বিশ্বকাপ ফাইনালে ২০ ওভার খেলা হবে? ঝড়ের আশঙ্কা বার্বাডোজে, এখন আবহাওয়া কেমন?

বার্বাডোজ: হ্যারিকেন বেরিল-এর আঘাত হানার কথা রবিবার। ফলে এমনিতেই বার্বাডোসের আবহাওয়া বিগড়েছে। এখন প্রশ্ন হল, বেরিল-এর তাণ্ডবের জেরে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ বিশ্বকাপ ফাইনাল কি ক্ষতিগ্রস্থ হবে!

বার্বাডোসের স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, টসের সময় অর্থাৎ স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ সেখানে বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ। তবে স্থানীয় সময় অনুুযায়ী, সকাল ১১টা নাগাদ সেখানে বৃষ্টির সম্ভাবনী প্রায় নেই। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও বাড়বে।

আরও পড়ুন- টি২০ বিশ্বকাপ ফাইনালে টাকার বৃষ্টি!চ্যাম্পিয়ন দল পাবে কত টাকা?প্রতি দল পাবে টাকা

পরিস্থিতি যা তাতে ম্যাচের সেকেন্ড ইনিংসের সময় ভারী বৃষ্টি ও ঝড় হতে পারে। তবে আপাতত বার্বাডোসে আবহাওয়া মনোরম। মেঘলা আবহাওয়া হলেও পরিস্থিতি খেলার জন্য অনুকূল। মাঠের কভার সরানো হয়েছে। আম্পায়ররা মাঠ পরিদর্শন করেছেন। তবে আউটফিল্ড কিছুটা ভিজে রয়েছে এখনও।

—- Polls module would be displayed here —-

আরও পড়ুন- ফাইনালে বিরাটের জায়গায় নামুক ধোনি! সমাজমাধ্যমে দাবি সমর্থকদের, কী ভাবে সম্ভব?

আজ ম্যাচ না হলে বিশ্বকাপ ফাইনাল গড়াবে রবিবার রিজার্ভ ডে-তে। রবিবার বেরিল-এর জন্য আরও বেশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে রবিবারও যদি খেলা না হল তা হলে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে।