Cyclone Remal Update: IMD-না বললেও তিন মডেল বলছে, ঘূর্ণিঝড় রিমল আসবে বঙ্গেই! কবে, কোথায়? দেখে নিন

আলিপুর আবহাওয়া দফতর এখনও ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করেনি৷ কেন্দ্রীয় মৌসম ভবনের তরফ থেকেও তেমন কিছু বলা হয়নি৷ তবে একাধিক আন্তর্জাতিক ওয়েদার ফোরকাস্ট মডেলের তরফ থেকে যে প্রেডিকশন বা ভবিষ্যৎবানী করা হয়েছে তাতে কপালে জমেছে আশঙ্কার মেঘ৷
আলিপুর আবহাওয়া দফতর এখনও ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করেনি৷ কেন্দ্রীয় মৌসম ভবনের তরফ থেকেও তেমন কিছু বলা হয়নি৷ তবে একাধিক আন্তর্জাতিক ওয়েদার ফোরকাস্ট মডেলের তরফ থেকে যে প্রেডিকশন বা ভবিষ্যৎবানী করা হয়েছে তাতে কপালে জমেছে আশঙ্কার মেঘ৷
হ্যাঁ, ঠিকই শুনেছেন, তিনটি আলাদা আলাদা প্রেডিকশনে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে আসতে পারে ঘূর্ণিঝড় রিমল৷ সাধারণত বেশ কয়েকটি আলাদা, আলাদা বিষয়ের উপর নির্ভর করে এই প্রেডিকশন করা হয়৷ তার মধ্যে রয়েছে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা, হওয়ার গতি থেকে শুরু করে একাধিক কিছু৷
হ্যাঁ, ঠিকই শুনেছেন, তিনটি আলাদা আলাদা প্রেডিকশনে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে আসতে পারে ঘূর্ণিঝড় রিমল৷ সাধারণত বেশ কয়েকটি আলাদা, আলাদা বিষয়ের উপর নির্ভর করে এই প্রেডিকশন করা হয়৷ তার মধ্যে রয়েছে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা, হওয়ার গতি থেকে শুরু করে একাধিক কিছু৷
এগুলিকে বলা হয়, ওয়েদার প্রেডিকশন মডেল৷ সেই একাধিক মডেল গতকাল পর্যন্ত একাধিক প্রেডিকশন দেখালেও এ বার, বুধবার থেকে সমস্ত ক্ষেত্রেই ঘূর্ণিঝড়ের গতিপথ দেখাচ্ছে বাংলার পথে৷ বিশেষ অ্যাপ উইন্ডি মারফত যে ছবি মিলেছে, তাতে স্পষ্ট সেই বিষয়টি৷
এগুলিকে বলা হয়, ওয়েদার প্রেডিকশন মডেল৷ সেই একাধিক মডেল গতকাল পর্যন্ত একাধিক প্রেডিকশন দেখালেও এ বার, বুধবার থেকে সমস্ত ক্ষেত্রেই ঘূর্ণিঝড়ের গতিপথ দেখাচ্ছে বাংলার পথে৷ বিশেষ অ্যাপ উইন্ডি মারফত যে ছবি মিলেছে, তাতে স্পষ্ট সেই বিষয়টি৷
সেই অ্যাপে দেখা গিয়েছে, ইসিএমডাব্লুএফ মডেল অনুসারে ২৬ তারিখ দুপুরের পর থেকে ল্যান্ডফল দক্ষিণবঙ্গের সুন্দরবন এলাকায়৷ সুন্দরবন এর আগেও ঘাতক ঘূর্ণিঝড়ের মুখে পড়ে লণ্ডভণ্ড হয়েছিল৷ এই মডেলে সেই জিনিসটিই আবারও দেখা দেওয়ায় রয়েছে আতঙ্ক৷
সেই অ্যাপে দেখা গিয়েছে, ইসিএমডাব্লুএফ মডেল অনুসারে ২৬ তারিখ দুপুরের পর থেকে ল্যান্ডফল দক্ষিণবঙ্গের সুন্দরবন এলাকায়৷ সুন্দরবন এর আগেও ঘাতক ঘূর্ণিঝড়ের মুখে পড়ে লণ্ডভণ্ড হয়েছিল৷ এই মডেলে সেই জিনিসটিই আবারও দেখা দেওয়ায় রয়েছে আতঙ্ক৷
এ ছাড়া জিএফএস প্রেডিকশন মজেল অনুসারে ২৭ তারিখ দীঘা উপকূলে ঝড় আছড়ে পড়ে পারে দুপুরের পর৷ দীঘা উপকূলের সামান্য হেরফেরে থাকতে পারে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্র৷ সে দিক থেকে দেখতে গেলে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে পূর্ব মেদিনীপুর শহর৷
এ ছাড়া জিএফএস প্রেডিকশন মজেল অনুসারে ২৭ তারিখ দীঘা উপকূলে ঝড় আছড়ে পড়ে পারে দুপুরের পর৷ দীঘা উপকূলের সামান্য হেরফেরে থাকতে পারে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্র৷ সে দিক থেকে দেখতে গেলে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে পূর্ব মেদিনীপুর শহর৷
এ ছাড়াও আইসিওএন প্রেডিকশন মডেলে দেখা গিয়েছে আবারও সুন্দরবনের দিকটি৷ ২৬ মধ্যরাতে বা ২৭ ভোরে সুন্দরবনে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি৷ যদিও ভারতীয় আবহাওয়া সংস্থার পক্ষ থেকে এখনও ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি৷
এ ছাড়াও আইসিওএন প্রেডিকশন মডেলে দেখা গিয়েছে আবারও সুন্দরবনের দিকটি৷ ২৬ মধ্যরাতে বা ২৭ ভোরে সুন্দরবনে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি৷ যদিও ভারতীয় আবহাওয়া সংস্থার পক্ষ থেকে এখনও ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি৷
দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘুরুন আবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে আরো ঘনীভূত হবে গভীর নিম্নচাপে। গভীর নিম্নচাপ শুক্রবারের পর উত্তর-পূর্ব দিকে এগিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে শনিবার সন্ধ্যায়। এরপর ভারতের মৌসুম ভবন নিশ্চিত করে ঘূর্ণিঝড়ের কথা না জানালেও বিশ্বের বিভিন্ন মডেল বলছে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে ওড়িশা থেকে বাংলাদেশের মাঝে কোন স্থলভাগে। বালাসোর থেকে সাগরের মাঝে সম্ভাবনা সব থেকে বেশি।
দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘুরুন আবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে আরো ঘনীভূত হবে গভীর নিম্নচাপে। গভীর নিম্নচাপ শুক্রবারের পর উত্তর-পূর্ব দিকে এগিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে শনিবার সন্ধ্যায়। এরপর ভারতের মৌসুম ভবন নিশ্চিত করে ঘূর্ণিঝড়ের কথা না জানালেও বিশ্বের বিভিন্ন মডেল বলছে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে ওড়িশা থেকে বাংলাদেশের মাঝে কোন স্থলভাগে। বালাসোর থেকে সাগরের মাঝে সম্ভাবনা সব থেকে বেশি।