Meet Bollywood star targeted by underworld after saving 400 girls from sex trafficking

Bollywood: এই সুপারহিট বলি-নায়ক ৪০০ জন মহিলাকে নারী পাচার-চক্রর হাত থেকে বাঁচিয়েছিলেন, ২৬ বছর গোটা ঘটনা গোপনে রাখেন, নাম বলতে পারবেন? পড়ুন

এমন অনেক বলিউড তারকা আছেন, যাঁরা নানা সামাজিক কাজ করে থাকেন। কেউ পরিবেশ নিয়ে কাজ করেন, কেউ দুঃস্থদের সাহায্যে এগিয়ে আসেন। তারকাদের এই সমস্ত দান-ধ্যানের খবর হামেশাই খবরের শিরোনামে উঠে আসে। ছাপা হয় সোশ্যাল মিডিয়ায়। সবাই ধন্য ধন্য করেন। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগেও এমন একজন তারকা আছেন, যিনি সামাজিক কাজ করেন, অথচ মুখ ফুটে সে-কথা কাউকে বলেননি। ২৬ বছর চেপে রেখেছিলেন বিশাল এক সত্য। এই তুমুল জনপ্রিয় বলি-তারকা ৪০০ মহিলাকে নারী পাচার চক্রের হাত থেকে বাঁচিয়েছিলেন, অথচ ২৬ বছর সে-কথা কাউকে বলেননি। এই অভিনেতার নাম বলতে পারবেন?
এমন অনেক বলিউড তারকা আছেন, যাঁরা নানা সামাজিক কাজ করে থাকেন। কেউ পরিবেশ নিয়ে কাজ করেন, কেউ দুঃস্থদের সাহায্যে এগিয়ে আসেন। তারকাদের এই সমস্ত দান-ধ্যানের খবর হামেশাই খবরের শিরোনামে উঠে আসে। ছাপা হয় সোশ্যাল মিডিয়ায়। সবাই ধন্য ধন্য করেন। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগেও এমন একজন তারকা আছেন, যিনি সামাজিক কাজ করেন, অথচ মুখ ফুটে সে-কথা কাউকে বলেননি। ২৬ বছর চেপে রেখেছিলেন বিশাল এক সত্য। এই তুমুল জনপ্রিয় বলি-তারকা ৪০০ মহিলাকে নারী পাচার চক্রের হাত থেকে বাঁচিয়েছিলেন, অথচ ২৬ বছর সে-কথা কাউকে বলেননি। এই অভিনেতার নাম বলতে পারবেন?
তুমুল জনপ্রিয় এই বলি-তারকা ৪০০ জন মহিলাকে নারী-পাচার চক্রের হাত থেকে বাঁচিয়েছিলেন, সেই জন্য মুম্বইয়ের কুখ্যাত  'আন্ডারওয়ার্ল্ড' থেকে হুমকিও পেয়েছিলেন। কিন্তু ঘটনার কথা সামনে আনলে উদ্ধার হওয়া মহিলাদের ক্ষতির আশঙ্কা থেকে যাবে, সেই কথা ভেবে তিনি মুখ খোলেননি। ২৬ বছর গোপন রেখেছিলেন এই সত্য। এই নায়কের নাম বলতে পারবেন?
তুমুল জনপ্রিয় এই বলি-তারকা ৪০০ জন মহিলাকে নারী-পাচার চক্রের হাত থেকে বাঁচিয়েছিলেন, সেই জন্য মুম্বইয়ের কুখ্যাত ‘আন্ডারওয়ার্ল্ড’ থেকে হুমকিও পেয়েছিলেন। কিন্তু ঘটনার কথা সামনে আনলে উদ্ধার হওয়া মহিলাদের ক্ষতির আশঙ্কা থেকে যাবে, সেই কথা ভেবে তিনি মুখ খোলেননি। ২৬ বছর গোপন রেখেছিলেন এই সত্য। এই নায়কের নাম বলতে পারবেন?
