ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ হেন সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷

Daily Numerology: সংখ্যাতত্ত্বে ১৪ জুলাই; দেখে নিন কেমন যাবে আজকের দিন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ হেন সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ হেন সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ১-এর জাতক-জাতিকাদের জন্য দিনটা আদর্শ। যদিও আপনাকে ভাবনাচিন্তা করে সব কাজ সম্পন্ন করতে হবে। বাবার স্বাস্থ্য নিয়ে এই দিন সতর্ক থাকতে হবে। এই দিন জেদের বশে কোনও সিদ্ধান্ত নেওয়া চলবে না। নিজের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। বাবার স্বাস্থ্য আচমকা খারাপ হতে পারে। যা আপনার মনে এবং আপনার পরিবারে উদ্বেগ বয়ে আনতে পারে।
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ১-এর জাতক-জাতিকাদের জন্য দিনটা আদর্শ। যদিও আপনাকে ভাবনাচিন্তা করে সব কাজ সম্পন্ন করতে হবে। বাবার স্বাস্থ্য নিয়ে এই দিন সতর্ক থাকতে হবে। এই দিন জেদের বশে কোনও সিদ্ধান্ত নেওয়া চলবে না। নিজের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। বাবার স্বাস্থ্য আচমকা খারাপ হতে পারে। যা আপনার মনে এবং আপনার পরিবারে উদ্বেগ বয়ে আনতে পারে।
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ২-এর জাতক-জাতিকাদের জন্য এই দিন অশান্তি বয়ে আনতে চলেছে। কোথাও টাকা বিনিয়োগ করা চলবে না। কেন না, এই দিন কোথাও টাকা আটকে যেতে পারে। চালাক কোনও মানুষের কথার জালে আটকে পড়তে পারেন। মায়ের স্বাস্থ্যের কারণে বিচলিত হতে পারেন। যার জেরে রক্তচাপের সমস্যার অবনতি হতে পারে। এই দিন ভগবান শিব শঙ্করের বিশেষ সেবা করলে আপনার মন শান্ত থাকবে।
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ২-এর জাতক-জাতিকাদের জন্য এই দিন অশান্তি বয়ে আনতে চলেছে। কোথাও টাকা বিনিয়োগ করা চলবে না। কেন না, এই দিন কোথাও টাকা আটকে যেতে পারে। চালাক কোনও মানুষের কথার জালে আটকে পড়তে পারেন। মায়ের স্বাস্থ্যের কারণে বিচলিত হতে পারেন। যার জেরে রক্তচাপের সমস্যার অবনতি হতে পারে। এই দিন ভগবান শিব শঙ্করের বিশেষ সেবা করলে আপনার মন শান্ত থাকবে।
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৩-এর জাতক-জাতিকাদের অন্যান্য দিনের তুলনায় এই দিন খরচ হবে বেশি। এই দিন সারা দিন বাড়িতে অশান্তির পরিবেশ থাকবে। তাই আপনার বাড়িতে কোনও গুরুর পাঠ রাখতে পারেন। এটা আপনার কষ্ট বহু অংশে কমিয়ে দেবে। এই দিন নিজের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। শ্বাসজনিত সমস্যার সম্ভাবনা রয়েছে।
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৩-এর জাতক-জাতিকাদের অন্যান্য দিনের তুলনায় এই দিন খরচ হবে বেশি। এই দিন সারা দিন বাড়িতে অশান্তির পরিবেশ থাকবে। তাই আপনার বাড়িতে কোনও গুরুর পাঠ রাখতে পারেন। এটা আপনার কষ্ট বহু অংশে কমিয়ে দেবে। এই দিন নিজের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। শ্বাসজনিত সমস্যার সম্ভাবনা রয়েছে।
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৪-এর জাতক-জাতিকাদের এই দিন ভাগ্য সহায় থাকবে। অত্যন্ত সচেতন হয়ে আপনি নিজের ভাবনাচিন্তা নিয়ন্ত্রণ করতে সফল হবেন। তবে, হাওয়ায় দুর্গ তৈরি করা চলবে না। সচেতন ভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই দিন সব কাজ সম্পন্ন করতে হবে। দীর্ঘদিনের একাধিক আটকে থাকা এই দিন কাজ সম্পন্ন হবে। এই দিন কথাবার্তায় বিশেষ নিয়ন্ত্রণ রাখতে হবে।
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৪-এর জাতক-জাতিকাদের এই দিন ভাগ্য সহায় থাকবে। অত্যন্ত সচেতন হয়ে আপনি নিজের ভাবনাচিন্তা নিয়ন্ত্রণ করতে সফল হবেন। তবে, হাওয়ায় দুর্গ তৈরি করা চলবে না। সচেতন ভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই দিন সব কাজ সম্পন্ন করতে হবে। দীর্ঘদিনের একাধিক আটকে থাকা এই দিন কাজ সম্পন্ন হবে। এই দিন কথাবার্তায় বিশেষ নিয়ন্ত্রণ রাখতে হবে।
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৫-এর জাতক-জাতিকাদের এই দিন বুদ্ধির বিকাশ ঘটবে। এই দিন পরিকল্পনা এবং বাস্তবিকতার মধ্যে স্বল্প ফারাক থাকবে। যা আপনার বিরক্তির কারণ হয়ে উঠবে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের নতুন ও ভাল পথের সন্ধান পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। যদিও খুবই ভেবেচিন্তে এগোতে হবে। এই দিন আপনার সন্তান কোনও প্রশংসনীয় কাজ করতে পারে।
