কল্কির তারকারা।

Kalki 2898 AD actors’ salarie: প্রভাসের ৮০ কোটি! ‘কল্কি ২৮৯৮ এডি’র জন্য কোন তারকা কত পারিশ্রমিক নিলেন? জানলে মাথা ঘুরে যাবে

*বহু প্রতীক্ষিত ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পেয়েছে ২৭ জুন। এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসানের মতো ভারতীয় ছবির দুনিয়ার তাবড় তারকারা। কিন্তু প্রশ্ন উঠছে নাগ অশ্বিনের পরিচালিত এই ছবিটির বাজেট কত? আর কোন তারকা কত পারিশ্রমিক নিয়েছেন? অবশ্য এর উত্তর জানলে হয়তো সকলের মাথা ঘুরে যাবে! সংগৃহীত ছবি। 
*বহু প্রতীক্ষিত ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পেয়েছে ২৭ জুন। এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসানের মতো ভারতীয় ছবির দুনিয়ার তাবড় তারকারা। কিন্তু প্রশ্ন উঠছে নাগ অশ্বিনের পরিচালিত এই ছবিটির বাজেট কত? আর কোন তারকা কত পারিশ্রমিক নিয়েছেন? অবশ্য এর উত্তর জানলে হয়তো সকলের মাথা ঘুরে যাবে! সংগৃহীত ছবি।
*এই ছবিতে অভিনয়ের জন্য সবথেকে বেশি পারিশ্রমিক নিয়েছেন তেলুগু সুপারস্টার প্রভাস। আসলে শোনা যাচ্ছে এই ছবির জন্য প্রভাস নিয়েছেন ৮০ কোটি টাকা। তবে দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন এবং কমল হাসান একই পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটির বাজেট ছিল ৬০০ কোটি টাকা। সংগৃহীত ছবি। 
*এই ছবিতে অভিনয়ের জন্য সবথেকে বেশি পারিশ্রমিক নিয়েছেন তেলুগু সুপারস্টার প্রভাস। আসলে শোনা যাচ্ছে এই ছবির জন্য প্রভাস নিয়েছেন ৮০ কোটি টাকা। তবে দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন এবং কমল হাসান একই পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটির বাজেট ছিল ৬০০ কোটি টাকা। সংগৃহীত ছবি।
*জাগরণ-র এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, এমনিতে প্রভাস প্রত্যেক ছবির জন্য ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। যদিও ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য তিনি নিজের পারিশ্রমিক কমিয়ে প্রায় অর্ধেক করে দিয়েছেন। ওই প্রতিবেদনে আরও দাবি, এই ছবির জন্য প্রভাস নিয়েছেন ৮০ কোটি টাকা। সংগৃহীত ছবি। 
*জাগরণ-র এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, এমনিতে প্রভাস প্রত্যেক ছবির জন্য ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। যদিও ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য তিনি নিজের পারিশ্রমিক কমিয়ে প্রায় অর্ধেক করে দিয়েছেন। ওই প্রতিবেদনে আরও দাবি, এই ছবির জন্য প্রভাস নিয়েছেন ৮০ কোটি টাকা। সংগৃহীত ছবি।
*অন্যদিকে, ওই রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে যে, দীপিকা তাঁর প্রথম তেলুগু কাজের জন্য ২০ কোটি টাকা চেয়েছিলেন। আসলে ওই ছবিতে দীপিকাকে দেখা যাবে সুমতি চরিত্রে। আর সুমতি এমন একজন মহিলা, যিনি সন্তানধারণ করছেন। সেই সন্তানই কল্কি ২৮৯৮-এর দুনিয়ায় বিপ্লব ঘটাবে। ট্রেলারে গর্ভবতী সুমতির চরিত্রে দেখা গিয়েছে দীপিকাকে। তিনি নিজের সন্তানকে মৃত্যুর হাত থেকে রক্ষা করছেন। সংগৃহীত ছবি। 
*অন্যদিকে, ওই রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে যে, দীপিকা তাঁর প্রথম তেলুগু কাজের জন্য ২০ কোটি টাকা চেয়েছিলেন। আসলে ওই ছবিতে দীপিকাকে দেখা যাবে সুমতি চরিত্রে। আর সুমতি এমন একজন মহিলা, যিনি সন্তানধারণ করছেন। সেই সন্তানই কল্কি ২৮৯৮-এর দুনিয়ায় বিপ্লব ঘটাবে। ট্রেলারে গর্ভবতী সুমতির চরিত্রে দেখা গিয়েছে দীপিকাকে। তিনি নিজের সন্তানকে মৃত্যুর হাত থেকে রক্ষা করছেন। সংগৃহীত ছবি।
