সম্প্রতি বনশালি এবং দুর্দান্ত কলাকুশলীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে মুখ খুলেছেন শেখর সুমন। এমনকী কীভাবে অভিনেতা-অভিনেত্রীরা বি-টাউনে নিজেদের জায়গা করে নিয়েছেন, সেটা বলিউড হাঙ্গামার ওই সাক্ষাৎকারে তুলে ধরেছেন শেখর সুমন। তাঁর কথায় উঠে আসে ক্যাটরিনা কাইফের প্রসঙ্গও।

Shekhar Suman On Katrina Kaif: এক লাইন বলতে পারত না, নাচতেও পারত না! ক্যাটরিনার অভিনয় নিয়ে বিস্ফোরক মন্তব্য শেখর সুমনের!

সম্প্রতি সঞ্জয় লীলা বনশালির ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এ দেখা গিয়েছে অভিনেতা শেখর সুমনকে। বর্তমানে সেই সাফল্যই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন তিনি। ‘হিরামান্ডি’-তে নবাব জুলফিকরের ভূমিকায় দেখা গিয়েছে শেখর সুমনকে। তাঁর পাশাপাশি এই সিরিজে অভিনয় করেছেন পুত্র অধ্যয়ন সুমনও।
সম্প্রতি সঞ্জয় লীলা বনশালির ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এ দেখা গিয়েছে অভিনেতা শেখর সুমনকে। বর্তমানে সেই সাফল্যই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন তিনি। ‘হিরামান্ডি’-তে নবাব জুলফিকরের ভূমিকায় দেখা গিয়েছে শেখর সুমনকে। তাঁর পাশাপাশি এই সিরিজে অভিনয় করেছেন পুত্র অধ্যয়ন সুমনও।
সম্প্রতি বনশালি এবং দুর্দান্ত কলাকুশলীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে মুখ খুলেছেন শেখর সুমন। এমনকী কীভাবে অভিনেতা-অভিনেত্রীরা বি-টাউনে নিজেদের জায়গা করে নিয়েছেন, সেটা বলিউড হাঙ্গামার ওই সাক্ষাৎকারে তুলে ধরেছেন শেখর সুমন। তাঁর কথায় উঠে আসে ক্যাটরিনা কাইফের প্রসঙ্গও।
সম্প্রতি বনশালি এবং দুর্দান্ত কলাকুশলীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে মুখ খুলেছেন শেখর সুমন। এমনকী কীভাবে অভিনেতা-অভিনেত্রীরা বি-টাউনে নিজেদের জায়গা করে নিয়েছেন, সেটা বলিউড হাঙ্গামার ওই সাক্ষাৎকারে তুলে ধরেছেন শেখর সুমন। তাঁর কথায় উঠে আসে ক্যাটরিনা কাইফের প্রসঙ্গও।
শেখর সুমনের কথায়, “অন্যদের যাত্রাপথের কথাই ধরুন না। ক্যাটরিনা কাইফকেই দেখুন। যখন প্রথম ‘বুম’-এ ওকে প্রথম দেখেছিলাম, তখন ঠিকমতো দাঁড়াতে, নিজের লাইন বলতে এমনকী নাচটাও করতে পারত না। কিন্তু এখন দেখুন, ও কোথায় পৌঁছে গিয়েছে। ‘রাজনীতি’ আর ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-য় ওর অভিনয় দেখুন! এমনকী ‘ধুম ৩’-তেও। আপনারা কেউই ধরতেই পারবেন না যে, ও একই মানুষ। সেরা মানুষদের সঙ্গে এটাই হয়।”
