ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ হেন সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷

Daily Numerology: সংখ্যাতত্ত্বে ৩ জুন; দেখে নিন কেমন যাবে আজকের দিন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ হেন সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ হেন সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ১-এর জাতক-জাতিকাদের জন্য এই দিনটা খুবই ভাল। ব্যবসায়িক প্রস্তাব পেতে পারেন, যা আপনাকে সরকারি কাজের সঙ্গে যুক্ত করবে। সারা দিন এনার্জি থাকবে তুঙ্গে। নিজের কথাবার্তা ও রাগ নিয়ন্ত্রণ করতে হবে। হজমশক্তি সংক্রান্ত সমস্যা হতে পারে। প্রতিকার হিসেবে এই দিন ভগবান সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করতে হবে। যা আপনার জন্য উপযোগী প্রমাণিত হবে। বাবার স্বাস্থ্যের সম্পূর্ণ খেয়াল রাখতে হবে।
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ১-এর জাতক-জাতিকাদের জন্য এই দিনটা খুবই ভাল। ব্যবসায়িক প্রস্তাব পেতে পারেন, যা আপনাকে সরকারি কাজের সঙ্গে যুক্ত করবে। সারা দিন এনার্জি থাকবে তুঙ্গে। নিজের কথাবার্তা ও রাগ নিয়ন্ত্রণ করতে হবে। হজমশক্তি সংক্রান্ত সমস্যা হতে পারে। প্রতিকার হিসেবে এই দিন ভগবান সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করতে হবে। যা আপনার জন্য উপযোগী প্রমাণিত হবে। বাবার স্বাস্থ্যের সম্পূর্ণ খেয়াল রাখতে হবে।
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ২-এর জাতক-জাতিকাদের জন্য দিনটা উপযুক্ত। মা-বাবার কাছ থেকে সমর্থন পাবেন। এই দিন খ্যাতি বাড়বে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সম্মান লাভের সুযোগ পাবেন। পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল হবে। পরিবারের সদস্যদের মধ্যে স্নেহপূর্ণ আচরণ উপযোগী প্রমাণিত হবে।
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ২-এর জাতক-জাতিকাদের জন্য দিনটা উপযুক্ত। মা-বাবার কাছ থেকে সমর্থন পাবেন। এই দিন খ্যাতি বাড়বে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সম্মান লাভের সুযোগ পাবেন। পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল হবে। পরিবারের সদস্যদের মধ্যে স্নেহপূর্ণ আচরণ উপযোগী প্রমাণিত হবে।
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৩-এর জাতক-জাতিকাদের জন্য দিনটা খুবই ভাল। আপনার জ্ঞানমূলক কথাবার্তা প্রশংসিত হবে। আপনার পরামর্শ নিয়ে সকলে কাজ করবেন। যদি কোনও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিতে চান, তাহলে সে কথা ভাবতে পারেন। সব মিলিয়ে দিনটা ভাল। কিছু না ভেবে কাউকে পরামর্শ দেওয়া চলবে না। তাহলে আপনার নাম খারাপ হতে পারে।
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৩-এর জাতক-জাতিকাদের জন্য দিনটা খুবই ভাল। আপনার জ্ঞানমূলক কথাবার্তা প্রশংসিত হবে। আপনার পরামর্শ নিয়ে সকলে কাজ করবেন। যদি কোনও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিতে চান, তাহলে সে কথা ভাবতে পারেন। সব মিলিয়ে দিনটা ভাল। কিছু না ভেবে কাউকে পরামর্শ দেওয়া চলবে না। তাহলে আপনার নাম খারাপ হতে পারে।
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৪-এর জাতক-জাতিকাদের জন্য এই দিনটি ভাল হবে না। সরকারি কোনও নোটিস পেতে পারেন। বাবার স্বাস্থ্য খারাপ হতে পারে। আর্থিক বিষয়ে বাধা-বিপত্তি আসতে পারে। সম্মানহানির কারণে বিব্রত হতে পারেন। সঙ্গীর সঙ্গে ভাল জীবনযাপন করলে তা উপযোগী হবে।
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৪-এর জাতক-জাতিকাদের জন্য এই দিনটি ভাল হবে না। সরকারি কোনও নোটিস পেতে পারেন। বাবার স্বাস্থ্য খারাপ হতে পারে। আর্থিক বিষয়ে বাধা-বিপত্তি আসতে পারে। সম্মানহানির কারণে বিব্রত হতে পারেন। সঙ্গীর সঙ্গে ভাল জীবনযাপন করলে তা উপযোগী হবে।
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৫-এর জাতক-জাতিকাদের জন্য দিনটা উপযুক্ত। দীর্ঘ সময় ধরে যা পরিকল্পনা করছেন, তা সম্পন্ন করার সুযোগ পাবেন। ব্যবসা শুরু করার জন্য দিনটা উপযুক্ত। বুঝেশুনে টাকা বিনিয়োগ করতে হবে। নাহলে তা আটকে যেতে পারে। বোন অথবা কন্যার পরামর্শে বিনিয়োগ করলে উপকার মিলবে।
