তাঁদের ‘দুর্ব্যবহারে’ অতিষ্ঠ হয়ে রেল পুলিশে অভিযোগ জানান এক যাত্রী। তার পর রেল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করায় তারা রেল পুলিশকে জানায়, প্রত্যেকেই নপুংশক।

Fake trangender: রোজ বৃহন্নলা সেজে টাকা তুলতেন তিন জন! ধরা পড়তেই ঘটল চমকে দেওয়া ঘটনা

দৈনন্দিন জীবনে যাতায়াতের সময় বার বার বৃহন্নলার থেকে হেনস্থার শিকার হতে হয়। অনেক সময় বৃহন্নলারা আশীর্বাদ করেন, শুভ কামনা করেন। আবার অনেক সময়, টাকা না দিলে অপমানিত হতে হয়।
দৈনন্দিন জীবনে যাতায়াতের সময় বার বার বৃহন্নলার থেকে হেনস্থার শিকার হতে হয়। অনেক সময় বৃহন্নলারা আশীর্বাদ করেন, শুভ কামনা করেন। আবার অনেক সময়, টাকা না দিলে অপমানিত হতে হয়।
এবার বৃহন্নলা সেজে প্রতারণার অপরাধে গ্রেফতার হয়েছেন তিন জন। রাজস্থানের আজমেঢ়ের ঘটনা। জানা গিয়েছে বৃহন্নলা সেজে তিনজন মহিলা নিয়মিত টাকা তুলতেন।
এবার বৃহন্নলা সেজে প্রতারণার অপরাধে গ্রেফতার হয়েছেন তিন জন। রাজস্থানের আজমেঢ়ের ঘটনা। জানা গিয়েছে বৃহন্নলা সেজে তিনজন মহিলা নিয়মিত টাকা তুলতেন।
তাঁদের ‘দুর্ব্যবহারে’ অতিষ্ঠ হয়ে রেল পুলিশে অভিযোগ জানান এক যাত্রী। তার পর রেল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করায় তারা রেল পুলিশকে জানায়, প্রত্যেকেই নপুংশক।
তাঁদের ‘দুর্ব্যবহারে’ অতিষ্ঠ হয়ে রেল পুলিশে অভিযোগ জানান এক যাত্রী। তার পর রেল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করায় তারা রেল পুলিশকে জানায়, প্রত্যেকেই নপুংশক।
পরে জেরা করে চমকে যাওয়ার মতো তথ্য জানতে পারে পুলিশ। পুলিশ জেরা করলে তিনজন জানায় তারা বৃহন্নলা নয়, পুরুষ। টাকা আদায় করার জন্য তারা বৃহন্নলা সেজে দাঁড়িয়ে থাকত।
পরে জেরা করে চমকে যাওয়ার মতো তথ্য জানতে পারে পুলিশ। পুলিশ জেরা করলে তিনজন জানায় তারা বৃহন্নলা নয়, পুরুষ। টাকা আদায় করার জন্য তারা বৃহন্নলা সেজে দাঁড়িয়ে থাকত।
শুধু তাই নয়, জোর করে যাত্রীদের থেকে টাকাও আদায় করত। অভিযুক্ত তিনজনের নাম অর্জুন গুর্জর, রাহুল কুমার এবং করণ সিং রাওয়াত। পুলিশ তিনজনকেই গ্রেফতার করেছে। সেই সঙ্গে জোর করে টাকা আদায়ের জন্য মামলা দায়ের করেছে পুলিশ।
শুধু তাই নয়, জোর করে যাত্রীদের থেকে টাকাও আদায় করত। অভিযুক্ত তিনজনের নাম অর্জুন গুর্জর, রাহুল কুমার এবং করণ সিং রাওয়াত। পুলিশ তিনজনকেই গ্রেফতার করেছে। সেই সঙ্গে জোর করে টাকা আদায়ের জন্য মামলা দায়ের করেছে পুলিশ।