Leaf Benefit: বিছের কামড়ে অব্যর্থ টোটকা! ওষধি গুণে ভরপুর…সামান্য একটা পাতার যে এক গুণ, জানতেন?

এই পাতার উপকারিতা সম্পর্কে আমাদের বিশদে জানাচ্ছেন, আয়ুর্বেদিক চিকিৎসক কিষাণ লাল৷ এই গাছের পাতার অন্যান্য উপকারিতার মধ্যে রয়েছে চুলের স্বাস্থ্য বজায় রাখা, খুশকি কমানো, চুল পড়া কমিয়ে দেওয়া৷ মুখে ঘায়ের মতো সমস্যা থাকলেও এই পাতা কার্যকরী৷
এই পাতার উপকারিতা সম্পর্কে আমাদের বিশদে জানাচ্ছেন, আয়ুর্বেদিক চিকিৎসক কিষাণ লাল৷ এই গাছের পাতার অন্যান্য উপকারিতার মধ্যে রয়েছে চুলের স্বাস্থ্য বজায় রাখা, খুশকি কমানো, চুল পড়া কমিয়ে দেওয়া৷ মুখে ঘায়ের মতো সমস্যা থাকলেও এই পাতা কার্যকরী৷
এই গাছের পাতা শুধু যে শরীরকে ঠান্ডা করে তা-ই নয়, এর একাধিক ওষধি গুণ রয়েছে৷ বিছে বা কাঁকড়াবিছে কামড়ালেও মারণ ব্যথার দুর্দান্ত টোটকা হতে পারে এই পাতার রস৷
এই গাছের পাতা শুধু যে শরীরকে ঠান্ডা করে তা-ই নয়, এর একাধিক ওষধি গুণ রয়েছে৷ বিছে বা কাঁকড়াবিছে কামড়ালেও মারণ ব্যথার দুর্দান্ত টোটকা হতে পারে এই পাতার রস৷
এই পাতার উপকারিতা সম্পর্কে আমাদের বিশদে জানাচ্ছেন, আয়ুর্বেদিক চিকিৎসক কিষাণ লাল৷ এই গাছের পাতার অন্যান্য উপকারিতার মধ্যে রয়েছে চুলের স্বাস্থ্য বজায় রাখা, খুশকি কমানো, চুল পড়া কমিয়ে দেওয়া৷ মুখে ঘায়ের মতো সমস্যা থাকলেও এই পাতা কার্যকরী৷
এই পাতার উপকারিতা সম্পর্কে আমাদের বিশদে জানাচ্ছেন, আয়ুর্বেদিক চিকিৎসক কিষাণ লাল৷ এই গাছের পাতার অন্যান্য উপকারিতার মধ্যে রয়েছে চুলের স্বাস্থ্য বজায় রাখা, খুশকি কমানো, চুল পড়া কমিয়ে দেওয়া৷ মুখে ঘায়ের মতো সমস্যা থাকলেও এই পাতা কার্যকরী৷
কথা হচ্ছে পুদিনা গাছের পাতা নিয়ে৷ কিষাণ লাল জানিয়েছেন, পুদিনা গাছের অনেক প্রজাতি রয়েছে। তার মধ্যে Mentha specta Linn প্রজাতি ওষুধ এবং খাবারের উপযোগী হিসাবে ব্যবহৃত হয়। এই পুদিনাকে পাহাড়ি পুদিনাও বলা হয়৷ কারণ, এটি পাহাড়ি এলাকায় বেশি পাওয়া যায়।
কথা হচ্ছে পুদিনা গাছের পাতা নিয়ে৷ কিষাণ লাল জানিয়েছেন, পুদিনা গাছের অনেক প্রজাতি রয়েছে। তার মধ্যে Mentha specta Linn প্রজাতি ওষুধ এবং খাবারের উপযোগী হিসাবে ব্যবহৃত হয়। এই পুদিনাকে পাহাড়ি পুদিনাও বলা হয়৷ কারণ, এটি পাহাড়ি এলাকায় বেশি পাওয়া যায়।
শরীর ঠান্ডা রাখতে পুদিনা ব্যবহার করা হয়। পেট জ্বালাপোড়ার মতো সমস্যায় চিকিৎসকেরা পুদিনার রস পান করার পরামর্শ দেন। এটি চুলের শুষ্কতা কমাতে কার্যকর। এতে খুশকি ও চুল পড়া কমে।
