প্রতিবারের মতো এবারও রথযাত্রায় কাতারে কাতারে মানুষ হাজির হয়েছিলেন পুরীতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে জনজোয়ারের মধ্যেই পুরীতে এই দিন রথের রশিতে টান পড়ে।

Puri Rathyatra: পুরীতে রথ থেকে নামাতে গিয়ে কীভাবে পড়ে গেল বলরামের মূর্তি? দেখুন ভিডিও

রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলরামের মূর্তি৷ পুরীর রথযাত্রায় আবারও বিপত্তি৷ বলরামের মূর্তি চাপা পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন সেবায়েত৷ আহতদের দ্রুত উদ্ধার করে পুরীর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ দিন রথ থেকে প্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মূর্তি নামিয়ে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়ার সময়ই এই দুর্ঘটনা ঘটে৷ ১৯৭১ সালের পর এই প্রথমবার পুরীতে দু দিন ধরে পালিত হচ্ছে রথযাত্রা৷ দু দিন ধরে রথযাত্রা যেমন পুরীতে বিরল, সেরকমই মূর্তি নামাতে গিয়ে পড়ে যাওয়ার মতো বিপত্তি শেষ কবে হয়েছিল তা কেউই মনে করতে পারছেন না৷ শেষ পর্যন্ত মূর্তি গুন্ডিচা মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে৷