Ind vs Pak:  আরও খানিকটা চাঙ্গা হয়ে গেল টিম ইন্ডিয়া অন্যদিকে প্রবল চাপে পাকিস্তান৷ রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ৷ আর তার আগে একেবারে লজ্জার হার পাকিস্তানের৷ সদ্য ক্রিকেট দুনিয়ায় আসা আমেরিকার কাছে হারতে হল বাবর আজমের দলকে৷ Photo- File

Ind vs Pak: ভারত বনাম পাকিস্তানে ম্যাচের আগে মেগা চাপে পাক শিবির, আদৌ সুপার এইটে যেতে পারবে তো বাবর আজমরা

Ind vs Pak:  আরও খানিকটা চাঙ্গা হয়ে গেল টিম ইন্ডিয়া অন্যদিকে প্রবল চাপে পাকিস্তান৷ রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ৷ আর তার আগে একেবারে লজ্জার হার পাকিস্তানের৷ সদ্য ক্রিকেট দুনিয়ায় আসা আমেরিকার কাছে হারতে হল বাবর আজমের দলকে৷ Photo- File
Ind vs Pak:  আরও খানিকটা চাঙ্গা হয়ে গেল টিম ইন্ডিয়া অন্যদিকে প্রবল চাপে পাকিস্তান৷ রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ৷ আর তার আগে একেবারে লজ্জার হার পাকিস্তানের৷ সদ্য ক্রিকেট দুনিয়ায় আসা আমেরিকার কাছে হারতে হল বাবর আজমের দলকে৷ Photo- File
টেক্সাসে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে আমেরিকার কাছে সুপার ওভারে হারল পাকিস্তান৷ প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৫৯ রানের টার্গেট দেয়৷ ২০ ওভারে এই রান করে ফেলে আমেরিকাও৷ পাকিস্তান ৭ উইকেটে যে রান করেছিল আয়োজক দেশ মাত্র ৩ উইকেট খুইয়েই এই রান করে ফেলে৷ Photo- AP
টেক্সাসে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে আমেরিকার কাছে সুপার ওভারে হারল পাকিস্তান৷ প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৫৯ রানের টার্গেট দেয়৷ ২০ ওভারে এই রান করে ফেলে আমেরিকাও৷ পাকিস্তান ৭ উইকেটে যে রান করেছিল আয়োজক দেশ মাত্র ৩ উইকেট খুইয়েই এই রান করে ফেলে৷ Photo- AP
খেলার সুপারওভারে ৬ বলে ১৯ রান করে আমেরিকা, তাদের ধামাকা ব্যাটার অ্যালেক্স জোনাসের সুবাদে তারা এই রান করে৷ এদিকে সেই রান তাড়া করতে নেমে মাত্র ১৩ রানই তুলতে পারে পাকিস্তান৷ Photo- AP
খেলার সুপারওভারে ৬ বলে ১৯ রান করে আমেরিকা, তাদের ধামাকা ব্যাটার অ্যালেক্স জোনাসের সুবাদে তারা এই রান করে৷ এদিকে সেই রান তাড়া করতে নেমে মাত্র ১৩ রানই তুলতে পারে পাকিস্তান৷ Photo- AP
এদিনের জয়ের ফলে আমেরিকা গ্রুপে ২ ম্যাচের ২ টি তেই জিতে ৪ পয়েন্ট নিয়ে একেবারে শীর্ষে রয়েছে৷ আর এই গ্রুপেই ২ নম্বরে রয়েছে ভারত৷ তারা আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছে৷ Photo- File
এদিনের জয়ের ফলে আমেরিকা গ্রুপে ২ ম্যাচের ২ টি তেই জিতে ৪ পয়েন্ট নিয়ে একেবারে শীর্ষে রয়েছে৷ আর এই গ্রুপেই ২ নম্বরে রয়েছে ভারত৷ তারা আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছে৷ Photo- File
এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে হার দিয়ে অভিযান শুরুটা মোটেই ভাল হল  না পাকিস্তানের জন্য৷ কারণ একদিকে মেগা ভোল্টেজ ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে হার তাদের মানসিকভাবে খানিকটা চাপে রাখবে৷ Photo- AP
এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে হার দিয়ে অভিযান শুরুটা মোটেই ভাল হল  না পাকিস্তানের জন্য৷ কারণ একদিকে মেগা ভোল্টেজ ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে হার তাদের মানসিকভাবে খানিকটা চাপে রাখবে৷ Photo- AP
এদিকে Ind vs Pak টি টোয়েন্টি ফর্ম্যাটের ক্রিকেটে ১২ বার একে অপরের মুখোমুখি হয়েছে যার মধ্যে ভারত জিতেছে ৮ টি ম্যাচে৷ ফলে পরিসংখ্যানের দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে৷ Photo- File
এদিকে Ind vs Pak টি টোয়েন্টি ফর্ম্যাটের ক্রিকেটে ১২ বার একে অপরের মুখোমুখি হয়েছে যার মধ্যে ভারত জিতেছে ৮ টি ম্যাচে৷ ফলে পরিসংখ্যানের দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে৷ Photo- File
এদিকে এদিন পাকিস্তানের হারের ফলে গ্রুপ এ পুরোটা খোলা রইল৷ সুপার এইট পর্বে চারটি গ্রুপের ২ টি করে শীর্ষে থাকা দল যাবে৷ সেক্ষেত্রে গ্রুপ এ থেকে ধারেভারে ভারত -পাকিস্তান যেতে পারে এরকম ভাবলে ভুল করবে পাকিস্তান সমর্থকরা৷ Photo- File
এদিকে এদিন পাকিস্তানের হারের ফলে গ্রুপ এ পুরোটা খোলা রইল৷ সুপার এইট পর্বে চারটি গ্রুপের ২ টি করে শীর্ষে থাকা দল যাবে৷ সেক্ষেত্রে গ্রুপ এ থেকে ধারেভারে ভারত -পাকিস্তান যেতে পারে এরকম ভাবলে ভুল করবে পাকিস্তান সমর্থকরা৷ Photo- File
কারণ ইতিমধেই তারা আমেরিকার বিরুদ্ধে হেরে গিয়ে চাপে৷ এই অবস্থায় যদি ভারত বনাম পাকিস্তান ম্যাচেও তারা হেরে যায় তাহলে সত্যিই আরও খারাপ জায়গায় চলে যাবে, ভারতের চির প্রতিদ্বন্দ্বী দেশ৷ Photo- File
কারণ ইতিমধেই তারা আমেরিকার বিরুদ্ধে হেরে গিয়ে চাপে৷ এই অবস্থায় যদি ভারত বনাম পাকিস্তান ম্যাচেও তারা হেরে যায় তাহলে সত্যিই আরও খারাপ জায়গায় চলে যাবে, ভারতের চির প্রতিদ্বন্দ্বী দেশ৷ Photo- File