বলিউডে ফিরেই 'অ্যাকশন' শুরু অভিনেতার, বলুন তো কে?

Guess the Celebrity: স্ত্রীর ‘পরকীয়া’! বাবার মৃত্যু, মুহূর্তে যেন জীবন শেষ…! এক ঝটকায় সিংহাসন থেকে মাটিতে, বলিউডে ফিরেই ‘অ্যাকশন’ শুরু অভিনেতার, বলুন তো কে?

বলিউডে খুব কম তারকাই আছেন যারা তাদের অভিনয় দিয়ে মানুষকে পাগল করেছেন। অনেক তারকা কঠোর পরিশ্রম এবং তাদের দক্ষতার মাধ্যমে দুর্দান্ত উচ্চতা অর্জন করেছেন। ঠিক আছে, সমস্ত তারকার লড়াইয়ের নিজস্ব আলাদা গল্প রয়েছে।
বলিউডে খুব কম তারকাই আছেন যারা তাদের অভিনয় দিয়ে মানুষকে পাগল করেছেন। অনেক তারকা কঠোর পরিশ্রম এবং তাদের দক্ষতার মাধ্যমে দুর্দান্ত উচ্চতা অর্জন করেছেন। ঠিক আছে, সমস্ত তারকার লড়াইয়ের নিজস্ব আলাদা গল্প রয়েছে।
এমনই এক তারকা রয়েছেন বলি ইন্ডাস্ট্রিতে, যিনি তার কেরিয়ারের শীর্ষে অভিনয়কে বিদায় জানিয়েছিলেন এবং তারপরে ১৫০ টাকা দৈনিক মজুরিতে ধাবায় কাজ শুরু করেছিলেন।
এমনই এক তারকা রয়েছেন বলি ইন্ডাস্ট্রিতে, যিনি তার কেরিয়ারের শীর্ষে অভিনয়কে বিদায় জানিয়েছিলেন এবং তারপরে ১৫০ টাকা দৈনিক মজুরিতে ধাবায় কাজ শুরু করেছিলেন।
ইন্ডাস্ট্রির জনপ্রিয় সেই তারকা হলেন সঞ্জয় মিশ্র। মানুষ তার অভিনয়ে পাগল। রুপালি পর্দায় কমেডি হোক বা সিরিয়াস রোল। প্রতিবারই নিজের অভিনয় দিয়ে দর্শকদের চমকে দিয়েছেন তিনি।
ইন্ডাস্ট্রির জনপ্রিয় সেই তারকা হলেন সঞ্জয় মিশ্র। মানুষ তার অভিনয়ে পাগল। রুপালি পর্দায় কমেডি হোক বা সিরিয়াস রোল। প্রতিবারই নিজের অভিনয় দিয়ে দর্শকদের চমকে দিয়েছেন তিনি।
সঞ্জয় মিশ্রের জন্ম বিহারের এক মধ্যবিত্ত পরিবারে। ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয়ের সূক্ষ্মতা শেখার পরে, সঞ্জয় মিশ্র ১৯৯১ সালে মুম্বই পৌঁছেছিলেন, কিন্তু সাফল্য তখনও তার থেকে অনেক দূরে ছিল। প্রথম দিকে সঞ্জয় মিশ্রকে চলচ্চিত্র জগতে অনেক সংগ্রাম করতে হয়েছে।
সঞ্জয় মিশ্রের জন্ম বিহারের এক মধ্যবিত্ত পরিবারে। ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয়ের সূক্ষ্মতা শেখার পরে, সঞ্জয় মিশ্র ১৯৯১ সালে মুম্বই পৌঁছেছিলেন, কিন্তু সাফল্য তখনও তার থেকে অনেক দূরে ছিল। প্রথম দিকে সঞ্জয় মিশ্রকে চলচ্চিত্র জগতে অনেক সংগ্রাম করতে হয়েছে।
সঞ্জয় মিশ্র ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের ছবি 'ওহ ডার্লিং ইয়ে হ্যায় ইন্ডিয়া' দিয়ে বলিউডে প্রবেশ করেন। এতে তার একটি ছোট রোল ছিল। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত 'আঁখো দেখি' সঞ্জয় মিশ্রের কেরিয়ারে একটি টার্নিং পয়েন্ট ছিল। এর জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার পান।
সঞ্জয় মিশ্র ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের ছবি ‘ওহ ডার্লিং ইয়ে হ্যায় ইন্ডিয়া’ দিয়ে বলিউডে প্রবেশ করেন। এতে তার একটি ছোট রোল ছিল। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘আঁখো দেখি’ সঞ্জয় মিশ্রের কেরিয়ারে একটি টার্নিং পয়েন্ট ছিল। এর জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার পান।
'মাসান', 'গোলমাল ফ্র্যাঞ্চাইজি', 'অল দ্য বেস্ট', 'টোটাল ধামাল'-এর মতো একাধিক ছবিতে অভিনয় করে মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি। একই সময়ে শাহরুখ খান প্রযোজিত সিনেমায় তাঁর অভিনয় নিয়ে বেশ আলোচনা হয়েছিল।
‘মাসান’, ‘গোলমাল ফ্র্যাঞ্চাইজি’, ‘অল দ্য বেস্ট’, ‘টোটাল ধামাল’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করে মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি। একই সময়ে শাহরুখ খান প্রযোজিত সিনেমায় তাঁর অভিনয় নিয়ে বেশ আলোচনা হয়েছিল।
