West Bengal Weather Update: বদলে গেল আবহাওয়া… দুপুরেই রাতের আঁধার! বাংলা জুড়ে মুষলধারে বৃষ্টি, হাওয়ার দাপট, মেঘের গর্জন… বর্ষা শুরু?

পূর্বাভাস ছিলই। আর সেই মতোই বৃষ্টি নামল কলকাতায়। তবে এত ভারী বৃষ্টি বোধ হয় আশা করেনি বাঙালী।
পূর্বাভাস ছিলই। আর সেই মতোই বৃষ্টি নামল কলকাতায়। তবে এত ভারী বৃষ্টি বোধ হয় আশা করেনি বাঙালী।
দিন কয়েক ধরেই দুই বাংলা ও উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। কিন্তু, সেই বৃষ্টিতে জোর ছিল না খুব একটা। এবার বোধহয় দেখা যেতে চলেছে বর্ষার আসল রূপ।
দিন কয়েক ধরেই দুই বাংলা ও উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। কিন্তু, সেই বৃষ্টিতে জোর ছিল না খুব একটা। এবার বোধহয় দেখা যেতে চলেছে বর্ষার আসল রূপ।
আরও চার পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস।
আরও চার পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস।
৩১ মে থেকে ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ- পশ্চিম মৌসুমি বায়ু। ২০ দিন পর মৌসুমী বায়ু এবার গতি পেল। দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা।
৩১ মে থেকে ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ- পশ্চিম মৌসুমি বায়ু। ২০ দিন পর মৌসুমী বায়ু এবার গতি পেল। দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা।
অবশেষে ইসলামপুর থেকে সরল মৌসুমী বায়ু। ৩১ মে থেকে একই জায়গায় থমকে। ২০ দিন পর স্থান বদল করেছিল মৌসুমী বায়ু। ২২ দিনে দক্ষিণবঙ্গে বর্ষা।
অবশেষে ইসলামপুর থেকে সরল মৌসুমী বায়ু। ৩১ মে থেকে একই জায়গায় থমকে। ২০ দিন পর স্থান বদল করেছিল মৌসুমী বায়ু। ২২ দিনে দক্ষিণবঙ্গে বর্ষা।
মৌসুমী অক্ষরেখা নাভসারি জলগাঁও, মণ্ডলা, পেন্ড্রারোড, ঝার্সুগুদা, বালাসোর, হলদিয়া, পাঁকুড়, সাহেবগঞ্জ ও রক্সৌলের উপর দিয়ে বিস্তৃত।
মৌসুমী অক্ষরেখা নাভসারি জলগাঁও, মণ্ডলা, পেন্ড্রারোড, ঝার্সুগুদা, বালাসোর, হলদিয়া, পাঁকুড়, সাহেবগঞ্জ ও রক্সৌলের উপর দিয়ে বিস্তৃত।
দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী ৩-৪ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি এলাকা মধ্যপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারের বাকি অংশে ঢুকবে মৌসুমী বায়ু।
দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী ৩-৪ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি এলাকা মধ্যপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারের বাকি অংশে ঢুকবে মৌসুমী বায়ু।
বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
ঘূর্ণাবর্ত রয়েছে বিহার, অসম ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা উত্তরপ্রদেশ রাজস্থানের উপরে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত, যেটি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ বাংলাদেশ, মেঘালয়, অসমের উপর দিয়ে বিস্তৃত।
ঘূর্ণাবর্ত রয়েছে বিহার, অসম ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা উত্তরপ্রদেশ রাজস্থানের উপরে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত, যেটি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ বাংলাদেশ, মেঘালয়, অসমের উপর দিয়ে বিস্তৃত।