শরীর ঠান্ডা রাখতে পুদিনা ব্যবহার করা হয়। পেট জ্বালাপোড়ার মতো সমস্যায় চিকিৎসকেরা পুদিনার রস পান করার পরামর্শ দেন। এটি চুলের শুষ্কতা কমাতে কার্যকর। এতে খুশকি ও চুল পড়া কমে।
পুদিনা কান সংক্রান্ত সমস্যায়ও কার্যকর বলে বিবেচিত হয়। এর ব্যবহারে কানের ব্যথা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। কানের ব্যথা থেকে মুক্তি পেতে পুদিনার রস কানে পরিমিত পরিমাণে দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ। এতে ক্ষত থেকে আসা দুর্গন্ধ কম হয় এবং ক্ষত দ্রুত সেরে যায়।
পুদিনা কান সংক্রান্ত সমস্যায়ও কার্যকর বলে বিবেচিত হয়। এর ব্যবহারে কানের ব্যথা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। কানের ব্যথা থেকে মুক্তি পেতে পুদিনার রস কানে পরিমিত পরিমাণে দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ। এতে ক্ষত থেকে আসা দুর্গন্ধ কম হয় এবং ক্ষত দ্রুত সেরে যায়।
পুদিনা পাতার ক্বাথ মুখের আলসারের সমস্যায় উপকারী। পুদিনার জল দিয়ে এটি দিয়ে গার্গল করলে মুখের ঘা সেরে যায়। এ ছাড়া এই পাতা থেঁতো করে আলসারযুক্ত জায়গায় লাগালে আলসারের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।
পুদিনা পাতার ক্বাথ মুখের আলসারের সমস্যায় উপকারী। পুদিনার জল দিয়ে এটি দিয়ে গার্গল করলে মুখের ঘা সেরে যায়। এ ছাড়া এই পাতা থেঁতো করে আলসারযুক্ত জায়গায় লাগালে আলসারের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।
বিছের কামড়ের কারণে ব্যথা এবং জ্বালাপোড়া থেকে তাৎক্ষণিক উপশম দিতে পুদিনা সহায়ক। এর জন্য শুকনো পুদিনা পাতা পিষে বিচ্ছু কাটা জায়গায় পেস্ট লাগান। এটি ব্যথা এবং জ্বলন্ত সংবেদন হ্রাস করে।
বিছের কামড়ের কারণে ব্যথা এবং জ্বালাপোড়া থেকে তাৎক্ষণিক উপশম দিতে পুদিনা সহায়ক। এর জন্য শুকনো পুদিনা পাতা পিষে বিচ্ছু কাটা জায়গায় পেস্ট লাগান। এটি ব্যথা এবং জ্বলন্ত সংবেদন হ্রাস করে।
Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ১৮ বাংলা নিশ্চিত করে না৷ প্রতিটা মানুষের শরীর এবং তাঁদের রোগের ধরন ভিন্ন৷ তাই কোনও নতুন জিনিস প্রয়োগ করার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন৷ নিজে থেকে নতুন কিছু ব্যবহার ক্ষতিকারক প্রমাণিত হতে পারে৷
Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ১৮ বাংলা নিশ্চিত করে না৷ প্রতিটা মানুষের শরীর এবং তাঁদের রোগের ধরন ভিন্ন৷ তাই কোনও নতুন জিনিস প্রয়োগ করার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন৷ নিজে থেকে নতুন কিছু ব্যবহার ক্ষতিকারক প্রমাণিত হতে পারে৷