Healthy Lifestyle: বাড়ির পাশেই বেড়ে ওঠে এই লতানে গাছ… অর্শের যন্ত্রণায় দারুণ ওষুধ… হুড়মুড়িয়ে পালাবে সব রোগ

বাড়ির বাগান কিংবা বারান্দার শোভা বর্ধন করার জন্য রাখা হয় লজ্জাবতী গাছ। অথচ শোভা বর্ধনের জন্য আনা এই গাছের অতুলনীয় ওষধি গুণের কথা জানেননা বেশির ভাগ মানুষই। লজ্জাবতী গাছকে আবার লাজবন্তী নামেও ডাকা হয়। সকলেই এই গাছের সঙ্গে পরিচিত।
বাড়ির বাগান কিংবা বারান্দার শোভা বর্ধন করার জন্য রাখা হয় লজ্জাবতী গাছ। অথচ শোভা বর্ধনের জন্য আনা এই গাছের অতুলনীয় ওষধি গুণের কথা জানেননা বেশির ভাগ মানুষই। লজ্জাবতী গাছকে আবার লাজবন্তী নামেও ডাকা হয়। সকলেই এই গাছের সঙ্গে পরিচিত।
কেউ ডায়রিয়ায় আক্রান্ত হলে গুলমোহরের কাণ্ডের ছাল সেবন করলে উপকার পাওয়া যায়। এই সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিকে গুলমোহর গাছের বাকলের গুঁড়ো তৈরি করে প্রতিদিন ২ গ্রাম করে খাওয়াতে হবে।
আর গাছটির এহেন নামকরণের যথেষ্ট কারণ রয়েছে। আসলে এই গাছের পাতায় আঙুল ছোঁয়ালেই তা কুঁকড়ে যায়। দেখে মনে হয় যেন, স্পর্শের কারণে লজ্জায় কুঁকড়ে গিয়েছে পাতাগুলি। সেই কারণেই এই গাছের নাম লজ্জাবতী।
লতানো এই গাছটিকে জাদুকরী উদ্ভিদও বলা হয়। ছোট্ট ছোট্ট বেগুনি রঙা ফুলও ফোটে গাছে। তবে অনেকেই হয়তো জানেন না যে, আয়ুর্বেদশাস্ত্রে লজ্জাবতী গাছের উপকারিতা অপরিসীম।
লতানো এই গাছটিকে জাদুকরী উদ্ভিদও বলা হয়। ছোট্ট ছোট্ট বেগুনি রঙা ফুলও ফোটে গাছে। তবে অনেকেই হয়তো জানেন না যে, আয়ুর্বেদশাস্ত্রে লজ্জাবতী গাছের উপকারিতা অপরিসীম।
চোট লাগা, পেট ব্যথা, পাইলস বা অর্শ ইত্যাদির মতো সমস্যায় দারুণ উপকারী লজ্জাবতী। ছত্তিশগড়ের জাঞ্জগির চম্পার আয়ুষ চিকিৎসক লজ্জাবতী গাছের গুণাগুণ প্রসঙ্গে আলোচনা করছেন। তাঁর থেকেই শুনে নেওয়া যাক এর গুণাগুণ এবং তা ব্যবহারের পদ্ধতিও।
চোট লাগা, পেট ব্যথা, পাইলস বা অর্শ ইত্যাদির মতো সমস্যায় দারুণ উপকারী লজ্জাবতী। ছত্তিশগড়ের জাঞ্জগির চম্পার আয়ুষ চিকিৎসক লজ্জাবতী গাছের গুণাগুণ প্রসঙ্গে আলোচনা করছেন। তাঁর থেকেই শুনে নেওয়া যাক এর গুণাগুণ এবং তা ব্যবহারের পদ্ধতিও।
আয়ুষ চিকিৎসা আধিকারিক ডা. ফণীন্দ্র ভূষণ দেওয়ান জানান, লজ্জাবতী এমন একটি উদ্ভিদ, যা গ্রাম-শহর নির্বিশেষে সমস্ত জায়গাতেই পাওয়া যায়। বাড়িতে অনায়াসে রোপণ করা যায় লজ্জাবতী। আর সব ঋতুতেই এর থেকে উপকার পাওয়া সম্ভব। আসলে পেটের সংক্রমণ এবং ডায়েরিয়া রোগ হলে লজ্জাবতী সেবন করলে দারুণ উপকার মেলে।
আয়ুষ চিকিৎসা আধিকারিক ডা. ফণীন্দ্র ভূষণ দেওয়ান জানান, লজ্জাবতী এমন একটি উদ্ভিদ, যা গ্রাম-শহর নির্বিশেষে সমস্ত জায়গাতেই পাওয়া যায়। বাড়িতে অনায়াসে রোপণ করা যায় লজ্জাবতী। আর সব ঋতুতেই এর থেকে উপকার পাওয়া সম্ভব। আসলে পেটের সংক্রমণ এবং ডায়েরিয়া রোগ হলে লজ্জাবতী সেবন করলে দারুণ উপকার মেলে।
এর পাশাপাশি দেহের কোনও স্থানে চোট বা আঘাত লাগলে সেই অংশটা ফুলে যেতে পারে। উপশমের জন্য লজ্জাবতী গাছের মূলের থেঁতো করে চোটের জায়গায় লাগানো যেতে পারে। শুধু তা-ই নয়, লজ্জাবতীর বীজের গুঁড়ো ক্ষতস্থানে লাগালে ফোলা ভাব কমে যায়।
এর পাশাপাশি দেহের কোনও স্থানে চোট বা আঘাত লাগলে সেই অংশটা ফুলে যেতে পারে। উপশমের জন্য লজ্জাবতী গাছের মূলের থেঁতো করে চোটের জায়গায় লাগানো যেতে পারে। শুধু তা-ই নয়, লজ্জাবতীর বীজের গুঁড়ো ক্ষতস্থানে লাগালে ফোলা ভাব কমে যায়।
এছড়া পাইলস বা অর্শ রোগে কাবু হলে লজ্জাবতী গাছের পাতা পিষে এর রস দুধের সঙ্গে মিশিয়ে পান করলে বিশেষ উপকার মেলে। আবার ডায়াবেটিস থাকলে লজ্জাবতীর মূলের ক্বাথ পান করলে সমস্যা দূর হবে। পেটে পাথরের সমস্যা থাকলে লজ্জাবতী গাছের মূল বেটে সেই রস সকাল-সন্ধ্যা পান করলে পাথর গলে যায় এবং শরীর থেকে নির্গত হয়।
এছড়া পাইলস বা অর্শ রোগে কাবু হলে লজ্জাবতী গাছের পাতা পিষে এর রস দুধের সঙ্গে মিশিয়ে পান করলে বিশেষ উপকার মেলে। আবার ডায়াবেটিস থাকলে লজ্জাবতীর মূলের ক্বাথ পান করলে সমস্যা দূর হবে। পেটে পাথরের সমস্যা থাকলে লজ্জাবতী গাছের মূল বেটে সেই রস সকাল-সন্ধ্যা পান করলে পাথর গলে যায় এবং শরীর থেকে নির্গত হয়।