মৃত রেলকর্মী।

Kamrup Express accident: ফের আতঙ্কের ট্রেনসফর! চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেল হাওড়াগামী কামরূপ এক্সপ্রেসের ইঞ্জিন

ডিব্রুগড়: বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ডিব্রুগড় থেকে হাওড়াগামী কামরূপ এক্সপ্রেস। মঙ্গলবার সন্ধেবেলায় অসমের ডিব্রুগড়ের ঘটনা। চলন্ত অবস্থায় ডিব্রুগড়ের চাউলখোয়ায় ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ১৫৯৬০ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস। ইঞ্জিনটি কিছু দূরে এগিয়েও যায়।

আরও পড়ুন: প্রসবের সময় মারা যান স্ত্রী! দেহ সৎকার করে চিতাভস্ম থেকে যা পাওয়া গেল… জানলে আপনিও শিউরে উঠবেন

জানা গিয়েছে চলন্ত অবস্থায় ইঞ্জিনের কাপলিং ভেঙে গিয়ে বিপত্তি ঘটে। সেই পথ দিয়ে রাজধানী এক্সপ্রেসেরও যাওয়ার কথা ছিল। পড়ে চালকের নজরে এলে ব্যবস্থা নেওয়া হয় এবং বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান যাত্রীরা। ঘটনাটি জানার পরেই সেখানে ছুটে যান রেলকর্তারা। রেলের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীরা সকলেই সুস্থ রয়েছেন। কিন্তু এমন ঘটনা ঘটার ফলে বেশ কিছুটা সময় নষ্ট হয়।

আরও পড়ুন: গুরু পূর্ণিমায় চারটি বিরল ঘটনার শুভ যোগ! কাজে আসবে সাফল্যে, কিনতে পারেন সম্পত্তিও, জেনে নিন সময়

গত মাসেই নিউ জলপাইগুড়ি থেকে ১১ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই দুর্ঘটনায় ৯ জন যাত্রী প্রাণ হারান এবং ৪০ জন আহত হন। প্রসঙ্গত, সেই বিপর্যয় নিয়ে মঙ্গলবারই রিপোর্ট পেশ করেছে রেলওয়ে সেফটি, আর সেই দিনই ঘটে গেল এমন দুর্ঘটনা।