বাড়ির বাগান কিংবা বারান্দার শোভা বর্ধন করার জন্য রাখা হয় লজ্জাবতী গাছ। অথচ শোভা বর্ধনের জন্য আনা এই গাছের অতুলনীয় ওষধি গুণের কথা জানেননা বেশির ভাগ মানুষই। লজ্জাবতী গাছকে আবার লাজবন্তী নামেও ডাকা হয়। সকলেই এই গাছের সঙ্গে পরিচিত।

Piles Treatment: পাইলস পালাবে নিমেষে! এই গাছের উপকার জানলে আপনার মুক্তি বড় সমস্যা থেকে

গুলমোহর। নামেই মোহ। রূপ এই বৃক্ষের তুলনাহীন। সাধে কী আর গুলজার ছবির গানে লিখে গিয়েছিলেন, প্রেয়সীর নাম যদি গুলমোহর হত! এই গান প্রায় সবারই জানা, আজও ফেরে মুখে মুখে। তবে, গুলমোহরের ঔষধি গুণের কথা তেমন জানেন না কেউ। কোন কোন শারীরিক সমস্যায় উপশম দেয় এই গাছ, আর কী ভাবে তার কোন অংশ ব্যবহার করতে হয়, সে কথাই এবার লোকাল নিউজ 18-কে জানালেন মধ্যপ্রদেশের খরগোনের জেলা আয়ুর্বেদ হাসপাতালের আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সন্তোষ কুমার মৌর্য।
গুলমোহর। নামেই মোহ। রূপ এই বৃক্ষের তুলনাহীন। সাধে কী আর গুলজার ছবির গানে লিখে গিয়েছিলেন, প্রেয়সীর নাম যদি গুলমোহর হত! এই গান প্রায় সবারই জানা, আজও ফেরে মুখে মুখে। তবে, গুলমোহরের ঔষধি গুণের কথা তেমন জানেন না কেউ। কোন কোন শারীরিক সমস্যায় উপশম দেয় এই গাছ, আর কী ভাবে তার কোন অংশ ব্যবহার করতে হয়, সে কথাই এবার লোকাল নিউজ 18-কে জানালেন মধ্যপ্রদেশের খরগোনের জেলা আয়ুর্বেদ হাসপাতালের আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সন্তোষ কুমার মৌর্য।
গুলমোহর গাছে শুধু এপ্রিল ও মে মাসে ফুল ফোটে। এর পর পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যায় এবং নভেম্বরের দিকে ঝরে যায়। এ হেন গুলমোহরের ফুল, পাতা, কাণ্ড ও বাকল ব্যবহার করে বাত, পাইলসের মতো রোগ সহ ত্বক ও চুল সংক্রান্ত অনেক সমস্যা নিরাময় করা যায়। ডা. মৌর্য জানান যে এর ফুল শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন ২ থেকে ৪ গ্রাম মধুর সঙ্গে মিশিয়ে খেলে নারীরা পিরিয়ডের সময় ব্যথা এবং এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য সমস্যা থেকে মুক্তি পাবেন।
গুলমোহর গাছে শুধু এপ্রিল ও মে মাসে ফুল ফোটে। এর পর পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যায় এবং নভেম্বরের দিকে ঝরে যায়। এ হেন গুলমোহরের ফুল, পাতা, কাণ্ড ও বাকল ব্যবহার করে বাত, পাইলসের মতো রোগ সহ ত্বক ও চুল সংক্রান্ত অনেক সমস্যা নিরাময় করা যায়। ডা. মৌর্য জানান যে এর ফুল শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন ২ থেকে ৪ গ্রাম মধুর সঙ্গে মিশিয়ে খেলে নারীরা পিরিয়ডের সময় ব্যথা এবং এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য সমস্যা থেকে মুক্তি পাবেন।
কেউ ডায়রিয়ায় আক্রান্ত হলে গুলমোহরের কাণ্ডের ছাল সেবন করলে উপকার পাওয়া যায়। এই সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিকে গুলমোহর গাছের বাকলের গুঁড়ো তৈরি করে প্রতিদিন ২ গ্রাম করে খাওয়াতে হবে।
কেউ ডায়রিয়ায় আক্রান্ত হলে গুলমোহরের কাণ্ডের ছাল সেবন করলে উপকার পাওয়া যায়। এই সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিকে গুলমোহর গাছের বাকলের গুঁড়ো তৈরি করে প্রতিদিন ২ গ্রাম করে খাওয়াতে হবে।
পাতাও সমান উপকারী, সে হলুদ হয়ে গেলেও। হলুদ গুলমোহর পাতা পিষে বাতের ব্যথা রয়েছে শরীরের এমন স্থানে লাগালে ব্যথার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এর পাশাপাশি গরম জলে পাতার পেস্ট মিশিয়ে চুলের গোড়ায় লাগালেও উপকার পাওয়া যায়। তা চুল ঝরার সমস্যা দূর করে।
পাতাও সমান উপকারী, সে হলুদ হয়ে গেলেও। হলুদ গুলমোহর পাতা পিষে বাতের ব্যথা রয়েছে শরীরের এমন স্থানে লাগালে ব্যথার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এর পাশাপাশি গরম জলে পাতার পেস্ট মিশিয়ে চুলের গোড়ায় লাগালেও উপকার পাওয়া যায়। তা চুল ঝরার সমস্যা দূর করে।
ডা. মৌর্য জানিয়েছেন যে পাইলসের সমস্যাতেও গুলমোহরের ব্যবহার খুবই উপকারী বলে মনে করা হয়। পাইলসের সমস্যা হলে এর পাতা ব্যবহার করা যেতে পারে। হলুদ গুলমোহর পাতা দুধের সঙ্গে পিষে পাইলসে লাগাতে হবে। এটি করলে ব্যথা ও পাইলসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
ডা. মৌর্য জানিয়েছেন যে পাইলসের সমস্যাতেও গুলমোহরের ব্যবহার খুবই উপকারী বলে মনে করা হয়। পাইলসের সমস্যা হলে এর পাতা ব্যবহার করা যেতে পারে। হলুদ গুলমোহর পাতা দুধের সঙ্গে পিষে পাইলসে লাগাতে হবে। এটি করলে ব্যথা ও পাইলসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।