Parliament Session: প্রোটেম স্পিকারের নিয়োগ নিয়ে কী অবস্থান তৃণমূলের? অধিবেশনের প্রথম দিন ঘিরে চলছে জোরাল প্রস্তুতি

নয়াদিল্লি: সংসদ অধিবেশনের প্রথম দিন থেকেই বিজেপিকে কড়া আক্রমণের পথে হাঁটতে চলছে তৃণমূল৷ শেয়ার কেলেঙ্কারি থেকে শুরু করে এক্সিট পোল, সব কিছু নিয়েই সংসদে সরব হওয়ার পরিকল্পনা করছে ঘাসফুল শিবির।

তৃণমূল সূত্রের খবর, প্রথম দিনে সংসদের দুই কক্ষেই এই বিষয়ে নিজেদের দাবি রাখবে তৃণমূল। সংসদের দুই কক্ষেই মুলতবি প্রস্তাব আনার বিষয় চিন্তা ভাবনা।

অন্যদিকে, প্রোটেম স্পিকারের নিয়োগ নিয়েও বিজেপি-বিরোধীদের মধ্যে বিরোধ অব্যাহত৷ লোকসভা ভোটের পরে নতুন সাংসদদের শপথগ্রহণের জন্য লোকসভার প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়। তারপরে লোকসভার স্পিকারের জন্য নির্বাচন হয়।

আরও পড়ুন: জাপটে ধরে চুমু! যৌন হেনস্থায় অভিযুক্ত এইচ ডি দেবগৌড়ার আরেক নাতিও, কর্ণাটকে গ্রেফতার জেডি(এস) নেতা

প্রথা অনুযায়ী, সবচেয়ে বেশি বারের সাংসদকেই প্রোটেম স্পিকার হিসাবে নিয়োগ করা হয়। সেই হিসেবে আট বারের কংগ্রেস সাংসদ কে সুরেশকেই প্রোটেম স্পিকার নিয়োগ করার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে সাত বারের সাংসদ ভর্তৃহরিকে প্রোটেম স্পিকার নিয়োগ করেন রাষ্ট্রপতি। তিনি ভোটের আগে বিজু জনতা দল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এর পরেই বিষয়টি নিয়ে বিরোধিতায় নামে কংগ্রেস৷

আরও পড়ুন: যাত্রী সুবিধার কথা মাথায় রেখে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই এবার তিন জোড়া স্পেশাল ট্রেন! বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের

এদিন তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রোটেম স্পিকারের সহায়ক হবেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁকে সমর্থন জানাচ্ছেন কে সুরেশ ও টি আর বালু। অর্থাৎ, প্রোটেম স্পিকারের নিয়োগের ক্ষেত্রে বিজেপির বিরোধিতায় কংগ্রেসের পাশেই থাকছে ঘাসফুল৷