অভিনেতা সঞ্জয় মিশ্রের কেরিয়ার তখন ভালই চলছিল৷ আচমকা বাবার মৃত্যুর পর বড় ধাক্কা খান অভিনেতা। তারপর হঠাৎই সবকিছু ছেড়ে মুম্বই থেকে ঋষিকেশে পৌঁছান এবং মাত্র কয়েকশো টাকা দৈনিক মজুরিতে একটি ধাবায় কাজ শুরু করেন।
অভিনেতা সঞ্জয় মিশ্রের কেরিয়ার তখন ভালই চলছিল৷ আচমকা বাবার মৃত্যুর পর বড় ধাক্কা খান অভিনেতা। তারপর হঠাৎই সবকিছু ছেড়ে মুম্বই থেকে ঋষিকেশে পৌঁছান এবং মাত্র কয়েকশো টাকা দৈনিক মজুরিতে একটি ধাবায় কাজ শুরু করেন।
সাক্ষাৎকারে সঞ্জয় মিশ্র নিজেই জানান, যে তিনি মানসিক শান্তির সন্ধানে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। কেরিয়ার উর্ধ্বগগনে থাকাকালীন নিজের জীবনকে খুব মিস করতেন অভিনেতা৷ তাই ঋষিকেশে গিয়ে গঙ্গার ধারে একটি ধাবায় অমলেট বানানোর কাজ শুরু করেন। ধাবার মালিক তাকে বলেছিলেন যে দিনে ৫০ টি কাপ ধুতে হবে এবং এর বিনিময়ে ১৫০ টাকা দেবেন।
সাক্ষাৎকারে সঞ্জয় মিশ্র নিজেই জানান, যে তিনি মানসিক শান্তির সন্ধানে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। কেরিয়ার উর্ধ্বগগনে থাকাকালীন নিজের জীবনকে খুব মিস করতেন অভিনেতা৷ তাই ঋষিকেশে গিয়ে গঙ্গার ধারে একটি ধাবায় অমলেট বানানোর কাজ শুরু করেন। ধাবার মালিক তাকে বলেছিলেন যে দিনে ৫০ টি কাপ ধুতে হবে এবং এর বিনিময়ে ১৫০ টাকা দেবেন।
বিবাহিত জীবনও সুখের ছিল না৷ রোশনি আচার্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা৷ কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি৷ শোনা যায়, বলি অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁর স্ত্রী৷ এবং তাঁদের বিচ্ছেদ হয়ে যায়৷ ভালবাসা থেকেই ভরসা উঠে যায় সঞ্জয়ের৷ পরে অভিনেতার মা জোর করে তাকে  কিরণ মিশ্রের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে দেন৷ বর্তমানে তাঁদের দুই মেয়েকে নিয়ে মুম্বইয়ে সুখের সংসার৷
বিবাহিত জীবনও সুখের ছিল না৷ রোশনি আচার্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা৷ কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি৷ শোনা যায়, বলি অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁর স্ত্রী৷ এবং তাঁদের বিচ্ছেদ হয়ে যায়৷ ভালবাসা থেকেই ভরসা উঠে যায় সঞ্জয়ের৷ পরে অভিনেতার মা জোর করে তাকে কিরণ মিশ্রের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে দেন৷ বর্তমানে তাঁদের দুই মেয়েকে নিয়ে মুম্বইয়ে সুখের সংসার৷
ফের বদলে যায় ভাগ্য৷ পরিচালক রোহিত শেট্টি সঞ্জয় মিশ্রকে আবার মুম্বইতে ডেকেছিলেন এবং তারপরে তাকে 'অল দ্য বেস্ট' ছবিতে কাজ দেওয়া হয়েছিল। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন পুরোপুরি কেরিয়ারে মনোযোগ দিয়েছেন  অভিনেতা সঞ্জয় মিশ্র।
ফের বদলে যায় ভাগ্য৷ পরিচালক রোহিত শেট্টি সঞ্জয় মিশ্রকে আবার মুম্বইতে ডেকেছিলেন এবং তারপরে তাকে ‘অল দ্য বেস্ট’ ছবিতে কাজ দেওয়া হয়েছিল। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন পুরোপুরি কেরিয়ারে মনোযোগ দিয়েছেন অভিনেতা সঞ্জয় মিশ্র।
সূত্রের খবর, প্রতি মাসে প্রায় ৫০ লক্ষ টাকা উপার্জন করেন সঞ্জয়। অভিনেতার বার্ষিক আয় প্রায় ৬ কোটি টাকা। এবং তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১১০ কোটি টাকা।
সূত্রের খবর, প্রতি মাসে প্রায় ৫০ লক্ষ টাকা উপার্জন করেন সঞ্জয়। অভিনেতার বার্ষিক আয় প্রায় ৬ কোটি টাকা। এবং তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১১০ কোটি টাকা।