ত্রিপুরার মুখ্যমন্ত্রী কুইন আনারস পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে

Tripura News: সৌহার্দ্যের প্রতীক, হাসিনাকে ‘কুইন’ আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা: বন্ধুত্ব ও সৌভ্রাতৃত্বের প্রতীক হিসেবে প্রধানমন্ত্রী হাসিনাকে প্রসিদ্ধ কুইন আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷ ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক সুবিদিত। বিশেষ করে সীমান্ত লাগোয়া ত্রিপুরা রাজ্যের সঙ্গে সৃষ্টি লগ্ন থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একেবারে আত্মীয়র মতোই। তাই এবছরও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরায় উৎপাদিত প্রসিদ্ধ ও সুস্বাদু কুইন আনারস উপহার হিসেবে পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। দুই দেশের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ১০০টি কার্টন ভর্তি আনারস পাঠানো হল হাসিনার উদ্দেশ্যে।

আরও পড়ুন- জুনে বর্ষার ঘাটতি চলছেই, দক্ষিণবঙ্গে বৃষ্টির খরা কাটবে কবে? জেনে নিন আবহাওয়ার আপডেট         

দীর্ঘ কয়েক যুগ ধরেই ভারত ও বাংলাদেশের মধ্যে জড়িয়ে রয়েছে বন্ধুত্ব ও সৌভ্রাতৃত্বের মধুর সম্পর্ক। আর সীমান্ত লাগোয়া ভারতের রাজ্যগুলির সঙ্গেও বাংলাদেশের সৌভ্রাতৃত্বের বন্ধন বহুদিনের। জানা যায় প্রতিটি আনারসের ওজন গড়পড়তা ৭৫০ গ্রাম।  আনারস ভর্তি গাড়ি এদিনই আগরতলা আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পাড়ি দেয়। উল্লেখ্য, কুইন আনারস তার চমৎকার স্বাদ এবং উচ্চ পুষ্টি গুণের জন্য প্রসিদ্ধ। কুইন আনারস ত্রিপুরা রাজ্যের একটি গর্ব এবং এটি জিআই ট্যাগের স্বীকৃতি পেয়েছে। আনারস ছাড়াও আম পাঠানোর সৌহার্দ্য বজায় থাকে পড়শি দেশের সঙ্গে ৷