শেখর সুমনের কথায়, “অন্যদের যাত্রাপথের কথাই ধরুন না। ক্যাটরিনা কাইফকেই দেখুন। যখন প্রথম ‘বুম’-এ ওকে প্রথম দেখেছিলাম, তখন ঠিকমতো দাঁড়াতে, নিজের লাইন বলতে এমনকী নাচটাও করতে পারত না। কিন্তু এখন দেখুন, ও কোথায় পৌঁছে গিয়েছে। ‘রাজনীতি’ আর ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-য় ওর অভিনয় দেখুন! এমনকী ‘ধুম ৩’-তেও। আপনারা কেউই ধরতেই পারবেন না যে, ও একই মানুষ। সেরা মানুষদের সঙ্গে এটাই হয়।”
প্রসঙ্গত কাইজাদ গুস্তাদ ‘বুম’ পরিচালনা করেছিলেন। ২০০৩ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ এবং গুলশন গ্রোভারকে। শেখর সুমন শুধু ক্যাটরিনা কাইফের প্রসঙ্গেই কথা বলেননি। এর পাশাপাশি দীপিকা পাড়ুকোন এবং অনন্যা পাণ্ডের প্রশংসাও শোনা যায় তাঁর গলায়।
প্রসঙ্গত কাইজাদ গুস্তাদ ‘বুম’ পরিচালনা করেছিলেন। ২০০৩ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ এবং গুলশন গ্রোভারকে। শেখর সুমন শুধু ক্যাটরিনা কাইফের প্রসঙ্গেই কথা বলেননি। এর পাশাপাশি দীপিকা পাড়ুকোন এবং অনন্যা পাণ্ডের প্রশংসাও শোনা যায় তাঁর গলায়।
শেখরের কথায়, “এমনকী দীপিকা পাড়ুকোনও কত দক্ষ অভিনেত্রী হয়ে উঠেছেন। অনন্যা পাণ্ডেকেও তো প্রচুর ট্রোলিং সহ্য করতে হয়েছিল। তারপর এল ওর ‘খো গ্যয়ে হাম কাহাঁ’। তাই আপনি যা শুনছেন, তা বিশ্বাস করার প্রয়োজন নেই।”
শেখরের কথায়, “এমনকী দীপিকা পাড়ুকোনও কত দক্ষ অভিনেত্রী হয়ে উঠেছেন। অনন্যা পাণ্ডেকেও তো প্রচুর ট্রোলিং সহ্য করতে হয়েছিল। তারপর এল ওর ‘খো গ্যয়ে হাম কাহাঁ’। তাই আপনি যা শুনছেন, তা বিশ্বাস করার প্রয়োজন নেই।”
এর আগে সাক্ষাৎকারে দেওয়া আলাপচারিতায় শেখর সুমন জানিয়েছিলেন যে, সিনে দুনিয়ার কিংবদন্তি দিলীপ কুমার এবং আমির খানের কাছ থেকেই তিনি অনুপ্রেরণা পান।
এর আগে সাক্ষাৎকারে দেওয়া আলাপচারিতায় শেখর সুমন জানিয়েছিলেন যে, সিনে দুনিয়ার কিংবদন্তি দিলীপ কুমার এবং আমির খানের কাছ থেকেই তিনি অনুপ্রেরণা পান।
তিনি বলেন, “আমি মূলত একজন থিয়েটার অভিনেতা। এটা কোনও কামব্যাক নয়। আপনাকে শুধু সঠিক চরিত্রের জন্য অপেক্ষা করতে হবে। এর জন্য বিরতি নিতে হলে হবে। কারণ চরিত্রটি দারুণ হতে হবে। নিজেকে প্রদর্শন করার জন্যই শুধু আমি কাজ করি না।’’
তিনি বলেন, “আমি মূলত একজন থিয়েটার অভিনেতা। এটা কোনও কামব্যাক নয়। আপনাকে শুধু সঠিক চরিত্রের জন্য অপেক্ষা করতে হবে। এর জন্য বিরতি নিতে হলে হবে। কারণ চরিত্রটি দারুণ হতে হবে। নিজেকে প্রদর্শন করার জন্যই শুধু আমি কাজ করি না।’’
‘‘আমি দিলীপ কুমার সাহেবের থেকে অনুপ্রেরণা পাই। তিনি ২-৩ বছরে ১টি ছবি করতেন। আমির খান… তাঁরা এমন ভাবে নিজেদের রাখেন, যাতে দর্শকদের মধ্যে তাঁদের দেখার জন্য যেন একটা তৃষ্ণা তৈরি হয়।”
‘‘আমি দিলীপ কুমার সাহেবের থেকে অনুপ্রেরণা পাই। তিনি ২-৩ বছরে ১টি ছবি করতেন। আমির খান… তাঁরা এমন ভাবে নিজেদের রাখেন, যাতে দর্শকদের মধ্যে তাঁদের দেখার জন্য যেন একটা তৃষ্ণা তৈরি হয়।”