দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তরবঙ্গে অবস্থান করায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়ছে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা।‌‌

IMD Heatwave Alert: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, দক্ষিণে শুধুই জ্বলন, হিটওয়েভ অ্যালার্ট কোথায় কোথায়, কলকাতায় বৃষ্টির সম্ভবনা কোথায়

: উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত হিট ওয়েভের দাপট। পশ্চিমের গরম হাওয়া ঢুকছে বাংলায়। উইক এন্ডে গরম আর অস্বস্তি চরমে উঠবে। বাঁকুড়া পুরুলিয়া সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪৩ থেকে ৪৪ ডিগ্রি ছুঁতে পারে। ইতিমধ্যেই আইএমডির কলকাতা শাখার ওয়েদার আপডেটে এই জেলাগুলিতে তাপপ্রবাহের ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে৷
: উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত হিট ওয়েভের দাপট। পশ্চিমের গরম হাওয়া ঢুকছে বাংলায়। উইক এন্ডে গরম আর অস্বস্তি চরমে উঠবে। বাঁকুড়া পুরুলিয়া সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪৩ থেকে ৪৪ ডিগ্রি ছুঁতে পারে। ইতিমধ্যেই আইএমডির কলকাতা শাখার ওয়েদার আপডেটে এই জেলাগুলিতে তাপপ্রবাহের ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে৷
কলকাতায় ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমের সঙ্গে জলীয় বাষ্পের অস্বস্তি ভোগাবে।
কলকাতায় ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমের সঙ্গে জলীয় বাষ্পের অস্বস্তি ভোগাবে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস। তাপমাত্রা বাড়তেই দক্ষিণে অস্বস্তি চরমে। পশ্চিমের জেলায় গরম ও অস্বস্তি আরও চরমে উঠবে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস। তাপমাত্রা বাড়তেই দক্ষিণে অস্বস্তি চরমে। পশ্চিমের জেলায় গরম ও অস্বস্তি আরও চরমে উঠবে।
দু'দিনে আরও ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। উইক এন্ডের আগে অস্বস্তি আরও বাড়বে দক্ষিণবঙ্গে।
দু’দিনে আরও ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। উইক এন্ডের আগে অস্বস্তি আরও বাড়বে দক্ষিণবঙ্গে।
কলকাতাআংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা বাড়বে। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি। বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে। উইক এন্ডে অস্বস্তি চরমে উঠবে।
কলকাতা
আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা বাড়বে। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি। বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে। উইক এন্ডে অস্বস্তি চরমে উঠবে।

রাতে স্থানীয়ভাবে ইতঃস্তত-বিক্ষিপ্তভাবে বর্জ্রগর্ভ মেঘ থেকে বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা।

শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।
শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে এক মিলিমিটার।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে এক মিলিমিটার।