানা গিয়েছিল সেই উৎসব দেখতে যাচ্ছিলেন প্রায় ৪০ জন যাত্রী।