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৫-এর জাতক-জাতিকাদের জন্য দিনটা উপযুক্ত। দীর্ঘ সময় ধরে যা পরিকল্পনা করছেন, তা সম্পন্ন করার সুযোগ পাবেন। ব্যবসা শুরু করার জন্য দিনটা উপযুক্ত। বুঝেশুনে টাকা বিনিয়োগ করতে হবে। নাহলে তা আটকে যেতে পারে। বোন অথবা কন্যার পরামর্শে বিনিয়োগ করলে উপকার মিলবে।
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৬-এর জাতক-জাতিকাদের জন্য দিনটা স্বাভাবিক। কাজের জায়গায় যে কোনও তর্ক-বিতর্ক এড়িয়ে চলতে হবে। কাজের জয়গায় আপনাকে কেউ সমস্যায় ফেলতে পারেন। এতে আপনার বিবেচনাবোধ হারাতে পারেন। তবে এই পরিস্থিতিতে শান্ত থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও বিষয় নিয়ে তর্কাতর্কি হতে পারে। বাবা, বোন এবং কন্যার সঙ্গে ভাল সম্পর্ক রাখতে হবে এবং জরুরি কাজের বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা করতে হবে।
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৬-এর জাতক-জাতিকাদের জন্য দিনটা স্বাভাবিক। কাজের জায়গায় যে কোনও তর্ক-বিতর্ক এড়িয়ে চলতে হবে। কাজের জয়গায় আপনাকে কেউ সমস্যায় ফেলতে পারেন। এতে আপনার বিবেচনাবোধ হারাতে পারেন। তবে এই পরিস্থিতিতে শান্ত থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও বিষয় নিয়ে তর্কাতর্কি হতে পারে। বাবা, বোন এবং কন্যার সঙ্গে ভাল সম্পর্ক রাখতে হবে এবং জরুরি কাজের বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা করতে হবে।
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৭-এর জাতক-জাতিকাদের সমস্যার অবসান হবে এই দিন। কিন্তু বাবার স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা আবশ্যক। এই দিন ব্যয় বৃদ্ধি হতে পারে। যার জেরে মানসিক চাপ বাড়বে। পুত্রের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। কারণ তার কোনও রোগ হতে পারে। কোনও বিষয় নিয়ে পরিবারের সদস্যরা আপনার দিকে আঙুল তুলতে পারেন। কাউকে কড়া কথা শোনানো চলবে না।
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৭-এর জাতক-জাতিকাদের সমস্যার অবসান হবে এই দিন। কিন্তু বাবার স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা আবশ্যক। এই দিন ব্যয় বৃদ্ধি হতে পারে। যার জেরে মানসিক চাপ বাড়বে। পুত্রের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। কারণ তার কোনও রোগ হতে পারে। কোনও বিষয় নিয়ে পরিবারের সদস্যরা আপনার দিকে আঙুল তুলতে পারেন। কাউকে কড়া কথা শোনানো চলবে না।
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে): শ্রী  গণেশ বলছেন, সংখ্যা ৮-এর জাতক-জাতিকাদের জন্য সময়টা তেমন ভাল নয়। প্রতিটি কাজে প্রচুর বাধা আসতে পারে। এই দিন বিশেষ করে ভগবান সূর্যকে জল অর্পণ করলে মানসিক চাপ কমবে। আর ভগবান শনিদেবের উদ্দেশ্যে আম নিবেদন করলে তা উপযোগী প্রমাণিত হবে। মানসিক শান্তি আসবে। হৃদস্পন্দন বাড়লে বিভ্রান্ত হতে পারেন। কোনও বিষয়ে পরিবারে তর্কাতর্কি বাড়বে। এই দিন চুপচাপ থাকতে হবে এবং রাগ নিয়ন্ত্রণ করতে হবে।
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে): শ্রী  গণেশ বলছেন, সংখ্যা ৮-এর জাতক-জাতিকাদের জন্য সময়টা তেমন ভাল নয়। প্রতিটি কাজে প্রচুর বাধা আসতে পারে। এই দিন বিশেষ করে ভগবান সূর্যকে জল অর্পণ করলে মানসিক চাপ কমবে। আর ভগবান শনিদেবের উদ্দেশ্যে আম নিবেদন করলে তা উপযোগী প্রমাণিত হবে। মানসিক শান্তি আসবে। হৃদস্পন্দন বাড়লে বিভ্রান্ত হতে পারেন। কোনও বিষয়ে পরিবারে তর্কাতর্কি বাড়বে। এই দিন চুপচাপ থাকতে হবে এবং রাগ নিয়ন্ত্রণ করতে হবে।
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৯-এর জাতক-জাতিকাদের ভাগ্য সহায় হবে এই দিন। পরিকল্পিত কাজ সম্পন্ন হবে। টাকাপয়সা নিয়ে যে সমস্যা হচ্ছিল, তা দূর হবে। স্বাস্থ্যও অনেকটাই স্বাভাবিক থাকবে। নতুন কাজের দিকে এগোতে পারেন। এতে সারা দিন উদ্যম বজায় থাকবে। পরিবার এবং বাচ্চাদের থেকে পূর্ণ সমর্থন ও ভালবাসা পাবেন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৯-এর জাতক-জাতিকাদের ভাগ্য সহায় হবে এই দিন। পরিকল্পিত কাজ সম্পন্ন হবে। টাকাপয়সা নিয়ে যে সমস্যা হচ্ছিল, তা দূর হবে। স্বাস্থ্যও অনেকটাই স্বাভাবিক থাকবে। নতুন কাজের দিকে এগোতে পারেন। এতে সারা দিন উদ্যম বজায় থাকবে। পরিবার এবং বাচ্চাদের থেকে পূর্ণ সমর্থন ও ভালবাসা পাবেন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)