প্রবল দাবদাহে পুড়ছে দেশের বিস্তীর্ণ অংশ৷ ছবি-পিটিআই

Heatwave in India: গরমের বলি ৫৪, পুড়ছে দেশের বিস্তীর্ণ অংশ! জরুরি অবস্থা জারি হোক, কেন্দ্রকে আর্জি আদালতের

নয়াদিল্লি: বাংলায় বৃষ্টিতে স্বস্তি মিলেছে৷ কিন্তু চরম তাপপ্রবাহে ছারখার হচ্ছে উত্তর, পশ্চিম এবং পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ৷ এখনও পর্যন্ত এই অসহ্যকর দাবদাহের বলি হয়েছেন ৫৪ জন৷ রাজস্থানে তো কোথাও কোথাও তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে গিয়েছে৷ দিল্লি, পঞ্জাব, ওড়িশার মতো রাজ্যগুলির বহু জায়গাতেই তাপমাত্রা গত কয়েকদিন ধরে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে ঘোরাফেরা করছে৷

হিটস্ট্রোকে মৃত্যুমিছিল

সংবাদসংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ওড়িশা জুড়ে তাপপ্রহবাহের জেরে হিটস্ট্রোক হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে৷ আবার পিটিআই-এর খবর অনুযায়ী, গরমের জেরে গতকালই ঝাড়খণ্ডের পালামৌ জেলায় এক মহিলা সহ চারজনের মৃত্যু হয়েছে৷ গতকাল ঝাড়খণ্ডের মধ্যে পালামৌ জেলার তাপমাত্রাই সর্বাধিক ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল৷ গতকাল বিহারেও সানস্ট্রোক হয়ে আট জনের মৃত্যু হয়েছে বলে খবর৷

আরও পড়ুন: সন্ধে নামলেই আজও বৃষ্টি কলকাতায়?গোটা দক্ষিণবঙ্গের জন্যই বড় আপডেট হাওয়া অফিসের

তবে কেন্দ্রীয় আবহবিজ্ঞান দফতর অবশ্য স্বস্তির খবর দিয়ে জানিয়েছে, সম্ভবত আগামিকাল থেকেই গরম কিছুটা হলেও কমবে৷ নির্ধারিত সময়ের দু দিন আগেই কেরলে বর্ষা পৌঁছে গিয়েছে৷ তবে তা উত্তর, মধ্য এবং পূর্ব ভারতে পৌঁছতে আরও বেশ কিছুদিন সময় লাগবে৷

জরুরি অবস্থা জারির আর্জি রাজস্থান হাইকোর্টের

প্রাণান্তকর এই গরমের পরিস্থিতির কথা মাথায় রেখে অবিলম্বে দেশে জরুরি অবস্থা জারি করার জন্য কেন্দ্রীয় সরকারকে আর্জি জানিয়েছে রাজস্থান হাইকোর্ট৷ এই পর্যবেক্ষণ করতে গিয়ে হাইকোর্ট জানিয়েছে, সাধারণ মানুষকে দাবদাহের হাত থেকে রক্ষা করতে পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ পাশাপাশি হিটস্ট্রোকের জেরে যাঁদের মৃত্যু হবে তাঁদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্যও সরকারকে নির্দেশ দিয়েছে রাজস্থান হাইকোর্ট৷