Bollywood News: কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ সানির বিরুদ্ধে! ঠিক কী করেছেন অভিনেতা? বিতর্কের ঝড়

বলিউড অভিনেতা সানি দেওলের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। বৃহস্পতিবার এক ছবির প্রযোজক সানির বিরুদ্ধে ২.৫৫ কোটি টাকা প্রতারণা করার অভিযোগ এনেছেন। যদিও এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন ‘গদর ২’ অভিনেতা। তবে এই অভিযোগের মাঝেও তাঁকে এক অন্য অবতারে দেখা গেল। আসলে এই বিতর্কের মাঝেই নিজের ভাই ববি দেওলের পোস্টে বেশ আদুরে মন্তব্য করতে দেখা গেল সানিকে।
বলিউড অভিনেতা সানি দেওলের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। বৃহস্পতিবার এক ছবির প্রযোজক সানির বিরুদ্ধে ২.৫৫ কোটি টাকা প্রতারণা করার অভিযোগ এনেছেন। যদিও এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন ‘গদর ২’ অভিনেতা। তবে এই অভিযোগের মাঝেও তাঁকে এক অন্য অবতারে দেখা গেল। আসলে এই বিতর্কের মাঝেই নিজের ভাই ববি দেওলের পোস্টে বেশ আদুরে মন্তব্য করতে দেখা গেল সানিকে।
বিবাহবার্ষিকীতে স্ত্রী তানিয়া দেওলের জন্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বৃহস্পতিবার গভীর রাতে বেশ আবেগঘন পোস্ট করেছেন ববি দেওল। আর সঙ্গে সঙ্গে সেই পোস্টে লাইক আসে দাদা সানির তরফ থেকে। সেই সঙ্গে ভাই এবং ভাইয়ের স্ত্রীর ছবিতে মিষ্টি মন্তব্যও করতে দেখা যায় অভিনেতাকে। ববির পোস্টের কমেন্ট বক্সে বেশ কয়েকটি লাল হার্ট ইমোজি পোস্ট করেন তিনি।
বিবাহবার্ষিকীতে স্ত্রী তানিয়া দেওলের জন্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বৃহস্পতিবার গভীর রাতে বেশ আবেগঘন পোস্ট করেছেন ববি দেওল। আর সঙ্গে সঙ্গে সেই পোস্টে লাইক আসে দাদা সানির তরফ থেকে। সেই সঙ্গে ভাই এবং ভাইয়ের স্ত্রীর ছবিতে মিষ্টি মন্তব্যও করতে দেখা যায় অভিনেতাকে। ববির পোস্টের কমেন্ট বক্সে বেশ কয়েকটি লাল হার্ট ইমোজি পোস্ট করেন তিনি।
তবে সানির বিরুদ্ধে কী এমন অভিযোগ উঠল? পেশায় রিয়েল এস্টেট ডেভেলপার সোরাভ গুপ্ত প্রযোজনার কাজও করছেন। তিনি সানডন প্রাইভেট লিমিটেডের মালিক। আর সোরাভই সানির বিরুদ্ধে প্রতারণা, জুলুমবাজি এবং জালিয়াতির অভিযোগ এনেছেন। Times Now.com/Zoom-এর কাছে ওই প্রযোজক দাবি করেছেন, ২০১৬ সালের মে মাসে তিনি এবং তাঁর টিম দেখা করে ছবির প্রথম খসড়া শুনিয়েছিলেন।
তবে সানির বিরুদ্ধে কী এমন অভিযোগ উঠল? পেশায় রিয়েল এস্টেট ডেভেলপার সোরাভ গুপ্ত প্রযোজনার কাজও করছেন। তিনি সানডন প্রাইভেট লিমিটেডের মালিক। আর সোরাভই সানির বিরুদ্ধে প্রতারণা, জুলুমবাজি এবং জালিয়াতির অভিযোগ এনেছেন। Times Now.com/Zoom-এর কাছে ওই প্রযোজক দাবি করেছেন, ২০১৬ সালের মে মাসে তিনি এবং তাঁর টিম দেখা করে ছবির প্রথম খসড়া শুনিয়েছিলেন।
