লোন নিয়ে Royal Enfield Classic 350 কিনছেন? মাসে কত EMI দিতে হবে দেখুন

রয়্যাল এনফিল্ড প্রত্যেক বাইকপ্রেমীর স্বপ্ন। যাঁরা বাইক চালান না, রাস্তা দিয়ে বুলেট গেলে তাঁরাও তাকিয়ে দেখেন। রয়্যাল এনফিল্ডের এমনই মজা। সাধারণ বাইকের তুলনায় দাম বেশি। তাই বাইকপ্রেমীরা রয়্যাল এনফিল্ড চালানোর স্বপ্ন দেখলেও পকেটের কারণে অনেক সময়ই সম্ভব হয় না।
রয়্যাল এনফিল্ড প্রত্যেক বাইকপ্রেমীর স্বপ্ন। যাঁরা বাইক চালান না, রাস্তা দিয়ে বুলেট গেলে তাঁরাও তাকিয়ে দেখেন। রয়্যাল এনফিল্ডের এমনই মজা। সাধারণ বাইকের তুলনায় দাম বেশি। তাই বাইকপ্রেমীরা রয়্যাল এনফিল্ড চালানোর স্বপ্ন দেখলেও পকেটের কারণে অনেক সময়ই সম্ভব হয় না।
এখন আর চিন্তা নেই। সামান্য ডাউন পেমেন্টেই রয়্যাল এনফিল্ড চালানোর স্বপ্ন পূরণ হবে। বাকি টাকা কিস্তিতে দিলেই হল। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর দাম ১.৯০ লাখ টাকা থেকে ২.২১ লাখ টাকা (এক্স শো রুম)। ১১ হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই গাড়ির মালিক হওয়া যাবে।
এখন আর চিন্তা নেই। সামান্য ডাউন পেমেন্টেই রয়্যাল এনফিল্ড চালানোর স্বপ্ন পূরণ হবে। বাকি টাকা কিস্তিতে দিলেই হল। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর দাম ১.৯০ লাখ টাকা থেকে ২.২১ লাখ টাকা (এক্স শো রুম)। ১১ হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই গাড়ির মালিক হওয়া যাবে।
বিভিন্ন ব্যাঙ্ক এবং ফিনান্স কোম্পানিগুলি বার্ষিক ৬.৬০ শতাংশ থেকে ২৮.০০ শতাংশ সুদের হারে টু হুইলারে লোন দিচ্ছে। অবশ্য আলাদা করে প্রসেসিং ফি দিতে হবে। এখন যদি ৯ শতাংশ সুদের হারে টু হুইলারে লোন মেলে তাহলে প্রতি মাসে কত ইএমআই দিতে হবে? এখানে ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ইএমআই-এর হিসাব দেওয়া হল।
বিভিন্ন ব্যাঙ্ক এবং ফিনান্স কোম্পানিগুলি বার্ষিক ৬.৬০ শতাংশ থেকে ২৮.০০ শতাংশ সুদের হারে টু হুইলারে লোন দিচ্ছে। অবশ্য আলাদা করে প্রসেসিং ফি দিতে হবে। এখন যদি ৯ শতাংশ সুদের হারে টু হুইলারে লোন মেলে তাহলে প্রতি মাসে কত ইএমআই দিতে হবে? এখানে ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ইএমআই-এর হিসাব দেওয়া হল।
ধরা যাক, কেউ রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর বেস ভ্যারিয়েন্ট কিনছেন। এক্স শোরুম মূল্য ১.৯০ লাখ টাকা। এর মধ্যে আরটিও এবং বিমা ধরা হয়নি। এখন ১ লাখ ৯০ হাজার টাকার মধ্যে ১১ হাজার টাকা ডাউন পেমেন্ট করা হল। এখন ১ লাখ ৭৯ হাজার টাকার লোন নিতে হবে। এখন ৯ শতাংশ সুদের হারে কত ইএমআই দাঁড়াবে দেখা যাক।
ধরা যাক, কেউ রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর বেস ভ্যারিয়েন্ট কিনছেন। এক্স শোরুম মূল্য ১.৯০ লাখ টাকা। এর মধ্যে আরটিও এবং বিমা ধরা হয়নি। এখন ১ লাখ ৯০ হাজার টাকার মধ্যে ১১ হাজার টাকা ডাউন পেমেন্ট করা হল। এখন ১ লাখ ৭৯ হাজার টাকার লোন নিতে হবে। এখন ৯ শতাংশ সুদের হারে কত ইএমআই দাঁড়াবে দেখা যাক।
১ বছরের ঋণে ইএমআই: ১ বছরের জন্য ১ লাখ ৭৯ হাজার টাকা লোন নিলে প্রতি মাসে ১৫,৬৫৪ টাকা ইএমআই দিতে হবে। মোট সুদ দিতে হবে ৮,৮৪৬ টাকা।২ বছরের ঋণে ইএমআই: ২ বছরের জন্য ১.৭৯ লাখ টাকা লোন নিলে প্রতি মাসে ৮,১৭৮ টাকা ইএমআই দিতে হবে। মোট সুদ দিতে হবে ১৭,৭৬২ টাকা।
১ বছরের ঋণে ইএমআই: ১ বছরের জন্য ১ লাখ ৭৯ হাজার টাকা লোন নিলে প্রতি মাসে ১৫,৬৫৪ টাকা ইএমআই দিতে হবে। মোট সুদ দিতে হবে ৮,৮৪৬ টাকা।
২ বছরের ঋণে ইএমআই: ২ বছরের জন্য ১.৭৯ লাখ টাকা লোন নিলে প্রতি মাসে ৮,১৭৮ টাকা ইএমআই দিতে হবে। মোট সুদ দিতে হবে ১৭,৭৬২ টাকা।
৩ বছরের ঋণে ইএমআই: ৩ বছরে ১.৭৯ লাখ টাকার লোনে প্রতি মাসে ৫৬৯২ টাকা ইএমআই দিতে হবে। মোট সুদ দিতে হবে ২৫,৯১৭ টাকা।৪ বছরের ঋণে ইএমআই: ৪ বছরে ১.৭৯ লাখ টাকার লোনে ৪,৪৫৪ টাকা ইএমআই দিতে হবে। মোট সুদ দাঁড়াবে ৩৪,৮১২ টাকা।

৫ বছরের ঋণে ইএমআই: ৫ বছরে ১.৭৯ লাখ টাকার লোনে মাসে ৩,৭১৬ টাকা ইএমআই দিতে হবে। মোট সুদ দিতে হবে ৪৩,৯৪৫ টাকা।
৩ বছরের ঋণে ইএমআই: ৩ বছরে ১.৭৯ লাখ টাকার লোনে প্রতি মাসে ৫৬৯২ টাকা ইএমআই দিতে হবে। মোট সুদ দিতে হবে ২৫,৯১৭ টাকা।
৪ বছরের ঋণে ইএমআই: ৪ বছরে ১.৭৯ লাখ টাকার লোনে ৪,৪৫৪ টাকা ইএমআই দিতে হবে। মোট সুদ দাঁড়াবে ৩৪,৮১২ টাকা।
৫ বছরের ঋণে ইএমআই: ৫ বছরে ১.৭৯ লাখ টাকার লোনে মাসে ৩,৭১৬ টাকা ইএমআই দিতে হবে। মোট সুদ দিতে হবে ৪৩,৯৪৫ টাকা।