এই 'মহান' নায়কের নাম সুনীল শেট্টি। ৯০-এর দশকে শাশুড়ি-মা বিপুলা কাডড়ি-র সঙ্গে তিনি একটি এনজিও শুরু করেন। এই এনজিও 'হিউম্যান অ্যান্ড সেক্স ট্র্যাফিকিং'-এর শিকার হওয়া নারী ও পুরুষদের উদ্ধার করে তাঁদের জীবনের নতুন পথে চলতে সহায়তা করে।
এই ‘মহান’ নায়কের নাম সুনীল শেট্টি। ৯০-এর দশকে শাশুড়ি-মা বিপুলা কাডড়ি-র সঙ্গে তিনি একটি এনজিও শুরু করেন। এই এনজিও ‘হিউম্যান অ্যান্ড সেক্স ট্র্যাফিকিং’-এর শিকার হওয়া নারী ও পুরুষদের উদ্ধার করে তাঁদের জীবনের নতুন পথে চলতে সহায়তা করে।
দীর্ঘ সময় নিজের এই সামাজিক কাজ নিয়ে কোন-ও কথা বলেননি সুনীল শেট্টি। সম্প্রতি একটি প্রথম সারির সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, '' এই সম্পূর্ণ প্রজেক্টের আসল হিরো আমার শাশুড়ি মা বিপুলা কাদড়ি। আগে আমাদের এনজিও-র নাম ছিল 'ট্র্যাফিকিং ইন ইন্ডিয়া'। বর্তমানে এনজিও-টির নাম 'বিপুলা ফাউন্ডেশন'। আমার শাশুড়ি মা ও এনজিও-র অন্যান্য কর্মীরা নানা সময়ে ৪০০ জনের বেশি মহিলাকে নারী পাচার চক্র থেকে উদ্ধার করে নতুন জীবন দিয়েছে।''
দীর্ঘ সময় নিজের এই সামাজিক কাজ নিয়ে কোন-ও কথা বলেননি সুনীল শেট্টি। সম্প্রতি একটি প্রথম সারির সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ” এই সম্পূর্ণ প্রজেক্টের আসল হিরো আমার শাশুড়ি মা বিপুলা কাদড়ি। আগে আমাদের এনজিও-র নাম ছিল ‘ট্র্যাফিকিং ইন ইন্ডিয়া’। বর্তমানে এনজিও-টির নাম ‘বিপুলা ফাউন্ডেশন’। আমার শাশুড়ি মা ও এনজিও-র অন্যান্য কর্মীরা নানা সময়ে ৪০০ জনের বেশি মহিলাকে নারী পাচার চক্র থেকে উদ্ধার করে নতুন জীবন দিয়েছে।”
তবে সুনীল শেট্টির এনজিও-র কাজে খুশি ছিল না মুম্বইয়ের 'আন্ডারওয়ার্ল্ড'। সুনীলের ভাষায়, '' আমায় ও আমার পরিবারকে ক্রমাগত হুমকি দেওয়া হত। কিন্তু পুলিশ-প্রশাসন ও আমার কাছের বন্ধুদের ধন্যবাদ। আমরা বিপদ কাটিয়ে উঠতে পেরেছি।''
তবে সুনীল শেট্টির এনজিও-র কাজে খুশি ছিল না মুম্বইয়ের ‘আন্ডারওয়ার্ল্ড’। সুনীলের ভাষায়, ” আমায় ও আমার পরিবারকে ক্রমাগত হুমকি দেওয়া হত। কিন্তু পুলিশ-প্রশাসন ও আমার কাছের বন্ধুদের ধন্যবাদ। আমরা বিপদ কাটিয়ে উঠতে পেরেছি।”
সবশেষে সুনীল বলেন, ''আসলে কী জানেন, যখন আপনি কোন-ও ভাল কাজ করতে যাবেন, গোটা সিস্টেম আপনাকে সাহায্য করবে। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল।''
সবশেষে সুনীল বলেন, ”আসলে কী জানেন, যখন আপনি কোন-ও ভাল কাজ করতে যাবেন, গোটা সিস্টেম আপনাকে সাহায্য করবে। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল।”