সানি ৪ কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার কথা বলে ছবিটি করতে রাজিও হন। এমনকী অগ্রিম ১ কোটি টাকা দেওয়া হয়েছিল তাঁকে। এরপর অক্টোবরে ফের আরও এক কোটি চান তিনি। সেটাও তাঁকে দেওয়া হয়। অথচ এখনও পর্যন্ত ছবির শ্যুটিং শুরুই করেননি সানি। উল্টে তিনি পোস্টার বয়েজ ছবি করতে চলে গিয়েছিলেন।
সানি ৪ কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার কথা বলে ছবিটি করতে রাজিও হন। এমনকী অগ্রিম ১ কোটি টাকা দেওয়া হয়েছিল তাঁকে। এরপর অক্টোবরে ফের আরও এক কোটি চান তিনি। সেটাও তাঁকে দেওয়া হয়। অথচ এখনও পর্যন্ত ছবির শ্যুটিং শুরুই করেননি সানি। উল্টে তিনি পোস্টার বয়েজ ছবি করতে চলে গিয়েছিলেন।
সোরাভ আরও দাবি করেন যে, “এভাবে ২০২২ পর্যন্ত নানা কিছু চলে, সানি ইতিমধ্যে আবার পরিচালক বদলানোর কথা বলেন। চিত্রনাট্যও ঠিকঠাক করতে বলেন। ২০২৩ সালে উনি আমাদের একটা বিষয়বস্তু বলেন। ছবির নাম ছিল ‘রাম জন্মভূমি’। আমাদের বলা হয়, চিত্রনাট্য প্রস্তুত, পরিচালকও নিয়োগ হয়েছে। এখন আমাদের কাজ শুরু করার পালা।”
সোরাভ আরও দাবি করেন যে, “এভাবে ২০২২ পর্যন্ত নানা কিছু চলে, সানি ইতিমধ্যে আবার পরিচালক বদলানোর কথা বলেন। চিত্রনাট্যও ঠিকঠাক করতে বলেন। ২০২৩ সালে উনি আমাদের একটা বিষয়বস্তু বলেন। ছবির নাম ছিল ‘রাম জন্মভূমি’। আমাদের বলা হয়, চিত্রনাট্য প্রস্তুত, পরিচালকও নিয়োগ হয়েছে। এখন আমাদের কাজ শুরু করার পালা।”
প্রযোজকের অভিযোগ, “পরবর্তী বৈঠকে সানি আমাদের আশ্বস্ত করে বলেছিলেন যে, ছবিটি তৈরি হবে। কিন্তু এরপরেই অভিনেতা বলে বসেন যে, তাঁর পারিশ্রমিক এখন বেড়ে গিয়েছে। তাই ঠিক হয় যে, ছবি থেকে আসা লাভ থেকে তিনি আরও ২ কোটি টাকা পাবেন।
প্রযোজকের অভিযোগ, “পরবর্তী বৈঠকে সানি আমাদের আশ্বস্ত করে বলেছিলেন যে, ছবিটি তৈরি হবে। কিন্তু এরপরেই অভিনেতা বলে বসেন যে, তাঁর পারিশ্রমিক এখন বেড়ে গিয়েছে। তাই ঠিক হয় যে, ছবি থেকে আসা লাভ থেকে তিনি আরও ২ কোটি টাকা পাবেন।
এরপর আরও ৫০ লক্ষ টাকা দাবি করেন, সেটাও তাঁকে দেওয়া হয়। এদিকে পরে যে চুক্তিপত্র আসে তাতে লেখা ছিল যে, সানি নিজের পারিশ্রমিক বাড়িয়ে করেছেন ৮ কোটি টাকা। সেই সঙ্গে লাভ থেকে আরও ২ কোটি টাকা নেবেন তিনি।”
এরপর আরও ৫০ লক্ষ টাকা দাবি করেন, সেটাও তাঁকে দেওয়া হয়। এদিকে পরে যে চুক্তিপত্র আসে তাতে লেখা ছিল যে, সানি নিজের পারিশ্রমিক বাড়িয়ে করেছেন ৮ কোটি টাকা। সেই সঙ্গে লাভ থেকে আরও ২ কোটি টাকা নেবেন তিনি।”