Bengali Horoscope

Bengali Horoscope: ৭ জুন শুভ কী কী ঘটবে? অশুভ কিছু ঘটবে না তো? দেখে নিন রাশিফল

কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

সারা দিন ভাগ্য সঙ্গ দেবে, ফেলে রাখা কাজ এখনও শেষ না করলে সমস্যা বাড়বে।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

ছোটখাটো সংক্রমণের সম্ভাবনা আছে, বাইরের খাবার খাওয়া উচিত হবে না।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, ফেলে রাখা জটিল কাজে হাত দেওয়ার আদর্শ সময়।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

ক্ষমতা এবং দক্ষতার জন্য সর্বত্র প্রশংসা মিলবে, নিজের শক্তি নতুন করে ফিরে পাওয়া যাবে।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

খোশমেজাজের কারণে অহেতুক খরচে ঝোঁক বাড়বে- ইচ্ছেয় রাশ টানতে হবে।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

গত কয়েকদিনে উপেক্ষা ঘিরে থাকলেও এবার সবার নজর যাবে আপনার দিকে।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

মনে যা আছে, তা সাফ বলে দেওয়াই ভাল- তবে নম্র এবং ভদ্র ভাবে।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

মন এবং মেজাজ দুই শান্ত থাকবে, একটানা কাজ করে যেতে অসুবিধা হবে না।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

ব্যক্তিগত সমস্যা যাতে উন্নতির অন্তরায় না হয়, সেদিকে এখন খেয়াল রাখা দরকার।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

অতীতে কারও সঙ্গে যেমন ব্যবহার করেছিলেন, নিজেকে এবার তার মুখে পড়তে হবে।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

দিন কিছু বিভ্রান্তি দিয়ে শুরু হলেও ঘনিষ্ঠ কারও পরামর্শে সমস্যার সমাধান হবে।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

যা হচ্ছে, তা ভালর জন্যই, পরিস্থিতির ইতিবাচক দিকে তাকালে দিন হালকা যাবে।