Life Of Silk Smitha: প্রথম জীবনে পরিচারিকা, পরে নামী সুপারস্টার… শরীরী হিল্লোলে কাবু বহু পুরুষ হৃদয়… বন্ধ ঘরে উদ্ধার হয় নায়িকার মৃতদেহ

ডার্টি পিকচারে সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন বিদ্যা বালান। কে ছিলেন সিল্ক  স্মিতা?
ডার্টি পিকচারে সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন বিদ্যা বালান। কে ছিলেন সিল্ক স্মিতা?
সিল্ক স্মিতার জন্ম হয়েছিল ১৯৬০ সালের ডিসেম্বর মাসে অন্ধ্রপ্রদেশের কোবলি গ্রামে৷ পরিবার হত দরিদ্র ছিল৷ তাঁকে কোনওক্রমে ক্লাস ফোর অবধি পড়ানো হয়েছিল৷ ১৪ বছর হতে হতেই তাঁকে বিয়ে দিয়ে দেয় তাঁর পরিবার৷ কিন্ত তাঁর স্বামীও তাঁর সঙ্গে প্রতারণা করেন৷ তার ফলে স্বামীর ঘর ছেড়ে নিজের দূর সম্পর্কের মাসির বাড়িতে চলে যান৷
সিল্ক স্মিতার জন্ম হয়েছিল ১৯৬০ সালের ডিসেম্বর মাসে অন্ধ্রপ্রদেশের কোবলি গ্রামে৷ পরিবার হত দরিদ্র ছিল৷ তাঁকে কোনওক্রমে ক্লাস ফোর অবধি পড়ানো হয়েছিল৷ ১৪ বছর হতে হতেই তাঁকে বিয়ে দিয়ে দেয় তাঁর পরিবার৷ কিন্ত তাঁর স্বামীও তাঁর সঙ্গে প্রতারণা করেন৷ তার ফলে স্বামীর ঘর ছেড়ে নিজের দূর সম্পর্কের মাসির বাড়িতে চলে যান৷
শুরু করেছিলেন পরিচারিকার কাজ দিয়ে। টাচআপ অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন৷ তারপর তিনি ছোটখাটো রোল পেতে শুরু করেন৷
শুরু করেছিলেন পরিচারিকার কাজ দিয়ে। টাচআপ অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন৷ তারপর তিনি ছোটখাটো রোল পেতে শুরু করেন৷
সিল্ক স্মিতা ২ দশকের কেরিয়ারে ৪৫ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। ২৩ সেপ্টেম্বর, ১৯৯৬, সিল্ককে নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর কাছ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছিল। তাঁর মৃত্যু  আজও রহস্যই রয়ে গেছে।
সিল্ক স্মিতা ২ দশকের কেরিয়ারে ৪৫ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। ২৩ সেপ্টেম্বর, ১৯৯৬, সিল্ককে নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর কাছ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছিল। তাঁর মৃত্যু আজও রহস্যই রয়ে গেছে।
সিল্ক স্মিতা ১৯৮৪ সালে ফিল্মফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, "আমি সাবিত্রী, সুজাতা এবং সরিতার মতো চরিত্রের অভিনেত্রী হতে চাই। আমি আমার দ্বিতীয় ছবি 'বন্দীচক্করম'-এ সিল্ক স্মিতা নামের একটি চরিত্রে অভিনয় করেছি এবং তার পর থেকেই একই রকমের চরিত্রেই  অভিনয় করে চলেছি।’’
সিল্ক স্মিতা ১৯৮৪ সালে ফিল্মফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি সাবিত্রী, সুজাতা এবং সরিতার মতো চরিত্রের অভিনেত্রী হতে চাই। আমি আমার দ্বিতীয় ছবি ‘বন্দীচক্করম’-এ সিল্ক স্মিতা নামের একটি চরিত্রে অভিনয় করেছি এবং তার পর থেকেই একই রকমের চরিত্রেই  অভিনয় করে চলেছি।’’
৭০-এর দশকের শেষের দিক থেকে ৯০-এর দশকের শুরু পর্যন্ত সিল্ক হয়ে উঠেছিলেন দর্শকদের হার্টথ্রব।স্মিতার একটি মাত্র আইটেম ডান্স যে কোনও ছবিকে বিশাল সাফল্য এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সিলভার স্ক্রিনে তাঁর গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের কাছে অসম্ভব আকর্ষণীয় হয়ে উঠছিল।যদিও নিজের এই ‘হট’ ইমেজ থেকে বেরোতে চাইতেন সিল্ক নিজে।
৭০-এর দশকের শেষের দিক থেকে ৯০-এর দশকের শুরু পর্যন্ত সিল্ক হয়ে উঠেছিলেন দর্শকদের হার্টথ্রব।স্মিতার একটি মাত্র আইটেম ডান্স যে কোনও ছবিকে বিশাল সাফল্য এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সিলভার স্ক্রিনে তাঁর গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের কাছে অসম্ভব আকর্ষণীয় হয়ে উঠছিল।যদিও নিজের এই ‘হট’ ইমেজ থেকে বেরোতে চাইতেন সিল্ক নিজে।