Park Street Fire: পার্কস্ট্রিটে ভয়াবহ আগুন, মঙ্গলবার সকালে কালো ধোঁয়ায় ঢাকল শহরের প্রাণকেন্দ্র

কলকাতা: পার্ক স্ট্রিটের বহুতলে বিধ্বংসী আগুন মঙ্গলবার সকালে৷ সকাল সাড়ে দশটা নাগাদ ২৪ নম্বর পার্ক স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে৷ তাতেই হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ সেই বিশাল আগুনের ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা৷ কালো ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্রুত৷ ঘটনাস্থলে প্রাথমিক ভাবে ছ’টি দমকলের ইঞ্জিন পৌঁছে যায়৷ আসতে থাকে আরও ইঞ্জিন৷ উল্লেখ্য, অ্যালান পার্কের পাশের একটি ক্যাফের উপরের তলায় আগুন লাগে বলে খবর৷

প্রাথমিক ভাবে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়৷ সেখানে, সেই ক্যাফেতে ছিল দাহ্যবস্তু ভর্তি৷ তাই আগুন ছড়িয়ে পড়া আটকাতে একের পর এক গ্যাস সিলিন্ডার বার করে নিয়ে আসতে শুরু করেন দমকলকর্মীরা৷ আর ভিতরে কেউ আটকে আছেন কী না, তাও এখনও স্পষ্ট নয়৷ আপাতত পার্শ্ববর্তী এলাকায় যাতে আগুন ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা৷ পাশাপাশি, আগুন নিয়ন্ত্রণের সময় কোনও দুর্ঘটনা না ঘটে, সেই কারণেই এলাকা থেকে ভিড় সরাচ্ছেন পুলিশকর্মীরা৷

ঘটনাস্থলে প্রতক্ষ্যদর্শী বলছেন, এখনও স্পষ্ট নয়, কেন এই ঘটনা ঘটল৷ আগুনের শিখা দেখে কার্যত কান্নায় ভেঙে পড়েছেন ওই বাড়ির ভিতরে থাকা ব্যবসায়ীক প্রতিষ্ঠানের মালিকরা৷ তাঁরা বলছেন, এখনও স্পষ্ট হচ্ছে না, কেন আগুন লেগেছে৷ এখনও আগুনের উৎসস্থল সম্পর্কে স্পষ্ট কোনও ইঙ্গিত দিতে পারেনি দমকল৷