পুরীর রথযাত্রায় বিপত্তি৷

Puri Rathyatra 2024: রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলরামের মূর্তি! পুরীর রথযাত্রায় বড়সড় বিপত্তি

পুরী: পুরীর রথযাত্রায় বিপত্তি৷ গুন্ডিচা মন্দিরে রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলরামের মূর্তি৷ মূর্তির নীচে চাপা পড়ে আহত হয়েছেন পাঁচ জন সেবায়েত৷ আহতদের পুরীর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

১৯৭১ সালের পর এই প্রথমবার পুরীতে দু দিন ধরে পালিত হচ্ছে রথযাত্রা৷ দু দিন ধরে রথযাত্রা যেমন পুরীতে বিরল, সেরকমই মূর্তি নামাতে গিয়ে পড়ে যাওয়ার মতো বিপত্তি শেষ কবে হয়েছিল তা কেউই মনে করতে পারছেন না৷ শেষ পর্যন্ত মূর্তি গুন্ডিচা মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে৷

পুরীর রথযাত্রায় যে সেবায়েতদের উপরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি রথে তোলা ও নামানোর দায়িত্ব থাকে, তাঁরা এ কাজে দীর্ঘদিনের অভিজ্ঞ এবং দক্ষ৷ তার পরেও কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷

আরও পড়ুন: ‘নামেই ঢ্যাঁড়শ, তারও এত দাম!’ কোন কোন সবজির আগুন দামে অবাক মমতাও?

প্রতি বছর রথযাত্রার আগের দিন নবযৌবন বেশ ও নেত্র উৎসব অনুষ্ঠিত হয়৷ তিথি অনুযায়ী এ বছর একই দিনে পড়েছে নবযৌবন বেশ, নেত্র উৎসব এবং রথযাত্রা৷ ৫৩ বছর আগে, ১৯৭১ সালে একই দিনে পড়েছিল নবযৌবন বেশ, নেত্র উৎসব এবং রথযাত্রা৷ শাস্ত্রীয় রীতি অনুযায়ী স্নানযাত্রার পর দিন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জ্বর আসে৷ জ্বর থেকে সেরে ওঠার পর বিগ্রহদের রূপটান আয়োজিত হয়৷ একেই বলে নবযৌবন বেশ ও নেত্র উৎসব৷

এ বছর একই দিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রা অনুষ্ঠিত হওয়ায় রবিবার রথযাত্রা শুরু হতে দেরি হয়ে যায়৷ অতিক্রান্ত হয়েছে নির্ধারিত পথের সামান্য দূরত্ব৷ তাই সোমবার ভোর থেকে ফের শুরু হয়েছে রথযাত্রা৷ এদিন ভোরে মঙ্গলারতি এবং খিচুড়ি ভোগ নিবেদনের পর ফের টান পড়েছে রথের রশিতে৷ সোমবার রথ পৌঁছয় গুন্ডিচা মন্দিরে৷ এর পর আজ রীতি মেনে রথ থেকে নামানো হচ্ছিল মূর্তি৷ তখনই বিপত্তি ঘটে৷

গত রবিবারও পুরীতে রথযাত্রা শুরু হওয়ার পর ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন৷