T20 Worldcup: ক্রিকেট বিশ্বকাপে বাজার কাঁপাচ্ছে ‘এই জিনিস!’ দাম কত জানেন?

চলছে টি ২০ বিশ্বকাপ! আর এতেই মজে ক্রিকেটপ্রেমীরা। একটি ছক্কা হলেই জার্সি খুলে ঘোরানো,৬ নাকি ৪ নাকি বোল্ড আউট! সব মিলে এখন ক্রিকেট জ্বরে কাবু বিশ্ববাসী। তাতে সামিল জলপাইগুড়ি জেলাও। বাজারে গেলেই চোখে পড়ছে ইন্ডিয়ার জার্সিতে ছেয়ে গিয়েছে। দেদার বিকোচ্ছে সেই জার্সি। সাধারণত ফুটবল বিশ্বকাপ শুরু হলেই জার্সি নিয়ে প্রতিযোগিতা নজরে আসত এতদিন।কিন্তু, এবার যেন এ এক অন্য চিত্র শহর জলপাইগুড়িতে। উপরন্তু,গতকালের পাক-ভারত মহারণে ভারত জেতায় যেন আরও বেড়ে গিয়েছে জার্সি কেনার উদ্দীপনা। আইসিসি ওয়ার্ল্ড কাপে ভারতবাসীর মন ভেঙ্গে গেলেও টি ২০ বিশ্বকাপে ভারতের জয় নিয়ে আশাবাদী প্রত্যেকে। এবার জলপাইগুড়ির বাজারে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইন্ডিয়ার জার্সিতে দেখা গেল প্রতিটি জার্সির বুকে রয়েছে ইন্ডিয়া লেখা সহ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো, কাপড়ের মানও বেশ উন্নত।দাম খানিক বেশি হলেও জার্সি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন না ক্রিকেটপ্রেমীরা। জলপাইগুড়ির বাজারে এখন প্রতি জার্সির দাম যাচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা করে। টাকার কথা না ভেবেই সকাল থেকে হিড়িক জার্সি কিনতে ক্রিকেট প্রেমীদের। অন্যদিকে, বর্তমানে নতুন প্রজন্মের খেলাধুলায় তেমন আগ্রহ না থাকায় ক্রীড়া সামগ্রীর দোকানে ভাটা পড়েছে। তবে, টি ২০ ক্রিকেট বিশ্বকাপে সেই ভাটায় কিছুটা চোরাস্রোত দেখা যাচ্ছে জার্সি বিক্রি হওয়ায়। এতে খুশি বিক্রেতারাও।