গত মাসেই আগাম সতর্কতা হিসাবে নিট-পিজি পরীক্ষা স্থগিত করে দিয়েছিল ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। এর পর থেকে উৎকণ্ঠার মধ্যে ছিলেন পরীক্ষার্থীরা।

NEET PG Examination: জুনে স্থগিত হয়ে যাওয়া নিট-পিজির নয়া দিনক্ষণ ঘোষণা, কবে হবে পরীক্ষা?

গত মাসেই আগাম সতর্কতা হিসাবে নিট-পিজি পরীক্ষা স্থগিত করে দিয়েছিল ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। এর পর থেকে উৎকণ্ঠার মধ্যে ছিলেন পরীক্ষার্থীরা।
গত মাসেই আগাম সতর্কতা হিসাবে নিট-পিজি পরীক্ষা স্থগিত করে দিয়েছিল ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। এর পর থেকে উৎকণ্ঠার মধ্যে ছিলেন পরীক্ষার্থীরা।
২২ জুন পরীক্ষা হওয়ার কথা ছিল নিট-পিজির। এর পরে হঠাৎ করে স্থগিত করে দেওয়া হয় পরীক্ষা। অবশেষে শনিবার নিট পিজির নয়া দিনক্ষণ ঘোষণা করল বোর্ড।
২২ জুন পরীক্ষা হওয়ার কথা ছিল নিট-পিজির। এর পরে হঠাৎ করে স্থগিত করে দেওয়া হয় পরীক্ষা। অবশেষে শনিবার নিট পিজির নয়া দিনক্ষণ ঘোষণা করল বোর্ড।
শুক্রবার বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে আগামী ১১ অগস্ট অনুষ্ঠিত হবে নিট-পিজি পরীক্ষা।
শুক্রবার বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে আগামী ১১ অগস্ট অনুষ্ঠিত হবে নিট-পিজি পরীক্ষা।
স্নাতকোত্তর স্তরের ডাক্তারি পড়ার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা নিট-পিজি। ১১ অগস্ট দুই শিফটে অনুষ্ঠিত হবে নিট-পিজি পরীক্ষা।
স্নাতকোত্তর স্তরের ডাক্তারি পড়ার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা নিট-পিজি। ১১ অগস্ট দুই শিফটে অনুষ্ঠিত হবে নিট-পিজি পরীক্ষা।
প্রসঙ্গত, গত মাসেই নিট পরীক্ষা নিয়ে দুর্নীতির ঘটনা সামনে আসে। তার পরে তদন্তও শুরু হয়। বর্তমানে নিট পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত করছে সিবিআই।
প্রসঙ্গত, গত মাসেই নিট পরীক্ষা নিয়ে দুর্নীতির ঘটনা সামনে আসে। তার পরে তদন্তও শুরু হয়। বর্তমানে নিট পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত করছে সিবিআই।
নিট নিয়ে দুর্নীতি সামনে আসার পরেই আচমকা স্থগিত হয়ে যায় নিট-পিজি পরীক্ষা। তার পরে শুক্রবার অবশেষে পরীক্ষার নতুন দিন ঘোষণা করল এনবিইএমএস।
নিট নিয়ে দুর্নীতি সামনে আসার পরেই আচমকা স্থগিত হয়ে যায় নিট-পিজি পরীক্ষা। তার পরে শুক্রবার অবশেষে পরীক্ষার নতুন দিন ঘোষণা করল এনবিইএমএস।