আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের বিজয়ী ভারতীয় দল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দেশে ফিরতে পারেনি৷ সোমবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভীষণ ঝড়ের কারণে মেন ইন ব্লু কার্যত লকডাউনের পরিস্থিতিতে বন্দি৷  Hurricane Beryl -র তাণ্ডবের আশঙ্কায় দেশের সমস্ত এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে৷

Indian Team Returning Home: বড় বড় ঢেউ, হু হু হাওয়া, কার্যত লকডাউনের মধ্যে টিম ইন্ডিয়া, এবার এল সুখবর এই সময়ে ছাড়বে দেশে ফেরার প্লেন

আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের বিজয়ী ভারতীয় দল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দেশে ফিরতে পারেনি৷ সোমবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভীষণ ঝড়ের কারণে মেন ইন ব্লু কার্যত লকডাউনের পরিস্থিতিতে বন্দি৷  Hurricane Beryl -র তাণ্ডবের আশঙ্কায় দেশের সমস্ত এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে৷
আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের বিজয়ী ভারতীয় দল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দেশে ফিরতে পারেনি৷ সোমবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভীষণ ঝড়ের কারণে মেন ইন ব্লু কার্যত লকডাউনের পরিস্থিতিতে বন্দি৷  Hurricane Beryl -র তাণ্ডবের আশঙ্কায় দেশের সমস্ত এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে৷
এদিকে একদিকে যেমন টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভারতীয় দলের সদস্য এবং তাদের পরিবারের ৭০ জন বারবাডোজের হোটেল হিলটনে বন্দি রয়েছেন তেমনিই সকলেই চাইছেন দ্রুত দেশে ফিরতে৷ অবশেষে সুখবর দিলেন বারবাডোজের প্রধানমন্ত্রী৷
এদিকে একদিকে যেমন টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভারতীয় দলের সদস্য এবং তাদের পরিবারের ৭০ জন বারবাডোজের হোটেল হিলটনে বন্দি রয়েছেন তেমনিই সকলেই চাইছেন দ্রুত দেশে ফিরতে৷ অবশেষে সুখবর দিলেন বারবাডোজের প্রধানমন্ত্রী৷
মিয়া ওমোর মোটলি জানিয়েছেন আগামী ১২ ঘণ্টার মধ্যে খুলে দেওয়া হবে সব এয়ারপোর্ট৷
মিয়া ওমোর মোটলি জানিয়েছেন আগামী ১২ ঘণ্টার মধ্যে খুলে দেওয়া হবে সব এয়ারপোর্ট৷
দেশে ফিরবে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দলভারতীয় দলের সব ক্রিকেটাররা বিসিসিআইয়ের চ্যাটার্ড ফ্লাইটের অপেক্ষায় রয়েছেন৷ প্রাপ্ত সূচনা অনুসারে মঙ্গলবার স্থানীয় সময় ৬ টার সময় ক্রিকেটারদের নিয়ে উড়বে বিমান৷ বিসিসিআই সচিব জয় শাহ ভারতীয় দলের সঙ্গে রয়েছেন৷
দেশে ফিরবে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দল
ভারতীয় দলের সব ক্রিকেটাররা বিসিসিআইয়ের চ্যাটার্ড ফ্লাইটের অপেক্ষায় রয়েছেন৷ প্রাপ্ত সূচনা অনুসারে মঙ্গলবার স্থানীয় সময় ৬ টার সময় ক্রিকেটারদের নিয়ে উড়বে বিমান৷ বিসিসিআই সচিব জয় শাহ ভারতীয় দলের সঙ্গে রয়েছেন৷
পুরো ভারতীয় দল বার্বাডোজ থেকে স্পেশাল চ্যাটার্ড প্লেন বুধবার সন্ধ্যা ৭.৪৫ এ দিল্লি পৌঁছে যাবে৷
পুরো ভারতীয় দল বার্বাডোজ থেকে স্পেশাল চ্যাটার্ড প্লেন বুধবার সন্ধ্যা ৭.৪৫ এ দিল্লি পৌঁছে যাবে৷
ফাইনাল ম্যাচের জন্য বার্বাডোজ পৌঁছে বিসিসিআই সচিব জয় শাহ মিডিয়াকে জানিয়েছেন, ‘‘আপনাদের মতো আমরাও ফেঁসে রয়েছি৷ আমাদের প্রাথমিক লক্ষ্য ক্রিকেটারদের এখান থেকে সুরক্ষিতভাব বার করে নিয়ে যাওয়া৷ তারপর দেশে নিয়ে গিয়ে কীভাবে সম্বর্ধনা দেওয়া যায় তা ভেবে দেখব৷’’
ফাইনাল ম্যাচের জন্য বার্বাডোজ পৌঁছে বিসিসিআই সচিব জয় শাহ মিডিয়াকে জানিয়েছেন, ‘‘আপনাদের মতো আমরাও ফেঁসে রয়েছি৷ আমাদের প্রাথমিক লক্ষ্য ক্রিকেটারদের এখান থেকে সুরক্ষিতভাব বার করে নিয়ে যাওয়া৷ তারপর দেশে নিয়ে গিয়ে কীভাবে সম্বর্ধনা দেওয়া যায় তা ভেবে দেখব৷’’