Indian railways

Indian Railways: পুজোর শেষেও রেলের টিকেটের চাহিদা তুঙ্গে, তাড়াতাড়ি কাটুন ঘুরতে যাওয়ার টিকিট

কলকাতাঃ একাদশী, মা নিরঞ্জন হয়েছে, ভ্রমণপিপাসু বাঙালি আর ঘরে থাকতে চাইছে না বেরোতে হবে, না ঠিক ই ধরেছেন আপনাদের একাদশীতে  যাত্রা করার রিজার্ভেশন শুরু হয়ে গেছে । পূর্ব থেকে পশ্চিম যেমন নিউ জলপাইগুড়ি, পুরী, সিকিম, বিকানের বা জয়পুর এবং উত্তর থেকে দক্ষিণ যেমন শিমলা, নিউ দিল্লী বা হায়দ্রাবাদই হোক না কেন প্রচুর ওয়েটিং লিস্ট ।  ট্রেনগুলিতে টিকিটের চাহিদা শীর্ষে পৌঁছেছে এবং কিছু কিছু ট্রেনে ওয়েটিং লিস্ট হয়ে গেছে।

আরও পড়ুনঃ চলতি অর্থবর্ষের বাজেট পেশ করা হতে পারে জুলাইয়ের শেষে, জুনে বাজেট নিয়ে বিশেষ বৈঠক

কিছু ট্রেনের বর্তমান সিট সংখ্যার অবস্থান যাত্রীদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। যাতে তাঁদের রিজার্ভেশনে কোন অসুবিধা না হয়। দিন ট্রেন নম্বর ক্লাস ওয়েটিং লিস্ট/অ্যাভেলেবেল 14.10.202412311 নেতাজি এক্সপ্রেস  (হাওড়া-কালকা3A,2A,WL/94,WL11 12259 দুরন্ত এক্সপ্রেস (শিয়ালদাহ –বিকানের)3A,2AAVL152, RAC0313.10.202412381 পূরভা এক্সপ্রেস (হাওড়া -নিউ দিল্লি) 3A,2AWL/57,WL2114.10.202413147 উত্তরবঙ্গ এক্সপ্রেস(হাওড়া নিউ জলপাইগুড়ি )3A,2AWL/42,WL2014.10.202422301 বন্দে ভারত এক্সপ্রেস (হাওড়া নিউ জলপাইগুড়ি )CC, ECAVL262, AVL0114.10.202412301 রাজধানী এক্সপ্রেস (হাওড়া -নিউ দিল্লি) 3A, 2ARAC15, RAC1514.10.202412343 দার্জিলিং মেল (শিয়ালদহ- নিউ জলপাইগুড়ি ) 3A, 2AWL/112,WL4114.10.202412377 পদাতিক এক্সপ্রেস (শিয়ালদাহ- নিউ  জলপাইগুড়ি )3A, 2AWL/50,WL1114.10.202412837 হাওড়া-পুরী এক্সপ্রেস3A, 2A,SLWL/70,WL12, WL136,14.10.202422307 হাওড়া –বিকানের (জয়পুর) এক্সপ্রেস3A,2AWL/03, AVL0113.10.202412307 হাওড়া-জয়পুর এক্সপ্রেস3A,2AAVL274,RAC0114.10.202422895 বন্দে ভারত এক্সপ্রেস (হাওড়া-পুরী)CC, ECAVL325,AVL37 ট্রেন গুলিতেও এখনো কিছু কিছু সিট এভেলেবেল আছে বিভিন্ন ক্লাসে। যারা একাদশীর বেড়াতে যাবার টিকেট কাটেননি, তারা দ্বাদশী তে যেতেই পারেন।

পুজোর অন্তে, আপনাদের কোনও জায়গায় বেরোনোর প্রোগ্রামে যদি থেকে থাকে ,তাহলে এখন থেকেই চিন্তা ভাবনা করুন, যাতে কাল সকাল এ আপনার টিকিট তা কেটে নিতে পারেন। রেলের সমস্ত রিজার্ভেশন কাউন্টারই খোলা থাকছে টিকেট বুকিং সুবিধার এর জন্য।  পূর্ব রেল যাত্রীদের জন্য ঝামেলামুক্ত, আরামদায়ক এবং আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পূর্ব রেল যাত্রীদের তাঁদের যাত্রার আগে থেকে পরিকল্পনা করতে এবং তাঁদের সুবিধার জন্য করা বিশেষ ব্যবস্থাগুলি ব্যবহার করার জন্য অনুরোধ করছে। যাত্রীরা  রেলওয়ের রিজার্ভেশন কাউন্টার, অফিসিয়াল ওয়েবসাইট, IRCTC পোর্টাল এবং অনুমোদিত ট্রাভেল এজেন্ট-সহ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তাঁদের টিকিট বুক করতে পারবে।