*ওই প্রতিবেদন থেকে এ-ও জানা গিয়েছে যে, অমিতাভ বচ্চন এবং কমল হাসান পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি টাকা করে। এমনকী দীপিকাও ওই একই পরিমাণ অর্থ পারিশ্রমিক হিসেবে নিয়েছেন। অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছে অশ্বত্থামার চরিত্রে। সংগৃহীত ছবি। 
*ওই প্রতিবেদন থেকে এ-ও জানা গিয়েছে যে, অমিতাভ বচ্চন এবং কমল হাসান পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি টাকা করে। এমনকী দীপিকাও ওই একই পরিমাণ অর্থ পারিশ্রমিক হিসেবে নিয়েছেন। অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছে অশ্বত্থামার চরিত্রে। সংগৃহীত ছবি।
*ইতিমধ্যেই ট্রেলারে তাঁকে প্রবল বীরবিক্রমে দেখা গিয়েছে। এমনকী যে ভক্তরা প্রথম দিনের প্রথম শো দেখে এসেছেন, তাঁরাও বিগ বি-র অভিনয়ের প্রশংসা করেছেন। আর কমল হাসান অভিনয় করেছেন খলনায়ক কালীর চরিত্রে। মূলত এই কালী চরিত্রটিই সুমতির সন্তানকে হত্যা করতে চায়। যদিও খবরটি প্রকাশিত হওয়ার সময় ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য কে কত পারিশ্রমিক নিয়েছেন, তা যাচাই করে দেখেনি News18। সংগৃহীত ছবি। 
*ইতিমধ্যেই ট্রেলারে তাঁকে প্রবল বীরবিক্রমে দেখা গিয়েছে। এমনকী যে ভক্তরা প্রথম দিনের প্রথম শো দেখে এসেছেন, তাঁরাও বিগ বি-র অভিনয়ের প্রশংসা করেছেন। আর কমল হাসান অভিনয় করেছেন খলনায়ক কালীর চরিত্রে। মূলত এই কালী চরিত্রটিই সুমতির সন্তানকে হত্যা করতে চায়। যদিও খবরটি প্রকাশিত হওয়ার সময় ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য কে কত পারিশ্রমিক নিয়েছেন, তা যাচাই করে দেখেনি News18। সংগৃহীত ছবি।
*ইতিমধ্যেই ট্রেলারে তাঁকে প্রবল বীরবিক্রমে দেখা গিয়েছে। এমনকী যে ভক্তরা প্রথম দিনের প্রথম শো দেখে এসেছেন, তাঁরাও বিগ বি-র অভিনয়ের প্রশংসা করেছেন। আর কমল হাসান অভিনয় করেছেন খলনায়ক কালীর চরিত্রে। মূলত এই কালী চরিত্রটিই সুমতির সন্তানকে হত্যা করতে চায়। যদিও খবরটি প্রকাশিত হওয়ার সময় ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য কে কত পারিশ্রমিক নিয়েছেন, তা যাচাই করে দেখেনি News18। সংগৃহীত ছবি। 
*ইতিমধ্যেই ট্রেলারে তাঁকে প্রবল বীরবিক্রমে দেখা গিয়েছে। এমনকী যে ভক্তরা প্রথম দিনের প্রথম শো দেখে এসেছেন, তাঁরাও বিগ বি-র অভিনয়ের প্রশংসা করেছেন। আর কমল হাসান অভিনয় করেছেন খলনায়ক কালীর চরিত্রে। মূলত এই কালী চরিত্রটিই সুমতির সন্তানকে হত্যা করতে চায়। যদিও খবরটি প্রকাশিত হওয়ার সময় ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য কে কত পারিশ্রমিক নিয়েছেন, তা যাচাই করে দেখেনি News18। সংগৃহীত ছবি।
*Sacnilk.com-এর মতে, শুধুমাত্র তেলুগু ভাষাতেই ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির প্রায় ১৫ লক্ষ টিকিট বিকিয়েছে। অ্যাডভান্স বুকিংয়েই ইতিমধ্যে প্রায় ৫০ কোটি টাকারও বেশি আয় করে ফেলেছে ছবিটি। সংগৃহীত ছবি।
*Sacnilk.com-এর মতে, শুধুমাত্র তেলুগু ভাষাতেই ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির প্রায় ১৫ লক্ষ টিকিট বিকিয়েছে। অ্যাডভান্স বুকিংয়েই ইতিমধ্যে প্রায় ৫০ কোটি টাকারও বেশি আয় করে ফেলেছে ছবিটি। সংগৃহীত ছবি।