Yashasvi Jaiswal Video: যশস্বীর নয়া নজির, ভারতের জার্সিতে প্রথম বলেই তুলে নিলেন ১৩ রান! রইল ভাইরাল ভিডিও

নয়াদিল্লি: ভারত বনাম জিম্বাবোয়ে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক তরফা জয় পেয়েছে ইয়াং টিম ইন্ডিয়া৷ প্রথম ম্যাচে হারলেও সেই ভুলের পথ আর মাড়ায়নি মেন ইন ব্লু৷ প্রতিটা ম্যাচেই সহজ জয়ের ফলে ৪-১ এ সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া৷ তবে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে এমন ঘটনা ঘটে যা আগে কোনও ম্যাচে হয়নি৷ ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল নিজের নাম ইতিহাস বইয়ে তুললেন৷ ভারতের ইনিংসে প্রথম বলে ১৩ রান করার অদ্ভুত রেকর্ড করলেন তিনি৷

ভারতীয় দল জিম্বাবোয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দারুণ পারফর্ম করেছে৷ টিম ইন্ডিয়া পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৭ রান করে৷ সঞ্জু স্যামসন অর্ধশতরান করেন৷ এই রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ে ১৮.৩ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায়৷ মুকেশ কুমার ভারতের জার্সি গায়ে ৪ উইকেট নেন৷

যশস্বী জয়সওয়ালের নয়া কামাল

জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দল টসে হারের পর প্রথমে ব্যাট করতে নামে৷ বল করতে আসেন খোদ সিকন্দর রাজা৷ যশস্বী জয়সওয়াল অধিনায়ক শুভমান গিলের সঙ্গে ওপেন করতে নামে৷ তিনি প্রথম বলেই জোরালো ছক্কা হাঁকান৷ বল ফুলটস ছিল যেটাকে যশস্বী ওভার বাউন্ডারিতে কনভার্ট করে দেন৷

দেখুন এক বলে ১৩ রানের ভাইরাল ভিডিও

 

আরও পড়ুন – EURO 2024: ইতিহাসে ইয়ামেল, ইউরো ফাইনালে ম্যাচের সেরা, সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে খেললেন ইউরো ফাইনাল

—- Polls module would be displayed here —-

ছক্কার আনন্দে ভাসার আগেই বলটির জন্য নো বলের হুটার বেজেছিল৷ ফ্যানরা ডবল খুশি হয়ে যান৷ যশস্বী হাতে ফের একবার সুযোগ এসে যায়৷ সুযোগের সদ্ব্যবহার করতে কোনও ভুল করেননি তিনি৷ ফ্রি হিটে সামনে উঠিয়ে মারেন এবং সেই বলের সর্বোচ্চ রান ছক্কা পেয়ে যান৷

অর্থাৎ ভারতের ইনিংসের প্রথম বলে অর্থাৎ ১ বলে ১৩ রান হয়ে গিয়েছিল স্কোরবুকে৷ এর আগে টি টোয়েন্টি ক্রিকেটে কোনও ইনিংসের প্রথম বলেই ১৩ রান কখনও হয়নি৷