ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন

Bengali Horoscope for 18 th June: ১৮ জুন কোন রাশির কপালে কী আছে? রাশি মিলিয়ে জানুন শুভ অশুভ ফলাফল

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
সুসংবাদ আসতে চলেছে, বিশেষ করে বাসস্থান বিষয়ে, তা বদলেরও ইঙ্গিত রয়েছে।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে- মাথা ঠান্ডা রাখা খুবই দরকার।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।
অন্যকে ভালবাসা দিলে প্রতিদানে তা-ই মিলবে, কারও কথায় ওঠ-বস করার দরকার নেই।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
নিজের সামর্থ্য বোঝা যাবে, জীবনও ইতিবাচক দিকে মোড় নিতে চলেছে, নতুন কেউ জীবনে আসবেন।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
জীবনের বাস্তব সমস্যার প্রতি তাকাতে হবে, আশাবাদী স্বভাব সব বাধা দূর করবে।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
অপ্রত্যাশিত অর্থ যোগ রয়েছে, তবে হাতে আসা টাকা উড়িয়ে দিলে পস্তাতে হবে!

আরও পড়ুন : AC Room-এ যোগব্যায়াম করলে ঝাঁঝরা শরীর? দিনের কখন ব্যায়াম করা সেরা? সুস্থ থাকতে জানুন এখনই

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
কিছু বাধা অতিক্রম করা কঠিন মনে হলেও আদতে সহজেই সমস্যার সমাধান হবে।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
অপ্রত্যাশিত, নতুন কোনও কিছুর জন্য নিজেকে তৈরি রাখলে ভবিষ্যতে সুবিধা হবে।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
মনের মতো সঙ্গী/সঙ্গিনী মিলতে পারে, সেই সঙ্গে অপ্রত্যাশিত কোনও উপহারও।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
চল্লিশের কাছাকাছি কোনও নারীর সাহায্য কাজে আসবে, অন্যের কথা মন দিয়ে শোনা দরকার।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
প্রাথমিক ভাবে দুরূহ মনে হলেও জীবনের জঞ্জাল এবার ছেঁটে ফেলার সময় এসেছে।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
সব দিকে ভারসাম্য বজায় রাখা যাবে, প্রতিভা প্রদর্শনের সেরা সময় এটাই।