vastu tips: ঘরের এই দিকে আলমারি রাখেন নাকি! জলের মতো বেরিয়ে যায় টাকা…সঞ্চয় বলতে কিছুই থাকে না, সাবধান!

বাস্তু বিশেষজ্ঞেরা বলে থাকেন, যে কোনও গৃহস্থ বাড়িতে থাকা বস্তু, তা আসবাবই হোক, কী সামান্য জিনিসপত্র, তা যদি ভুল জায়গায় রাখা হয়, তার প্রভাব পড়ে আমাদের সংসারে৷
বাস্তু বিশেষজ্ঞেরা বলে থাকেন, যে কোনও গৃহস্থ বাড়িতে থাকা বস্তু, তা আসবাবই হোক, কী সামান্য জিনিসপত্র, তা যদি ভুল জায়গায় রাখা হয়, তার প্রভাব পড়ে আমাদের সংসারে৷
তাই তাঁরা ঘরের বিছানা হোক কী আলমারি, জুতোর তাক হোক কী আবর্জনা ফেলার জায়গা, সব কিছুই নিয়ম মেনে নির্দিষ্ট জায়গায় রাখার পরামর্শ দিয়ে থাকেন৷
তাই তাঁরা ঘরের বিছানা হোক কী আলমারি, জুতোর তাক হোক কী আবর্জনা ফেলার জায়গা, সব কিছুই নিয়ম মেনে নির্দিষ্ট জায়গায় রাখার পরামর্শ দিয়ে থাকেন৷
জ্যোতিষী তথা বাস্তু পরামর্শদাতা হিতেন্দ্রকুমার শর্মা জানাচ্ছেন, বাড়ির বা ঘরের কোন দিকে স্টিলের আলমারি রাখা কখনওই উচিত নয়, আর কোন দিকে স্টিলের আলমারি রাখা সবচেয়ে শুভ৷
জ্যোতিষী তথা বাস্তু পরামর্শদাতা হিতেন্দ্রকুমার শর্মা জানাচ্ছেন, বাড়ির বা ঘরের কোন দিকে স্টিলের আলমারি রাখা কখনওই উচিত নয়, আর কোন দিকে স্টিলের আলমারি রাখা সবচেয়ে শুভ৷
যে কোনও মধ্যবিত্ত গৃহস্থ বাড়িতে স্টিলের আলমারি একটি গুরুত্বপূর্ণ আসবাব৷ এর মধ্যে জামা কাপড় ছাড়াও, রাখা হয় বিভিন্ন জরুরি কাগজপত্র থেকে শুরু করে টাকাপয়সা, গয়নাগাটি৷ বাস্তু বিশেষজ্ঞ জানাচ্ছেন, এক্ষেত্রে, মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে আমাদের ঘরের নির্দিষ্ট দিকেই এই আলমারি রাখার ব্যবস্থা করা উচিত৷
যে কোনও মধ্যবিত্ত গৃহস্থ বাড়িতে স্টিলের আলমারি একটি গুরুত্বপূর্ণ আসবাব৷ এর মধ্যে জামা কাপড় ছাড়াও, রাখা হয় বিভিন্ন জরুরি কাগজপত্র থেকে শুরু করে টাকাপয়সা, গয়নাগাটি৷ বাস্তু বিশেষজ্ঞ জানাচ্ছেন, এক্ষেত্রে, মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে আমাদের ঘরের নির্দিষ্ট দিকেই এই আলমারি রাখার ব্যবস্থা করা উচিত৷
আলমারি সরাসরি মাটিতে রাখবেন না। আলমারি রাখার আগে একটি স্ট্যান্ড বা কাগজ মাটিতে বিছিয়ে দিতে হবে। এছাড়াও খেয়াল রাখবেন আলমারি যেন সমতল জায়গায় দাঁড়ায়। এটি টলমল অবস্থায় থাকা উচিত নয়।
আলমারি সরাসরি মাটিতে রাখবেন না। আলমারি রাখার আগে একটি স্ট্যান্ড বা কাগজ মাটিতে বিছিয়ে দিতে হবে। এছাড়াও খেয়াল রাখবেন আলমারি যেন সমতল জায়গায় দাঁড়ায়। এটি টলমল অবস্থায় থাকা উচিত নয়।
বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের দক্ষিণ-পশ্চিম দিকে আলমারি রাখা উচিত। আলমারি এই দিকে রাখলে ঘরে টাকার অভাব হয় না। আলমারি কখনই উত্তর-পূর্ব দিকে রাখা উচিত নয় এবং আলমারির দরজা দক্ষিণ দিকে খোলা উচিত নয়। যখন এটি ঘটে, তখন অর্থনৈতিক পরিস্থিতি বিরূপ প্রভাব ফেলে। আপনার বেডরুমে ওয়ারড্রোব এমনভাবে রাখতে হবে যেন তা দেয়ালের সংস্পর্শে না আসে।
বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের দক্ষিণ-পশ্চিম দিকে আলমারি রাখা উচিত। আলমারি এই দিকে রাখলে ঘরে টাকার অভাব হয় না। আলমারি কখনই উত্তর-পূর্ব দিকে রাখা উচিত নয় এবং আলমারির দরজা দক্ষিণ দিকে খোলা উচিত নয়। যখন এটি ঘটে, তখন অর্থনৈতিক পরিস্থিতি বিরূপ প্রভাব ফেলে। আপনার বেডরুমে ওয়ারড্রোব এমনভাবে রাখতে হবে যেন তা দেয়ালের সংস্পর্শে না আসে।
বাস্তু অনুসারে, আলমারির মধ্যে সবসময় সুগন্ধি কোনও দ্রব্য রাখা উচিত৷ আলমারি থেকে সবসময়ই যাতে সুবাস বের হয়৷ নাহলে মা লক্ষ্মী ক্ষুণ্ন হন বলে মনে করা হয়৷
বাস্তু অনুসারে, আলমারির মধ্যে সবসময় সুগন্ধি কোনও দ্রব্য রাখা উচিত৷ আলমারি থেকে সবসময়ই যাতে সুবাস বের হয়৷ নাহলে মা লক্ষ্মী ক্ষুণ্ন হন বলে মনে করা হয়৷
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।