অভিষেকের মতোই রাজ ভবনের সামনে ধরনায় বসতে চান শুভেন্দু৷

Suvendu Adhikari: একই জায়গা, অভিষেকের বদলে এবার ধরনায় বসতে চান শুভেন্দু! অনুমতি দেবে পুলিশ?

কলকাতা : গত বছরের শেষ দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ধরনায় বসেছিলেন, রাজ ভবনের সামনে ঠিক সেখানেই ধরনা বসতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ইতিমধ্যেই ধরনায় বসার অনুমতি চেয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গয়ালকে চিঠিও দিয়েছেন বিরোধী দলনেতা৷

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে এবং রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে গত বছর ডিসেম্বর মাসে রাজ ভবনের সামনে টানা ধরনায় বসেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এবার শাসক দলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে ওই একই জায়গায় ধরনায় বসতে চান শুভেন্দু অধিকারী৷ আগামী ১৯ জুন থেকে ধরনায় বসতে চান বলে নগরপালকে লেখা চিঠিতে জানিয়েছেন বিরোধী দলনেতা৷ তবে বিরোধী দলনেতাকে সেই অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কলকাতা পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি৷

আরও পড়ুন: রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের! দারুণ চমক শাসক দলের, কারা হলেন প্রার্থী?

প্রসঙ্গত, গতকালই ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা৷ কিন্তু ওই চত্বরে ১৪৪ ধারা জারি রয়েছে, এই যুক্তি দেখিয়ে শুভেন্দু এবং বিজেপি কর্মীদের আটকে দেয় পুলিশ৷ নগরপালকে লেখা চিঠিতে শুভেন্দু তাই আগাম জানিয়ে রেখেছেন, তৃণমূলকে যেহেতু ওই জায়গাতেই ধরনার অনুমতি দিয়েছিল পুলিশ, তাই বিজেপির ক্ষেত্রে যেন ১৪৪ ধারার যুক্তি দেখানো না হয়৷

লোকসভা ভোটে রাজ্যে খারাপ ফলের পর যথেষ্টই চাপে রয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব৷ ২০১৯-এর তুলনায় আসন সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমে যাওয়ার জন্য বিজেপি রাজ্য নেতৃত্বের অন্দরেই শুরু হয়েছে দায় ঠেলাঠেলি৷ একই সঙ্গে বিজেপি নেতারা অভিযোগ করছেন, বিধানসভা, পঞ্চায়েত নির্বাচনের মতোই এবারও ভোটের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে আক্রান্ত হচ্ছেন তাঁদের দলের কর্মী, সমর্থকরা৷ এমন কি, পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷

রাজনৈতিক মহলের ধারণা, ভোটের ফলে বিপর্যয়ের পর দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখাই রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ৷ কারণ ভোটের ফলের পর এমনিতেই হতাশ দলের নিচুতলার নেতা,কর্মীরা৷ তার উপর রাজ্য স্তরের নেতারাও পাশে নেই, এই ধারণা তৈরি হলে দলের সংগঠন আরও দুর্বল হয়ে পড়া অবশ্যম্ভাবী৷ নগরপালকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আক্রান্ত দলীয় কর্মীদের নিয়েই ধরনায় বসতে চান তিনি৷