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৫-এর জাতক-জাতিকাদের এই দিন বুদ্ধির বিকাশ ঘটবে। এই দিন পরিকল্পনা এবং বাস্তবিকতার মধ্যে স্বল্প ফারাক থাকবে। যা আপনার বিরক্তির কারণ হয়ে উঠবে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের নতুন ও ভাল পথের সন্ধান পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। যদিও খুবই ভেবেচিন্তে এগোতে হবে। এই দিন আপনার সন্তান কোনও প্রশংসনীয় কাজ করতে পারে।
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৬-এর জাতক-জাতিকাদের এই দিন নিজেদের ব্যক্তিগত জীবনে বিশেষ নজর দিতে হবে। কারণ এই দিন কোনও ধরনের সংক্রমণ হতে পারে। সেরকম কিছু ঘটলে দেরি না করে কোনও বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করতে হবে। প্রেমের সম্পর্ক থেকে এই দিন দূরে থাকাই উচিত হবে। নাহলে তা থেকে মানসিক চাপ বাড়বে এবং বাড়িতেও সমস্যা দেখা দেবে।
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৬-এর জাতক-জাতিকাদের এই দিন নিজেদের ব্যক্তিগত জীবনে বিশেষ নজর দিতে হবে। কারণ এই দিন কোনও ধরনের সংক্রমণ হতে পারে। সেরকম কিছু ঘটলে দেরি না করে কোনও বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করতে হবে। প্রেমের সম্পর্ক থেকে এই দিন দূরে থাকাই উচিত হবে। নাহলে তা থেকে মানসিক চাপ বাড়বে এবং বাড়িতেও সমস্যা দেখা দেবে।
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৭-এর জাতক-জাতিকারা এই দিন নিজেদের স্বাস্থ্য নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন থাকবেন। মস্তিষ্কের কোনও রোগ অথবা পায়ের সমস্যার কারণে এই দিন ভোগান্তি হতে পারে। ধর্মের প্রতি ঝোঁক আপনার মস্তিষ্ককে সক্রিয় এবং সাবলীল রাখবে। এই দিন সন্তানের আচরণ নিয়ে আপনি গভীর ভাবে আঘাত পেতে পারেন। এই দিন শ্রীরাম দরবারে সেবা দান করলে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৭-এর জাতক-জাতিকারা এই দিন নিজেদের স্বাস্থ্য নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন থাকবেন। মস্তিষ্কের কোনও রোগ অথবা পায়ের সমস্যার কারণে এই দিন ভোগান্তি হতে পারে। ধর্মের প্রতি ঝোঁক আপনার মস্তিষ্ককে সক্রিয় এবং সাবলীল রাখবে। এই দিন সন্তানের আচরণ নিয়ে আপনি গভীর ভাবে আঘাত পেতে পারেন। এই দিন শ্রীরাম দরবারে সেবা দান করলে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৮-এর জাতক-জাতিকাদের জন্য এই দিন কষ্ট এবং চাপে পরিপূর্ণ হবে। নিজের সিদ্ধান্তই প্রতি পদে এই দিন ভুল বলে প্রমাণিত হবে। প্রত্যেকটা কাজে আপনি বাধার সম্মুখীন হতে পারেন। চলমান কাজ পণ্ড হতে পারে। কেউ আপনার টাকা নিয়ে তা বেমালুম ভুলে যেতে পারে। তাই কাউকে টাকা ধার দেওয়া চলবে না এই দিন। সাবধানে গাড়ি চালাতে হবে। নাহলে দুর্ঘটনার আশঙ্কা থাকবে।
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৮-এর জাতক-জাতিকাদের জন্য এই দিন কষ্ট এবং চাপে পরিপূর্ণ হবে। নিজের সিদ্ধান্তই প্রতি পদে এই দিন ভুল বলে প্রমাণিত হবে। প্রত্যেকটা কাজে আপনি বাধার সম্মুখীন হতে পারেন। চলমান কাজ পণ্ড হতে পারে। কেউ আপনার টাকা নিয়ে তা বেমালুম ভুলে যেতে পারে। তাই কাউকে টাকা ধার দেওয়া চলবে না এই দিন। সাবধানে গাড়ি চালাতে হবে। নাহলে দুর্ঘটনার আশঙ্কা থাকবে।
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৯-এর জাতক-জাতিকাদের এই দিন শান্ত থাকার চেষ্টা করতে হবে। এই দিন বাড়ির এবং কার্যক্ষেত্রের বৈদ্যুতিক সরঞ্জামের দিকে বিশেষ নজর দিতে হবে। আপনার সুপরিকল্পিত নীতিও এই দিন ব্যর্থ হতে পারে। যার কারণে আপনি ক্ষুব্ধ হয়ে পড়তে পারেন। এটা আপনার স্বাস্থ্যের অবনতির কারণ হতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন)
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৯-এর জাতক-জাতিকাদের এই দিন শান্ত থাকার চেষ্টা করতে হবে। এই দিন বাড়ির এবং কার্যক্ষেত্রের বৈদ্যুতিক সরঞ্জামের দিকে বিশেষ নজর দিতে হবে। আপনার সুপরিকল্পিত নীতিও এই দিন ব্যর্থ হতে পারে। যার কারণে আপনি ক্ষুব্ধ হয়ে পড়তে পারেন। এটা আপনার স্বাস্থ্যের অবনতির কারণ হতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন)