Bollywood News: শ্রেয়া, সুনিধি, নেহা নস্যি! বলিউডে সবচেয়ে ধনী গায়িকা কে জানেন, কত সম্পত্তি রয়েছে

শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান, নেহা কক্কর, বলিউডে সফল গায়িকাদের তালিকায় এই নামগুলি বেশ উপরের দিকে। অনুরাগীর সংখ্যা এবং সম্পদই তাঁদের সাফল্যের প্রমাণ। কিন্তু জানেন কি, সবচেয়ে ধনী প্লেব্যাক গায়িকার শিরোপা রয়েছে অন্য একজনের ঝুলিতে?
শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান, নেহা কক্কর, বলিউডে সফল গায়িকাদের তালিকায় এই নামগুলি বেশ উপরের দিকে। অনুরাগীর সংখ্যা এবং সম্পদই তাঁদের সাফল্যের প্রমাণ। কিন্তু জানেন কি, সবচেয়ে ধনী প্লেব্যাক গায়িকার শিরোপা রয়েছে অন্য একজনের ঝুলিতে?
সেই গায়িকা হলেন তুলসী কুমার। বিল্লু-র 'লাভ মেরা হিট' এবং ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই-এর 'তুম জো আয়ে' র মতো গানের পিছনে কণ্ঠ দিয়েছেন তিনি। রিপোর্ট অনুযায়ী, তাঁর সম্পদের পরিমাণ ২০০ কোটি টাকা।
সেই গায়িকা হলেন তুলসী কুমার। বিল্লু-র ‘লাভ মেরা হিট’ এবং ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই-এর ‘তুম জো আয়ে’ র মতো গানের পিছনে কণ্ঠ দিয়েছেন তিনি। রিপোর্ট অনুযায়ী, তাঁর সম্পদের পরিমাণ ২০০ কোটি টাকা।
তুলসী বলিউড প্রযোজক ভূষণ কুমারের বোন। তাঁর বাবা ছিলেন প্রয়াত গায়ক এবং টি-সিরিজের মালিক গুলশান কুমার দুয়া। ১৯৮৬ সালে ১৫ মার্চ জন্ম নেন তুলসী।  ব্যবসায়ী হিতেশ রালহানকে বিয়ে করেন তিনি। ২০০৯ সালে লাভ হো যায় অ্যালবামের মাধ্যমে সঙ্গীত জগতে তাঁর আত্মপ্রকাশ হয়।
তুলসী বলিউড প্রযোজক ভূষণ কুমারের বোন। তাঁর বাবা ছিলেন প্রয়াত গায়ক এবং টি-সিরিজের মালিক গুলশান কুমার দুয়া। ১৯৮৬ সালে ১৫ মার্চ জন্ম নেন তুলসী। ব্যবসায়ী হিতেশ রালহানকে বিয়ে করেন তিনি। ২০০৯ সালে লাভ হো যায় অ্যালবামের মাধ্যমে সঙ্গীত জগতে তাঁর আত্মপ্রকাশ হয়।
২০১৫ সালে মুক্তি পাওয়া 'মেনু ইশক দা লাগা রোগ' গানটি গেয়ে সাফল্য পান তুলসী। গানটি ১৯৯১ সালে 'দিল হ্যায় কে মানতা নেহি'র বিখ্যাত গানটির রিমেক। তিনি 'সোচ না সাকে', 'সানাম রে', 'নাচাঙ্গে সারি রাত' এবং 'ইশক দি লাত'-এর মতো গান গেয়েছেন।
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘মেনু ইশক দা লাগা রোগ’ গানটি গেয়ে সাফল্য পান তুলসী। গানটি ১৯৯১ সালে ‘দিল হ্যায় কে মানতা নেহি’র বিখ্যাত গানটির রিমেক। তিনি ‘সোচ না সাকে’, ‘সানাম রে’, ‘নাচাঙ্গে সারি রাত’ এবং ‘ইশক দি লাত’-এর মতো গান গেয়েছেন।
তুলসী ২০১৭ সালে সেরা মহিলা প্লেব্যাক গায়ক বিভাগে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (IIFA) জিতেছিলেন। এয়ারলিফ্ট ছবির 'সোচ না সাকে'র জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।
তুলসী ২০১৭ সালে সেরা মহিলা প্লেব্যাক গায়ক বিভাগে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (IIFA) জিতেছিলেন। এয়ারলিফ্ট ছবির ‘সোচ না সাকে’র জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।
রিপোর্ট অনুযায়ী, শ্রেয়া ঘোষালের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৮০ থেকে ১৮৫ কোটি টাকা। সুনিধি চৌহানের ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তি রয়েছে জানা যায়। নেহা কক্করের মোট সম্পদ প্রায় ৪০ কোটি। তুলসী এবং বাকিদের সম্পত্তির তথ্যের সত্যতা নিউজ18 বাংলা যাচাই করেনি।
রিপোর্ট অনুযায়ী, শ্রেয়া ঘোষালের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৮০ থেকে ১৮৫ কোটি টাকা। সুনিধি চৌহানের ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তি রয়েছে জানা যায়। নেহা কক্করের মোট সম্পদ প্রায় ৪০ কোটি। তুলসী এবং বাকিদের সম্পত্তির তথ্যের সত্যতা নিউজ18 বাংলা যাচাই করেনি।